Earlswood lake এর কিছু ফটোগ্রাফি এবং এর সৌন্দর্য(10 beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে রাইগেট পার্ক নিয়ে একটি পোস্ট করেছিলাম তখন আপনাদের বলেছিলাম এই পার্ক ভিজিট শেষ করে আমরা একটি লেক ভিজিট করেছি আর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ।তাই আজকে হাজির হলাম সেই লেকের সৌন্দর্য নিয়ে । এই লেকটি অতটা বড় নয় বড় একটি পুকুর বলা যেতে পারে । অল্প জায়গার উপর লেকটি গঠিত, এই লেকের পাশে গাড়ি পার্ক করার জন্য অনেক জায়গা রয়েছে। সুতরাং যারা নিজস্ব গাড়ি নিয়ে যান তাদের কোন সমস্যা নেই । এই লেকটি আমাদের বাসা থেকে ৪/৫ কিলোমিটার দূরে । তবে আগে কখনও লেকটি ভিজিট করতে যায়নি, এই প্রথম আমরা পরিবার নিয়ে ভিজিট করতে গিয়েছিলাম। চলুন এবার নিয়ে যাই এই লেকটিতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে ।

8A50AC6E-30A4-41E2-AC49-394E2FD8CF02.jpeg

BBA47F94-EC77-4FFC-859C-E82B48245D7A.jpeg

D7DBC422-3394-42F4-B2FB-FDC889F4A696.jpeg

CC05F35A-AD03-4B07-B8FE-38BD69438A15.jpeg

D1D12F50-20E5-4E09-8BA7-8E48E306C4F7.jpeg

4341CA90-9F8C-4745-9F3E-9BE1B0DA505D.jpeg

এই লেকের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে রাজহাঁস, দেখুন পানির মধ্যে কতগুলো রাজহাঁস ।লোকজন রাজহাঁসকে খাবার খাওয়াচ্ছে। তারা বাসা থেকে খাবার নিয়ে এসেছে রাজহাঁসকে খাওয়ানোর জন্য এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য।

408C47AF-E57E-45E7-81CB-A4856E820402.jpeg

83CCCD63-64FF-4636-9CC3-CF762E4972AF.jpeg

AAB5164F-5EE3-4016-A406-4B8DBCDFDB4C.jpeg

দেখুন পানির কালার টা কত সুন্দর লাগছে, আমার প্রিয় একটা রঙ। এই লেকের পানি কিন্তু অনেক গভীর। এখানে নৌকাও আছে আপনি ভাড়া করতে পারবেন।

F6E6E830-B6A0-42DA-9D9E-15E2E206393C.jpeg

28F51B82-1FC7-4D76-AAA8-7CF5D9E165A5.jpeg

5B4B3BAA-0920-4D72-BFAE-324B7A8DB7B3.jpeg

দেখুন লেকের অন্য সাইডে পাতিহাঁসও পাওয়া গিয়েছে।

7A14AE2A-58E1-4C7B-9699-6C34C86CE680.jpeg

9DDF9CC4-2797-48BA-B1B1-CB6598633AEA.jpeg

C126157B-D318-469F-8239-8AE97788BBE4.jpeg

CE01D2CF-6D32-45C3-96EF-F7A8C45FF301.jpeg

32224931-A04C-4CB9-920B-8A20E488A67F.jpeg

বাচ্চারা খুব উপভোগ করছে, রাজহাঁসকে খাবার খাওয়াতে পেরে তারা খুব খুশি।

3400FE32-8E50-40BE-B26C-1610DBE81A5E.jpeg

সবগুলো ফটোগ্রাফির what3words address.
https://w3w.co/rods.raves.wages

আমার এই পার্কটিতে আশায় উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে এই সুন্দর রাজহাঁস গুলি দেখান, রাজহাঁস খুব পছন্দ করে। আর এর চারপাশের অপরূপ সৌন্দর্য তো আছেই, চারিপাশ একেবারেই নিরিবিলি। যারা হাঁটাহাঁটি অথবা দৌড়াদৌড়ি করেন তাদের জন্য এটি একটি উপযুক্ত স্থান। কেউ চাইলে এখানে বসে বসে গল্প গুজব করতে পারবেন, এখানে বসার ব্যবস্থাও রয়েছে। লেকের একপাশে ঘন জঙ্গল রয়েছে এবং এ জঙ্গলে বড় বড় বৃক্ষও রয়েছে, যখন আমরা হেঁটে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো আমরা যেন বাংলাদেশের একটি গ্রামে এসেছি। ভালোই লাগছিলো চারিপাশটা। আমি আসলেই গ্রামীণ প্রকৃতি, খাল-বিল নদী-নালা খুবই পছন্দ করি। এগুলোর জন্য আমার মন আকুল হয়ে থাকে।

বন্ধুরা এটাই ছিল আমার আজকের এই আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব ব্রাইটন সমুদ্রসৈকতে, আগামীকাল আমরা পরিবারের সকলকে নিয়ে ব্রাইটন সমুদ্রসৈকতে যাচ্ছি? আপনাদের জন্য চমকপ্রদ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের একটা জায়গা, আহা কত সুন্দর সুন্দর জায়গা ভ্রমন করার সুযোগ নিতে পারছেন আপু, আমরা সেই আগের জায়গাই পরে আছি এখন পর্যন্ত রমনা পার্কটাকে ঠিক করতে পারি নাই, বছর বছর কোটি টাকার বাজেট হয়, তারপর সব উধাও হয়ে যায়!

ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ক্যাপচার করেছেন, উপস্থাপনাও ভালো ছিলো। ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জায়গাটা অনেক সুন্দর এদেশের সরকারও যেমন জনগণও তেমন, সরকার যে রুল জারি করে জনগণ তা সুন্দরভাবে মেনে চলে, তাইতো এই দেশটা অনেক সুন্দর।

 3 years ago 

অসাধারন সব ফটোগ্রাফি ছিলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফোটোগ্রাফিগুলি অসাধারণভাবে ক্যামেরাবন্দি করেছেন।লেকটির সৌন্দর্য্য দেখে আমি মুগ্ধ।রাজহাঁসগুলি খুব সুন্দর দেখতে।ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমাকে।

 3 years ago 

সত্যি লেকটা খুবই সুন্দর। এই লেকের সৌন্দর্যে আমি মুগ্ধ। এবং রাজ হাস গুলোতো আরও বেশি সুন্দর। এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের সাথে শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

অনেক সুন্দর ভ্রমণের জন্য এই লেকটি। সময় সুযোগ মিললে আমিও যাব সেখানে ভ্রমণ করার উদ্দেশ্যে। তবে বিশেষ করে সবথেকে সুন্দর হয়েছে বাচ্চারা যখন রাজহাঁসকে খাবার খাওয়া ছিল সেই আনন্দঘন মুহুর্তটি। তারপরেও সমস্ত ফটোগ্রাফি ছিল দুর্দান্ত সাথে লেখাগুলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা। এমন মনোরম পরিবেশে কখনো যাওয়ার তো সৌভাগ্য হয় নি ,, ধন্যবাদ আপু আমাদের সবার সাথে মুহূর্ত গুলো ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে, আশাকরি আপনারও এমন সুযোগ আসবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67579.79
ETH 3758.68
USDT 1.00
SBD 3.55