খ্রিস্টমাস উপলক্ষে তিন সপ্তাহের ছুটি

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_9957.jpeg

আজকে খ্রিস্টমাস উপলক্ষে বাচ্চাদের স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়। এটি অবশ্যই আমার জন্য আনন্দের একটি বিষয় কারণ দুজনকে দুই স্কুল থেকে আনা নেওয়া করতে খুবই কষ্টকর একটি ব্যাপার। যদিও তাদের জন্য একটি ট্যাক্সি ভাড়া করা হয়েছে কিন্তু তারপরও সাথে যেতে হয়।এছাড়া খুব ভোরে উঠতে হয়।ফজরের নামাজ পরে শুরু হয়ে যায় আমার ডিউটি।এই শীতে ফজরের নামাজ পরে মন চায় আবার বেডে যেতে।যাইহোক তিনটি সপ্তাহ একটু আরাম হবে। এ ছাড়া খুব বেশি ঠান্ডা পড়েছে, আর সাথে বৃষ্টি ও বাতাস তো রয়েছেই। বাইরে বের হলে তাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। আশা করছি এই তিন সপ্তাহের মধ্যে ওয়েদার একটু ভালো হবে। সেই সকাল আটটায় বাসা থেকে বের হয়, আর সাড়ে তিনটার সময় বাসায় আসে।তাই একটু ব্রেকের দরকার আছে তাদের। একটানা স্কুলে যেতে তাদেরও একঘেয়েমি লেগে যায়। তাইতো প্রতি দুই মাস অন্তর অন্তর তাদের ছুটির ব্যবস্থা করা হয়েছে। কোন কোন সময় এক সপ্তাহ, কোন কোন সময় থাকে দুই সপ্তাহ এবং সবচেয়ে বেশি থাকে সামার হলিডেতে ছয় সপ্তাহ, আর খ্রিস্টমাসে তিন সপ্তাহ।

IMG_9949.jpeg

IMG_9950.jpeg

স্কুল থেকে আসার সময়।

আমরা সকলেই জানি খ্রিস্টমাস খ্রিস্টানদের একটি বড় ধর্মীয় উৎসব, যাকে কেন্দ্র করে নানান রকমের কার্যকলাপ চলতে থাকে।ডিসেম্বরের শুরু থেকেই ক্রিসমাসের ছোঁয়া লেগে যায় সর্বক্ষেত্রে। ঘরে বাইরে, শপিংমল,ছোটখাটো শপ, গ্রোসারীগুলোতে নানান রকমের লাইটিং, ছোট ছোট ক্রিসমাসের ট্রি দিয়ে খুব চমৎকার ভাবে লাইটিং করে ডেকোরেশন করে রেখেছে। রাতের বেলা শহরগুলোকে আলোকিত করে রেখেছে লাইটিং গুলো করে। খুবই চমৎকার লাগে রাতের বেলা শহরটিকে ঘুরে দেখতে। স্কুলগুলোতেও চলে নানান ধরনের কার্যকলাপ। ক্রিসমাস জাম্পার পড়ে স্কুলে যাওয়া , গিফট দেওয়া, গিফ্ট কার্ড তৈরি করা, ফটো তুলা, আরও নানান রকমের আয়োজন থাকে প্রাইমারী স্কুল গুলোতে। বাচ্চারা খুবই ইনজয় করে এ সকল কার্যপদ্ধতিগুলো দেখে। তবে হাই স্কুল গুলোতে এ ধরনের বিশেষ কোন আয়োজন থাকে না। এ সময় বাচ্চারা তাদের প্রিয় বন্ধুদেরকে বিভিন্ন ধরনের গিফট ও কার্ড উপহার দিয়ে থাকে। আমার ছোট মেয়েও খুব খুশি তার বন্ধুদের কাছ থেকে অনেকগুলো কার্ড ও গিফট পেয়েছে। এছাড়া তাদের টিচার ও তাকে কার্ড দিয়েছে।

IMG_9956.jpeg

“Continue to be kind respectful and hard working. It’s wonderful to see!” টিচারের দেয়া কার্ডে লেখা ছিল।

IMG_9957.jpeg

IMG_9955.jpeg

বন্ধুদের দেওয়া কার্ড ও গিফট।

কিন্তু স্কুল ছুটি হলেও আর একটি প্রবলেম। কারণ সারাক্ষণ তারা টেলিভিশন, ট্যাব ও মোবাইল নিয়ে পড়ে থাকবে। এমনকি এখন খুব ঠান্ডা,কোথাও যেতেও পারবে না বাইরে ঘুরতে। নানান ধরনের এ্যাকটিভিটিস দিয়ে তাদেরকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করব। ছোট মেয়ে আগে থেকেই বায়না করে রেখেছে তার সাথে বসে কাগজ দিয়ে স্নোফ্লেক্স বানাতে হবে। আজকে সে স্কুলে বানাতে গিয়ে বানাতে পারেনি তাই তার মন খারাপ।আর বড় মেয়ের সাথে গেমস খেলতে হবে। যদিও আমার নানান রকমের কাজ কর্ম থাকে ঘরে।তারপরও চেষ্টা করব সময় পেলে তাদেরকে একটু সময় দেওয়ার।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 8 months ago (edited)

দারুন তো আপু। বড়দিন উপলক্ষে একেবারে তিন সপ্তাহের ছুটি। তাহলে বাচ্চাদের তো অনেক মজায হবে। ঠান্ডা বৃষ্টি বাতাস এসব থেকে অন্ততঃ কিছুদিন মুক্তি পাওয়া যাবে। আমার কাছে বেশ ভালো লাগলো যে ওদেরকে বড়দিন উপলক্ষে কার্ড দেওয়া হয়। আপনার তো দেখছি ঝামেলার উপর ঝামেলা। একটু শান্তি করবেন তা আর হলো কোথায়? মেয়েদের আবদার মেটাতে মেটাতেই তো রফা দফা। তবুও ভালো কাটুক ছুটির এই সময়টি আপনাদের।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপু খ্রিস্টমাস উপলক্ষে দুই সপ্তাহের ছুটি দেয়নি, বরং তিন সপ্তাহের ছুটি দিয়েছে। আশা করি কমেন্টটি ঠিক করে নিবেন এডিট করে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আসলেই ছুটির সময় সব ছেলেমেয়েরাই বাড়িতে ফোন ট্যাব টেলিভিশন নিয়ে ব্যস্ত হয়ে যায়। তবে আপনার ছোট মেয়ে তো সবার চেয়ে আলাদা,সে কাগজ দিয়ে স্নোফ্লেক্স বানানোর বায়না ধরেছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বাহ্! খ্রিস্টমাস উপলক্ষে তিন সপ্তাহের ছুটি দিয়েছে স্কুল থেকে, এটা জেনে ভীষণ ভালো লাগলো আপু। কারণ শীতের এই দিনগুলো বেশ আরামে থাকতে পারবেন আপনারা। খ্রিস্টমাস উপলক্ষে খ্রিস্টানদের আয়োজন দারুণ লাগে। দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় বেশ উপভোগ করতাম এই সময়টা। যাইহোক টিচার এবং বন্ধুরা খুব সুন্দর সুন্দর কার্ড দিয়েছে এবং চমৎকার গিফট করেছে। যা দেখে আসলেই খুব ভালো লেগেছে। আশা করি তিন সপ্তাহ দুই মেয়ের সাথে বেশ ভালো সময় কাটাবেন আপু। আপনাদের জন্য শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65