আমার কবিতা “স্বদেশ” 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের কবিতাটি লিখেছি আমার প্রিয় জন্মভূমি কে নিয়ে। আসলে মানুষ যখন তার নিজের দেশ ছেড়ে অন্য কোথাও থাকে তখন সবসময় তার মনের মাঝে দেশের প্রতি অন্যরকম একটি ফিলিংস কাজ করে। তখন সে সবসময় সবকিছু তার নিজের দেশের সাথে তুলনা করে , আর তার কাছে মনে হয় তার নিজের দেশের চেয়ে অপরুপ সুন্দর আর কোন দেশ হতে পারেনা, যতই সুন্দর হোক না কেন অন্যের দেশ। এটাই হচ্ছে আমার কবিতার মূল বিষয়বস্তু, আশা করি করি আপনাদের একটু হলেও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

641015FC-72B4-4B68-B118-A94B02C42DB1.jpeg

Copyright free image, pixabay

❤ স্বদেশ ❤

আমার প্রাণের বাংলাদেশ,
আমার এই প্রাণটি জুড়ায় শুধু
তোমার ছায়ায় এসে।
তোমার সুনীল আকাশ,
তোমার ঝিরঝিরে বাতাস
কেন শুধু আমায় টানে?

তোমার গাঁয়ের মেঠোপথ,
আর সোনালী ধানের গন্ধ
কেন বারবার টানে আমায়?
কেন ছুঁয়ে দেখতে মন চায় তোমায়?
কেন বারবার ছুটে যেতে চায় মন?

পরিচিত পাখিগুলোর কিচিরমিচির ডাক,
আর কাক ডাকা ভোর, কেন খুঁজে পাইনা আর?
এখানেও পাখির ডাকে হয় ভোর,
কিন্তু ডাকে আমার মন উজাড় হয় কই ?

এখানেও আছে সবুজ শ্যামল প্রকৃতি
কিন্তু নেই শুধু সেই চিরাচরিত রুপ।
রয়েছে রং-বে রঙের বাহারি ফুল,
শুধু খুঁজে পাইনা বকুল, বেলি,
টগর আর হাসনাহেনার মন মাতানো ঘ্রাণ।

এখানেও রয়েছে নদ-নদী ও সমুদ্র
কিন্তু পদ্মা-মেঘনা-যমুনা
আর বঙ্গোপসাগরের নীল ঢেউ, পাই না কোথাও ।
কক্সবাজার সমুদ্র সৈকতের যে অপরূপ রুপ
পৃথিবীর কোথাও গেলে পাবো কি আর ?

এখানেও রয়েছে নানা জাতের
জানা-অজানা রংবেরঙের ফল।
কিন্তু পাইনা সেই তৃপ্তি,
সেই টাটকা গাছ থেকে পাড়া ফলের স্বাদ।

এখানে রোবটিক মানুষগুলো দিনরাত
ছুটে চলছে কাজের পিছে,
ফিরে তাকানোর নেইতো কোন সময়,
নেই তো কারো সাথে দুটি কথা বলার।

এখন শুধু আশায় বসে থাকা,
কবে আসবে সেই দিন?
কবে যাব আমার প্রাণের জন্মভূমিতে?
কবে তৃষিত হৃদয় তার তৃষ্ণা মিটাবে সেই আশায়।

♡ ♥💕❤

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু নিজের স্বদেশের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমরা স্বর্গে গেলেও নিজের দেশটা হয়তো কখনোই ভুলব না। স্বদেশ নিয়ে কবিতা টা চমৎকার লিখেছেন। বাংলার প্রকৃতি সংস্কৃতি সবকিছুই তুলে ধরেছেন। দারুণ হয়েছে কবিতা টা।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আর বাইরে থাকলে স্বদেশের প্রতি আরো বেশি ফিলিংস কাজ করে। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

স্বদেশ এর চাইতে ভালো জায়গা আর কোথাও নেই। স্বদেশ মায়ার জায়গা। এই স্বদেশের স্মৃতি কখনো ভোলা যায় না। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া স্বদেশের স্মৃতি আসলেই ভোলা যায় না।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এখানে রোবটিক মানুষগুলো দিনরাত
ছুটে চলছে কাজের পিছে,
ফিরে তাকানোর নেইতো কোন সময়,
নেই তো কারো সাথে দুটি কথা বলার।

যখন আমি প্রবাসে ছিলাম এই রকম চিন্তা আমার নিজের মধ্যেও কাজ করত। যাই হোক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের মাতৃভূমিকে ভালোবেসে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সর্বদায়

 2 years ago 

আসলেই ভাইয়া প্রবাসে থাকলে দেশের প্রতি আরো বেশি টান অনুভূত হয়।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার কথার সাথে আমি সহমত পোষণ করেছি। কারণ সে সময় অনেক বেশি মিস করতাম স্বদেশটাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আপু ঠিক বলেছেন নিজের দেশের প্রতি ভালোবাসা টা একটু অন্যরকম হয়ে থাকে। আর সেই দেশ থেকে যত দূরে থাকা যায় তাহলে তো মনে হয় এর প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। দেশকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু ভাল লেগেছে আপনার কবিতাটি। এভাবেই আমাদেরকে সুন্দর কবিতা উপহার দিবেন এটাই আশা করি দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া দেশের বাইরে থাকার জন্যই দেশের প্রতি আরো টান বেড়ে যায় দ্বিগুণ। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার আজকের লেখা কবিতাটি আমার কাছে অসাধারণ লেগেছে। ঠিকই বলেছেন নিজের জন্মভূমির সবকিছুই যেন সব সময় মনকে ব্যাকুল করে তোলে ।আপনার কবিতাটা পড়ে আমার মনটাও কেমন ব্যাকুল হয়েছে কতদিন গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটি না মন ভরে পাখির কিচিরমিচির শুনি না নিজের জন্মভূমিতে গেলে সবকিছুই অন্যরকম মনে হয়। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে আর দোয়া করি আপনি যেন খুব শীগ্রই আবার দেশের মাটিতে পা রেখে সবকিছু ফিরে পান কিছুটা সময়ের জন্য হলেও।

 2 years ago 

আমিও খুব মিস করি গ্রামের সেই শান্ত সুন্দর প্রকৃতি গুলো। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

দাঁত থাকতে দাঁতের মর্যাদা যেমন বোঝা যায় না তেমনি দেশে থাকতে দেশের মর্যাদাও বোঝা যায় না । দেশের বাইরে গেলে তখন দেশের প্রতি অন্যরকম একটা টান অনুভব হয়। আপনি দেশের কথা মনে করে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। ধীরে ধীরে আপনি কবিতাতে বেশ দক্ষ হয়ে যাচ্ছেন। খুব ভালো লেগেছে আপনার কবিতাটি।

 2 years ago 

একদম ঠিক কথা, দেশের বাইরে থাকলেই দেশের প্রতি বেশি টান অনুভূত হয়।অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

তোমার গাঁয়ের মেঠোপথ,
আর সোনালী ধানের গন্ধ
কেন বারবার টানে আমায়?
কেন ছুঁয়ে দেখতে মন চায় তোমায়?
কেন বারবার ছুটে যেতে চায় মন?

স্বদেশের প্রতি দেশের মাটি ও মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে অনুভূতি থাকলে এত সুন্দর কবিতা লেখা যায় । এ কথা জেনে ভালো লাগছে বিদেশে রঙ্গিন পরিবেশে থেকেও দেশের মাটি মানুষ সবুজ প্রকৃতিকে ভুলে যাননি। জয় হোক আপনার স্বদেশ প্রেম।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

তোমার গাঁয়ের মেঠোপথ,
আর সোনালী ধানের গন্ধ
কেন বারবার টানে আমায়?
কেন ছুঁয়ে দেখতে মন চায় তোমায়?
কেন বারবার ছুটে যেতে চায় মন?

এটাই আমাদের দেশের সবচেয়ে বড় আকর্ষণ আপু। গ্রামের এই দৃশ্যগুলো আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন।

 2 years ago 

আমারতো গ্রাম ই বেশি ভালো লাগে, শহর একদম ভালো লাগেনা।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এখন শুধু আশায় বসে থাকা,
কবে আসবে সেই দিন?
কবে যাব আমার প্রাণের জন্মভূমিতে?
কবে তৃষিত হৃদয় তার তৃষ্ণা মিটাবে সেই আশায়।

আপু আপনার এই কবিতার মধ্যে স্বদেশের প্রতি তীব্র ভালোবাসা ফুটে উঠেছে। স্বদেশ নিয়ে এত সুন্দর একটি কবিতা পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

স্বদেশ সম্পর্কে খুবই চমৎকার স্বরচিত একটা কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে আপু এখন মানুষেরা সারাদিনরাত ছুটে চলেছে কাজের পিছনে এটা সত্য কথা। এখন যোগ এমনই হয়ে গিয়েছে যেখানে কারো সাথে দুটো কথা বলার সময় নেই কারণ প্রত্যেকটি মানুষ এখন টাকা উপার্জন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। স্বদেশী সকল বিষয়গুলো আপনি খুবই চমৎকারভাবে আপনার এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50