DIY PROJECT - এসো নিজে করি - কাগজের কাপ দিয়ে ফুলের ঝুঁড়ি তৈরি (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি DIY PROJECT নিয়ে।এই প্রথম এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছি, যদিও এ বিষয়ে আমি মোটেও দক্ষ নয় তারপরও কিছুটা চেষ্টা করেছি।বাচ্চাদের সাথে বসে বসে বানিয়েছি ওরা খুব উপভোগ করেছে। আমার আজকের বিষয় হচ্ছে কাগজের কাপ দিয়ে ফুলের ঝুঁড়ি তৈরি।আশা করি আপনাদের ভালো লাগবে।

28BA4D20-F76A-4EA9-9203-595308AA7732.jpeg

প্রথমেই দেখে নেয়া যাক প্রজেক্ট টি তেরি করতে আমাদের কি কি জিনিষপত্র লাগবে:

  • দুটি কাগজের কাপ
  • একটি সিজার
  • ১ টি কলম
  • গ্লু বা আঠা
  • ১ টি ছুরি

3488DFC0-BA0B-4A27-AAC0-B79741D5B003.jpeg

প্রয়োজনীয় জিনিষপত্র

  • কার্যপ্রণালী: প্রথমেই একটি গ্লাস কে ছুরি দিয়ে একটি গর্ত করে ওই বরাবর সিজার দিয়ে ভালোভাবে গোল করে কেটে নিয়েছি।

54E10904-6245-43ED-A568-78CEC21E72EB.jpeg

5A3112DA-B34F-4279-9416-CF9CC140848B.jpeg

  • এরপর প্রথমে গ্লাস টিকে সমান করে চার ভাগে কেটে নিয়েছি, প্রত্যেক চার ভাগকে আরো চারভাগে সমান করে কেটে নিয়েছি। মোর্ট ষোল ভাগে কাটতে হবে।

74C53AA0-1E7D-4191-8BF1-1220A12A20FD.jpeg

6020841C-3565-4534-AC23-3401B90350B7.jpeg

7FDF5BC3-CA3A-4D01-A6F6-E22B507D9A5D.jpeg

  • এরপর একটি কলমের সাহায্যে কাটা অংশগুলো একটু মুড়িয়ে নিতে হবে।

B9D2E3FE-90D3-4305-8A12-674B00F8DE03.jpeg

DC6A2B57-C396-4C30-BCCA-107A92FEEE57.jpeg

  • এবার এর এক একটি অংশ ঘুরিয়ে অন্য অংশের মাঝে ঘুরিয়ে ঢুকিয়ে দিতে হবে।

B5A1E74D-91D5-425E-B81B-197C6527E1C5.jpeg

59CCB886-6302-4533-8DBD-E4D2E40F8BC6.jpeg

5BE5E4AA-33F0-445D-BB5B-A7410164C9BC.jpeg

  • এবার প্রথমে গোল করে যে অংশটুকু কেটে ফেলেছিলাম তা মাঝখান থেকে কেটে এক অংশ গ্লু দিয়ে ঝুঁড়ির সাথে যুক্ত করে অন্য অংশটিও এভাবে যুক্ত করতে হবে। হয়ে গেল আমার কাগজের কাপ দিয়ে ঝুঁড়ি তৈরি।

17258D8C-6FED-41F8-AF35-8557B857FEB9.jpeg

A3293C49-A904-4D32-9E94-58B876D89D33.jpeg

9BD68BB1-0DBF-47DD-B479-AFAC49F5D37B.jpeg

  • একই পদ্ধতিতে দ্বিতীয় ঝুঁড়িটি বানিয়েছি।

32B81B1F-A894-4CFE-86C0-E5441F520F1A.jpeg

  • এবার ঝুঁড়িতে আমার বাগানের কিছু ফুল দিয়ে ডেকোরেশন করেছি।

3C4289E7-1300-4C04-A0FB-35AE74A22E47.jpeg

BEEB498E-4037-4EC2-B753-BA76BB0E25EC.jpeg

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

কাগজের কাপ দিয়ে আপনি সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন। আপনার এই কাজ দেখে আমি একদম মুগ্ধ হয়েছি। আপনার মাঝে অনেক সুন্দর সুন্দর প্রতিভা রয়েছে। আর এই প্রতিভাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

আপু ফুলের ঝুড়ি টা অনেক সুন্দর হয়েছে। এরকম ঝুড়ি আগে কখনো দেখিনি। এত সুন্দর ঝুড়ি আমাদের কাছে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যি আপনার বানানো কাগজ দিয়ে ফুলের ঝুরিটি অসাধারন ছিলো।আমি এই প্রথম এটা দেখলাম আমার অনেক ভালো লেগেছে।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজের কাপ দিয়ে ফুলের ঝুঁড়ি তৈরি বাহ্ দারুন হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো আপু

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

চমৎকার আইডিয়া আপু।রান্নার সঙ্গে সঙ্গে আপনি দারুণ জিনিস ও তৈরি করতে পারেন।ফুলের ঝুঁড়িটি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

সত্যি আপনি আপনার পোস্টে দক্ষতার ছাপ রেখেছেন।অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ফুলের চুড়ি খুবই সুন্দর হয়েছে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ঝুড়িটি সত্যি খুব সুন্দর হয়েছে। আপনি খুব ধৈর্য্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক গুণে গুণান্বিত আপনি। তারমধ্যে আপনার হাতের কাজ টি অসম্ভব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজের ক‍াপ দিয়ে ফুলের ঝুড়িটা ভালো তৈরি করেছেন। উপস্থাপনা টাও ভালো ছিল। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ আপনার জন্যও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50