এস নিজে করি (DIY), একটি ফুলের চিত্র অংকন।10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে আবারো হাজির হয়েছি আর একটি ফুলের চিত্র অংকন নিয়ে ।আসা করি আপনাদের ভাল লাগবে। যদিও আমি চিত্র অঙ্কনের মোটেও এক্সপার্ট না, তারপরও মাঝে মাঝে চেষ্টা করছি আপনাদের কিছু উপহার দেওয়ার জন্য। চলুন চলে যাওয়া যাক তাহলে আমার চিত্র অংকনে।

1E29512D-2F9B-4049-B80A-A92C17DA0AAA.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক চিত্রটি অঙ্কন করতে আমাদের কি কি উপকরণ লাগবে:

  • ১ টি সাদা কাগজ
  • ২ রাবার
  • ৩ পেন্সিল

নিম্নে আমার চিত্র অংকন এর ধাপগুলো দেখানো হলো:

AB89EED0-AC67-4EC0-91C2-3607BEB9C2A2.jpeg

প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি, বৃত্তের চারপাশে একটি বর্ডার করে নিয়েছি এবং বর্ডারের চারিপাশে ৭ টি পাপড়ি এঁকে নিয়েছি।

447E7E65-6A12-4386-8D33-99FCF9AF838E.jpeg

এবার উপরের দিকের একটি পাপড়ি থেকে সর্পিলাকার এ উপরের দিকে ডাবল করে উঠিয়ে দয়য়েছি।

48D70EFD-E9E0-4A40-9D61-DEB03B01912E.jpeg

এরপর আরেকটি পাপড়ি থেকে তিনটি পাতা এঁকে নিয়েছি

C99D17BC-FEB2-4505-AE8E-B5DF96E8FAAF.jpeg

এরপর পাপড়ির বাম পাশে আরও দুটি পাতা একে নিয়েছি। এরপর সর্পিলাকার দন্ডের ডান পাশে আর একটি পাপড়ি এঁকে নিয়েছি। এবার দন্ডের উপরের দিকে ছোট্ট একটি ফুলে এঁকে নিয়েছি। ফুলের দুই পাশে প্যাঁচিয়ে একটি ডিজাইন করেছি।এবার ডিজাইনের উপরের দিকে দুটি পাতা এঁকে নিয়েছি।

647700A1-FA40-4D82-B3E1-612FDC2B6CD7.jpeg

এবার সপিলাকার দন্ডের উপরের দিকে তিনটি পাতা এবং নিচের দিকে দুই সাইডে দুটি পাতা একে নিয়েছি। এবার দন্ডের উপরের দিকে শেষভাগে তিনটি কচি পাতা এঁকেনিয়েছি। এবার পাতাও ফুলগুলো পেন্সিল এর সাহায্যে একটু ডীপ করে এঁকে নিয়েছি। নিম্নে পদ্ধতি গুলো একটু একটু করে দেখানো হলো।

2014C200-8D9A-4686-B856-09FFB1C4F126.jpeg

EE678C22-0243-45D7-886C-6FB38E5241EF.jpeg

F1F06736-5C70-49E4-9708-A5B0B82B3B8E.jpeg

38D8724E-92D1-4802-9371-54A73A7C2CCB.jpeg

এই ফটোগ্রাফিটি রাতের বেলায় তুলেছিলাম একারনে একটু ডার্ক লাগছে

হয়ে গেল আমার একটি ফুলের চিত্র অংকন।

আশা করি আমার এই ফুলের অঙ্কন এবং পদ্ধতি টি আপনাদের ভাল লেগেছে।

5F219970-3F87-42C3-9E08-30DB8763BE9B.png

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপনার ফুলের চিত্র এটি খুবই অসাধারণ ছিল। অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আপনার উপস্থাপনাটি ও বেশ ভালোই হয়েছে। আপনার ফুলের চিত্র অংকন টি দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুল আসলেই অনেক সুন্দর কিন্তু আপনি চিত্র অংকন এর মাধ্যমে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। যা খুবই ভালো লাগলো আপনার দক্ষতা আছে বলতে হয় এত সুন্দর ভাবে পেন্সিল দিয়ে পূরণ করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুল টা অনেক সুন্দর হইছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের চিএটা খুবই সুন্দর একেছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। এবং আপনার উপস্থাপনা টাও ভালো ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলটি দেখে মনে হচ্ছে গাছে জন্মানো সদ্য ফোটা ফুল।
আপনার হাতের কাজ সুন্দর।
সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ফুলের চিত্র অংকনটা খুবই সুন্দর হয়েছে। সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

আপনি খুবই সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে আপনার অংকন যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, শুভকামনা রইল আপনার জন্য।

সত্যিই অসাধারণ ছবি একেছেন। প্রতিটি ধাপে সুন্দরভাবে দেখিয়েছে। অনেক ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

চিত্র অংকন করাটা একটি আর্ট বা ট্যালেন্ট যেটা সবাই পারেনা। আমি চিত্রাংকন করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আপনার টা অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51