মসজিদের হোমওয়ার্কে মেয়ের সাথে কিছুক্ষণ সময় দেয়া
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
প্রতিদিন রুটিন করে পোস্ট করা আসলে খুবই ঝামেলার কাজ। কি পোস্ট করব খুজে পাওয়া মুশকিল। তো আজকে ভাবছিলাম কি পোস্ট করব।এমন সময় ছোট মেয়ে আসে তার মসজিদের হোমওয়ার্কে তাকে হেল্প করতে হবে।দেখলাম অনেক কাজই দিয়েছে, তো তাকে হেল্প করলাম আর সাথে সাথে আমার পোস্টটি ও তৈরি করে ফেললাম। মসজিদে নানান ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। বেশ ভালই জ্ঞান অর্জন করতে পারছে তারা মসজিদ থেকে। আসলে বাংলাদেশের মতো এদেশে তাদের স্কুলগুলোতে ধর্মীয় বইগুলো থাকে না ফলে ধর্মীয় বিষয়ে তাদের জ্ঞান একটু কম থাকে। এ কারণে এ ধরনের ইনস্টিটিউশনে যদি তাদেরকে না পাঠানো হয় তাহলে তারা কিছুই শিখতে পারবেনা।বাসায় আর কতটুকুই শিখতে পারে। মসজিদ থেকে তাদের যে প্রোজেক্টটি দেয়া হয়েছিল তা হচ্ছে জান্নাত ও জাহান্নামে কি থাকবে সেটা তাদেরকে ড্র করে বুঝিয়ে দিতে হবে। জান্নাত ও জাহান্নাম সম্পর্কে অনেকগুলো লাইন সেখানে লেখা ছিল। তো আমার মেয়ে তার আইডিয়া থেকে কাগজে এই অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করেছে। আর সাথে তাদের দেওয়া কিছু লাইন গুলো লিখে দিয়েছে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমার মেয়ের তৈরি করা প্রজেক্টটি।
Paradise:
ধাপ ১:
আমাকে বলেছিল কাগজে পাতা এঁকে সুন্দর করে কেটে দিতে।সে নিজেও পারে কিন্তু তারগুলো সুন্দর হবেনা বলে আমার হেল্প নিল। আর এই পাতা বানানোর আইডিয়াগুলো তারই ছিল।
ধাপ ২:
এরপর এই পাতাগুলো একটি সাদা কাগজে লাগিয়ে দিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম পাতা কেন দেয়া হয়েছে? সে বলল প্যারাডাইসে অনেক সুন্দর সুন্দর গাছপালা ও পাতা থাকবে তাই আমি এই পাতাগুলো দিয়েছি।
এরপর বুক থেকে এই সেন্টেন্স গুলো লিখেছে। সেন্টেন্স গুলোতে লেখা রয়েছে প্যারাডাইসে সে কি কি করতে পারবে, কি কি তার জন্য থাকবে।
Hell
এখানে লাল লাল যে কাগজগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে সে আগুন মিন করেছে অর্থাৎ জাহান্নামে অনেক কষ্ট আযাব ও আগুন থাকবে তাই সে আগুন গুলো তৈরি করেছে কাগজ দিয়ে। আর বুক থেকে কিছু সেন্টেন্স এখানে লিখেছে কারা জাহান্নামে যাবে এবং কাদেরকে জাহান্নাম হতে রক্ষা করা হবে, আর সেখানে তাদের কত কষ্ট হবে সেগুলো কিছু লেখা রয়েছে।
আশা করছি আমার মেয়ের আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে। জান্নাত যেখানে শুধু গাছপালা তাই সে পাতা দিয়েছে, আর জাহান্নাম শুধু কষ্ট ও আগুন থাকবে তাই সে এখানে কাগজ দিয়ে আগুন বানিয়েছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

খুবই ভালো লাগলো কাজ গুলো দেখে।এতে করে বাচ্চারা জান্নাত ও জাহান্নাম বিষয়ে অবগত হবে।ভালো কাজ মন্দ কাজ বিষয়টিতে তাদের ধারনা হবে।আর পাতা গুলো সত্যি ই চমৎকার হয়েছে।আপনি মেয়েকে হেল্প করলেন আর নিজের লেখার জন্য একটি পোস্ট ও তৈরি করে ফেললেন।এটা ও বেশ ভালো লাগলো।সকাল হলেই চিন্তা করতে হয় কি পোস্ট করবো আজ। এ ধরনের বিষয় গুলো দিয়ে পোস্ট করা হলে একদিকে পোস্ট করা ও হয়। আর সবাই এই বিষয় গুলো নতুন করে পোস্টের মাধ্যমে পড়ে নিজেদেরকে জান্নাত আর জাহান্নামের কথা মনে করে সতর্ক ও থাকতে পারে।ধন্যবাদ আপু শেয়ার করে নেয়ার জন্য।
ধর্মীয় বিষয়গুলো বুঝানোর জন্য বেশ সুন্দর একটি পদ্ধতি হলো এই প্রজেক্ট। এতে করে শিক্ষার্থীরা বেশ ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারে। আপনার মেয়ের আইডিয়াটিও বেশ সুন্দর বেশ সুন্দরভাবে কাগজ দিয়ে জান্নাত ও নরকের বিষয়গুলো তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার মেয়ের আইডিয়াটি দেখে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনার মেয়ের জন্য।