একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আপনাদের মাঝে আবারও সুন্দর একটি মেহেদি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম । আর মাত্র ১০টি রোজা বাকী, এরপর আমাদের সকলের আনন্দের উৎসব ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে সবাই এখন ব্যস্ত রয়েছেন নানা রকমের প্লান নিয়ে। তাই আমিও প্ল্যান করে ফেললাম সুন্দর একটি মেহেদি ডিজাইন আপনাদেরকে উপহার দিব। আশা করি আপনাদের ভালো লাগবে ।অংকনটি ধাপে ধাপে সহজভাবে উপস্থাপন করেছি, চেষ্টা করলে যে কেউ করতে পারবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে ।

7C04B8A8-B671-4B82-8DA7-972DB00A6D42.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার
  • একটি স্কেল

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

CCB676DB-AF77-4155-AA3C-E6D35C37D47A.jpeg

56026153-9179-4499-939F-5FC2E31B2A42.jpeg

প্রথমেই একটি বিন্দু কে কেন্দ্র করে গাড় করে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

6647F230-6203-4674-BB81-E99C815B0EA5.jpeg

এরপর ওই বৃত্তটিকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে চারিপাশে কতগুলো ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

3EF51F60-690E-4DE4-8DD3-6C8ED3292EA6.jpeg

পাপড়িগুলো কে কেন্দ্র করে বড় বড় করে আরো কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি। এরপরে এর চারিপাশে গাড়ো করে আবার বৃত্ত এঁকে নিয়েছি।

CC504A37-7479-44FE-8FB1-677F619A66E0.jpeg

বৃত্তটির চারিপাশে পর্যায়ক্রমে ছোট ও বড় আকারের কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।

এরপর পাপড়িগুলো ডানপাশে পর্যায়ক্রমে এভাবে একটির পর একটি ডিজাইন করে নিয়েছি।

F6BD06F1-D264-4FE3-AE3D-D906D9F001FB.jpeg

D06EEAC6-4AA2-4F2E-9095-F80DCA1D6F98.jpeg

D286453E-F17B-4427-8430-FA597FDAEDA7.jpeg

36E0CA1A-69B2-4EA6-A5E8-374135C4ECA1.jpeg

461CEF31-D716-42B7-A538-834C945D58AA.jpeg

8C82CCC7-E119-431F-96C2-409227408127.jpeg

7D0F82DD-CCD9-4E44-8AFE-148841807EE5.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

আর্টটি হাতে কলমে করেছেন বিশ্বাসই হচ্ছেনা। অনেক চমৎকার হয়েছে। খুব সুন্দর এবং নিখুঁত ভাবে কাজটি করেছেন।আপনার করা
এই আর্টি সত্যি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আর দশটি রোজার পরেই ঈদ আর এই ঈদে সকলেই মেহেদির নানা রকমের ডিজাইন হাতে অংকন করবে। আপনি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। সকলে আপনার পোস্টটি দেখে মেহেদি ডিজাইন শিখে নিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ঈদের সময় বাঙালির প্রতিটি ঘরে মেহেদি নেয়ার ধুম পড়ে যায়, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব ভালো কাজ করেছেন আপু ঈদকে সামনে রেখে খুবই চমৎকার একটি মেহেদির ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই ডিজাইনটি হাতে লাগানো যাবে। খুবই ভালো লাগবে এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে লাগালে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

আসলে আপনার তৈরি মেহেদির ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার স্ত্রী আপনার অঙ্কন করা ডিজাইন গুলো খুব পছন্দ করে। সে মাঝে মাঝেই বলে আপু কোন ডিজাইন শেয়ার করেছে কি দেখো। সত্য কথা বলতে আমার স্ত্রী আপনার মেহেদির ডিজাইনের ভক্ত হয়ে গেছে।

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার কমেন্টটি পড়ে আমি খুবই অনুপ্রাণিত হলাম।জেনে খুবই ভালো লাগলো আমার মেহেদি ডিজাইনগুলো আপনার স্ত্রী পছন্দ করে, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাহা দারুন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আপু আপনি, যদিও আমি মেহেদী তেমন একটা পারি না কিন্তু আমার ছোট বোন আছে সে আবার এগুল বেশ পছন্দ করে।তাকে না হয় এই ডিজাইনটি দেখাবো এবার ইদে😍

 3 years ago 

সত্যিই ভাল লাগবে যদি আপনার ছোট বোন এই ডিজাইনটি পছন্দ করে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসন্ন ঈদকে সামনে রেখে আপনি খুব চমৎকার ভাবে ঈদে হাতে দেয়ার জন্য মেহেদি ডিজাইন এঁকেছেন। দেখতে খুব চমৎকার লাগতেছে। আসলে ঈদে মেহেদি দিয়ে হাত রাঙাতে খুব ভালো লাগে। মেহেদির এই ডিজাইন টি সব মেয়েদের জন্য ভালো হয়েছে।আপনি খুব চমৎকার ভাবে একে দেখালেন। ধন্যবাদ আপু

 3 years ago 

ঠিক বলেছেন আপু ঈদের সময় মেহেদী না পড়লে মনে তৃপ্তি পাওয়া যায় না, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন দেখতে পায়। এর ফলে এবার রোজার ঈদে কষ্ট করে আর মেহেদি ডিজাইন খুঁজে নিতে হবে না। আপনারে ডিজাইন দেখেই আমার বাসার মেয়েদের মেহেদি দিতে বলব।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আর মাত্র কয়েক দিন বাকি এরপরেই মেহেদী দেওয়ার দিন চলে আসবে, তখ আপনার এই পোস্টি অনেকেরই কাজে আসবে, আমি প্রায় সময় আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেহেদীর ডিজাইন আর্ট উপহার দিয়ে থাকেন আপু, আপনার ডিজাইন গুলো আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর করে ধাপ গুলো বুঝিয়ে দেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

জেনে খুবই ভালো লাগলো আমার মেহেদির ডিজাইন গুলো আপনার ভাল লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঈদ কে সামনে রেখে অসাধারণ একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছেন আপু। আপনি কয়েক দিন আগেও অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছিলেন। আপনার ডিজাইনগুলো আমার সত্যিই খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই তো আমার ভালো লাগা, সত্যি খুবই ভালো লাগে যখন আপনারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি মাঝে মধ্যেই চমৎকার চমৎকার মেহেদি ডিজাইন এর আর্ট শেয়ার করেন। দেখে অনেক ভালো লাগে। আজকে ও চমৎকার ভাবে একটি মেহেদি ডিজাইন এর আর্ট শেয়ার করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79