রানী Elizabeth এর প্লাটিনাম জুবিলী - ২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে রানী Elizabeth এর প্লাটিনাম জুবিলী - ২০২২ উদযাপন নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি।আজকে বাচ্চাদের স্কুলগুলোতে এই নিয়ে বড় একটি পার্টির আয়োজন করা হয়, খুব উপভোগ করে তারা।এই দিনে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম না পড়ে স্পেশাল dress পড়ে যেতে হয়েছিল, নীল, সাদা অথবা লাল রঙের ড্রেস ফিক্সড করা ছিল, আর মাথায় পড়তে হয়েছিল ক্রাউন। খুব সুন্দর লাগছিল দেখতে সবাইকে। বিশেষ অনুষ্ঠানে বিশেষ আয়োজন।

আপনারা অনেকেই হয়তো জানেন না প্লাটিনাম জুবিলী কি? প্রথমেই এ বিষয় নিয়ে আপনাদের একটু ধারনা দিতে চাই । রানীর সিংহাসনে আরোহণের 70 তম বার্ষিকী ছিল 6 ফেব্রুয়ারি, 2022 ।কিন্ত 6 ফেব্রুয়ারী তার পিতার মৃত্যুবার্ষিকী হওয়ার কারনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান স্থগিত কর হয়।পরে বছর ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান উদযাপিত হতে থাকে এবং জুন মাসের 5 তারিখে গিয়ে তা শেষ হবে। 25 বছরের রাজত্বকে বলে রজত জয়ন্তী, 50 বছরকে বলে সুবর্ণ জয়ন্তী, 60 বছরকে হীরক জয়ন্তী এবং 70 বছরকে বলে প্ল্যাটিনাম জুবিলি। ইংল্যান্ডে কখনো কোন রাজা বা রানী প্লাটিনাম জুবিলি উদযাবিত করতে পারেননি, এই প্রথম রানী উদযাপন করছেন।এ কারনে বিশেষ আয়োজন চলছে।

5AB02E4B-490A-4867-8D6E-F2F7D7BCAF56.jpeg

বাচ্চাদেরকে কলম ও ব্যাজ দেয়া হয়েছিল।

স্কুল হলিডের কারণে বাচ্চাদেরকে নিয়ে আজকে প্লাটিনাম জুবিলীর বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। সকলের একসাথে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই দেশে স্কুল গুলোতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় না, আমরা যেমন স্কুলে প্রতিদিন জাতীয় সংগীত পরিবেশন করতাম, জানিনা এখন হয় কিনা?কিন্তু এই দেশে শুধুমাত্র বিশেষ কোনো অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। যাইহোক সঙ্গীত পরিবেশনের পর বাচ্চাদের সকলকে একসাথে মাঠে নিয়ে কেক কাটা হয়, এর পর বিভিন্ন ধরনের সুইট, জুস পরিবেশন করা হয় বাচ্চাদের মধ্যে। এরপর বাচ্চাদের সকলকেই একটি করে কলম ও ব্যাজ দেয়া হয়। এরপর বাচ্চাদেরকে বলা হয় রানীর কাছে একটি করে চিঠি লিখতে। সকলেই ইচ্ছেমত যে যার যত চাহিদা আছে চিঠির মাধ্যমে তা প্রকাশ করে। সত্যিই এটি খুব মজার ব্যাপার ছিল, খুব উপভোগ করেছে তারা।

এই নিয়ে বিশাল একটি পার্টির আয়োজন করা হচ্ছে ।70 তম জুবিলী পার্টিতে কমপক্ষে 12 মিলিয়ন লোক অংশ নেবে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া দেশব্যাপী হাজার হাজার স্ট্রীট পার্টিরও আয়োজন করা হবে। আন্তর্জাতিক কুচকাওয়াজ, সঙ্গীত, সার্কাস, নানা আয়োজন থাকবে।সত্যি বড় একটি উৎসবের দিন হবে এটি, যা উদযাপন করা হবে দুই থেকে পাঁচ জুন এর মধ্যে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনি আমাদের মাঝে বেশ ভালো একটা তথ্য চিত্র তুলে দরেছেন ইংল্যান্ডের প্লাটিনাম জুবলি সম্পর্কে।
অনেক আজানা কিছু আজ অর্জন করতে পারলাম আপনার শেয়ারকৃত পোষ্ট এর দ্বারা।

আপনারা অনেকেই হয়তো জানেন না প্লাটিনাম জুবিলী কি? প্রথমেই এ বিষয় নিয়ে আপনাদের একটু ধারনা দিতে চাই । রানীর সিংহাসনে আরোহণের 70 তম বার্ষিকী ছিল 6 ফেব্রুয়ারি, 2022 ।কিন্ত 6 ফেব্রুয়ারী তার পিতার মৃত্যুবার্ষিকী হওয়ার কারনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান স্থগিত কর হয়।পরে বছর ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান উদযাপিত হতে থাকে এবং জুন মাসের 5 তারিখে গিয়ে তা শেষ হবে। 25 বছরের রাজত্বকে বলে রজত জয়ন্তী, 50 বছরকে বলে সুবর্ণ জয়ন্তী, 60 বছরকে হীরক জয়ন্তী এবং 70 বছরকে বলে প্ল্যাটিনাম জুবিলি। ইংল্যান্ডে কখনো কোন রাজা বা রানী প্লাটিনাম জুবিলি উদযাবিত করতে পারেননি, এই প্রথম রানী উদযাপন করছেন।এ কারনে বিশেষ আয়োজন চলছে।

 2 years ago 

25 বছরের রাজত্বকে বলে রজত জয়ন্তী, 50 বছরকে বলে সুবর্ণ জয়ন্তী, 60 বছরকে হীরক জয়ন্তী এবং 70 বছরকে বলে প্ল্যাটিনাম জুবিলি।

আপু একেবারে একটা সত্যি কথা বলি, আসলে আমি জন্ম জয়ন্তী উৎসব পালন করতে দেখিছি। এবং এর নামকরণ গুলো আমি আজকে জানতে পারলাম। এই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আর বাচ্চাদের স্কুলের অনুষ্ঠানে এলিজাবেথের 70 বছরের প্লাটিনাম জুবিলি জেনে খুবই ভালো লাগছে। আর আপনার বাচ্চার স্কুলের অনুষ্ঠানকে কেন্দ্র করে এত সুন্দর করে আমাদেরকে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আমরা যেমন স্কুলে প্রতিদিন জাতীয় সংগীত পরিবেশন করতাম, জানিনা এখন হয় কিনা?

হ‍্যা আপু এখনও বাংলাদেশের প্রতিটা স্কুলে প্রতিদিন ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত পাঠ করা হয়। ১২ মিলিয়ন লোক অংশ নেবে রানীর এই জুবলি পার্টিতে এটা সত্যি অবাক করা বিষয়।

 2 years ago 

আসলেই বিষয়টা খুব মজার মনে হচ্ছে। বাচ্চাদের ড্রেস পরা ছবি অবশ্যই শেয়ার করবেন। আর আপনার পোস্টের মাধ্যমে প্লাটিনাম জুবিলী সম্পর্কে জানতে পারলাম। ৭০ বছর সিংহাসনে আরোহণ করার বয়স হলে রানীর এখন বয়স কত??

 2 years ago 

অবশ্যই আপু, এখনো সকল স্কুলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কিন্তু আপনার আজকের পোস্ট এর মাধ্যমে প্লাটিনাম জুবিলী সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এর আগে কিন্তু আমি এগুলো সম্পর্কে কিছুই জানতাম না। আপনার আজকের পোস্ট অনেক ভালো লেগেছে।

 2 years ago 

এখনও জাতীয় সঙ্গীত গাওয়া হয়।তবে সব স্কুলে না।যাই হোক বাচ্চাদের নীল সাদা অথবা লাল রঙ্গের ড্রেস পরা সকল বচ্চাদের দেখতে সুন্দর লাগারেই কথা,ছবি দোখতে পারলে ভালো হত।ধন্যবাদ

 2 years ago 

রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলী সম্পর্কে ধারণা পেয়েছি ।অর্থাৎ 70 বছর এ প্লাটিনাম জুবিলী পালিত হয়েছে ।যদিও 6 ফেব্রুয়ারি তার বাবার মৃত্যুবার্ষিকী কারণে এটি পালন করা হয়নি ।আজকে আপনার মেয়েদের স্কুলে যে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে সেখানে একটি বিশেষ ধরনের ড্রেস ড্রেস ছিল তার রং ছিল নীল অথবা লাল রঙের ।পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যিই এই বিষয়ে একেবারেই জানা ছিলোনা।বেশি হলে সুবর্ণ জয়ন্তীটা জানতাম।নতুন কিছু জানতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

রানীকে এভাবে সম্মান জানানোর উদ্যোগ দেখে বেশ ভালো লাগলো। তিনি এই মর্যাদা ডিসারভ করেন। শিশুদের এইদিন নির্দিষ্ট ইউনিফর্ম এর বদলে সাদা ও লাল পোশাক সাথে মাথায় ক্রাউনের উদ্যোগটাও ভীষণ সুন্দর সম্মান জানানোর জন্য। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে দিদি আজকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46