ডেলিগেশন এখন স্টিম প্রো অ্যাপস এ (Delegation is now on SteemPro apps)

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_3486.jpeg

হ্যাঁ বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার আজকের পোষ্টের বিষয়বস্তু। স্টিমিট এ ডেলিগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর এই কাজটি করতে হলে আমাদের স্টীম ওয়ার্ল্ডে গিয়ে করতে হতো যা আমার কাছে খুবই ঝামেলার মনে হতো।আমাদের প্রিয় দাদা আমাদের জন্য এই কাজটি সহজ করতে নিয়ে এসেছেন SteemPro mobile apps. শুধু ডেলিগেশনই নয়, স্টিমিটের যাবতীয় সুযোগ-সুবিধা সহ ডিসকর্ডও রয়েছে এখানে। এছাড়াও আরো অনেক সুযোগ-সুবিধা রয়েছে।এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তবে আইফোন ইউজারদের একটু অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই চলে আসবে।আজকে আমি দেখিয়ে দিব কিভাবে এই অ্যাপস থেকে ডেলিগেশন করা যায়।যদিও আমরা অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছি, যারা জানেন না শুধু তাদের জন্য।

আমি আসলে জানতাম না যে এই অ্যাপস থেকে ডেলিগেশন করা যায়।হঠাৎ আজকে আমার ওয়ালেট এ ক্লিক করে দেখি ডেলিগেশন সিস্টেমটি রয়েছে ।দেখে তো খুবই ভালো লেগেছে, তাই সাথে সাথেই ট্রাই করে ফেললাম। তবে প্রথমে একটু প্রবলেম হয়েছিল কারণ আমি পোস্টিং কি দিয়ে লগইন করেছিলাম।ডেলিগেশন করতে হলে অবশ্যই আপনাকে একটিভ কি দিয়ে লগ ইন করতে হবে। চলুন দেখে নেওয়া যাক তাহলে আমাদের নতুন অ্যাপস থেকে ডেলিগেশন করার পদ্ধতিটি।

ধাপঃ ১

প্রথমেই আপনাকে অ্যাপস এ ঢুকে ওয়ালেট এ ক্লিক করতে হবে।

90271575-0ce3-40a1-8082-27fa49c0439b.jpeg

ধাপঃ ২

এরপর স্টিম পাওয়ার এ মাইনাস দিয়ে যে সংখ্যা লেখা তার উপরে ক্লিক করতে হবে।(আর যারা নতুন তারা পাশে যে তিনটি ডট রয়েছে সেখানে ক্লিক করলে একটি পেজ আসবে। সেখানে ইউজার নেইম এর জায়গায় যেখানে ডেলিগেশন করবে তাঁর নাম এবং এমাউন্ট এর জায়গায় পরিমান দিয়ে ডেলিগেট এ ক্লিক করলেই ডেলিগেশন হয়ে যাবে।)

12918a1a-b689-41ac-813d-53c9649c98f5.jpeg

ধাপঃ ৩

এরপর ইনকামিং এবং আউটগোয়িং এই পেজটি আসবে। আউটগোয়িং এ ক্লিক করতে হবে।

9186f68e-32e0-459f-8893-c60c7b7f1aa2.jpeg

ধাপঃ ৪

আউটগোয়িং এ ক্লিক করলে নিচের এই পেজটি আসবে।এরপর যেখানে ডেলিগেশন বাড়াতে বা কমাতে চান সেখানে এডিট এ ক্লিক করতে হবে।

e3c306cc-d29b-47a7-90fa-c3a9b4cea8c0.jpeg

ধাপঃ ৫

আমি এখানে হিরোইজম দেখিয়েছি। হিরোইজমে আমি আরো ১০০ স্টিম যদি ডেলিগেশন করি তাহলে আমার ৪,৪২২ স্টিম ছিল, এখন ৪,৫২২ স্টিম লিখতে হবে।এরপর আপডেট এ ক্লিক করলেই ডেলিগেশন সাকসেসফুল।

7c146937-5ab3-4cf5-b9ab-bb394871c4bb.jpeg

** অ্যাপসটি পেতে গুগল প্লে-স্টোরে গিয়ে জাস্ট সার্চ করুন SteemPro (To get this app, just go to Google Play store and search SteemPro)**

d5875c47-439b-42b9-98f3-9a15c75d60b9.jpeg

Photographer@tangera
DeviceSamsung galaxy S9

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

দাদার এই মহান উদ্যোগের মাধ্যমে সত্যিই এই প্লাটফর্মকে উন্নতির দিকে নিয়ে যেতে স্টিম প্রো অ্যাপস নিয়ে এসেছেন। এখন আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে খুব সহজেই এই অ্যাপস ব্যবহার করে পোস্ট এবং যেকোনো ধরনের কাজ করতে পারব। যেমনটা আপনি ডেলিগেশন করলেন ভালো লাগলো।

 last year 

আপু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো পোস্টটি পেয়ে।আসলে নতুন আ্যাপ তাই ব্যবহারের নিয়মকানুনগুলো সকলের জানা জরুরী। আমি খুব উপকৃত হলাম আপু আপনার পোস্টটি পেয়ে।🥰অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।আমাদের সকলেরই ডেলিগেশন করা জরুরী।

 last year 

ডেলিগেশনের এই অপশনটি আমার চোখে পরেনি।। খুঁজলে হয়তো পেয়ে যেতাম। এখন আর খোঁজার প্রয়োজন হবে না। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উল্লেখ করেছেন। আসলে দাদা কে ধন্যবাদ দিলেও কম হবে এত সুন্দর একটি সহজ অ্যাপ আমাদের জন্য ব্যবস্থা করার জন্য। খুব সহজে এখানে যাবতীয় কাজ আমরা করতে পারবো। ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপনের জন্য ।

 last year 

অনেক গুরুত্বপূর্ণ এই পোস্টটি করেছেন। এই পোষ্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম। সত্যি এই পোস্টটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই পোষ্টের মাধ্যমে খুব সহজে ডেলিগেশন করা শিখতে পারলাম।

 last year (edited)

আপু আপনি আজকে আমাদের মাঝে ডেলিগেশন নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যি বলতে এই পোস্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট স্টিম প্রো অ্যাপস এ ডেলিগেশন করা শিখতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

স্টিম প্রো অ্যাপটি ইতিমধ্যে ইন্সটল করে লগইন করেছি। তবে ডেলিগেশন অপশনটা চোখে পড়েনি। আপনার পোস্টের মাধ্যমে সেটা জানতে পারলাম। স্টিম প্রো অ্যাপটিতে নানান ধরনের সুবিধা রয়েছে। পরবর্তীতে এই অ্যাপ এর মাধ্যমে ডেলিগেশন করবো তাহলে। এমন চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

স্টিম প্রো অ্যাপস দিয়ে এখনো কোনো কাজ করিনি। তবে মনে হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে কাজ করলে সবকিছুতেই সুবিধা হবে। আপু আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আশা করছি আপনার পোষ্টের মাধ্যমে সবাই উৎসাহ পাবে এই অ্যাপসের মাধ্যমে কাজ করার জন্য। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপু।

 last year 

আপু আপনি আজকে বেশ ভালো একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন । এটি আমাদের সকলের বেশ উপকারে আসবে । এই নতুন অ্যাপস দিয়ে আমি ডেলিগেশন এর অপশনটা খুঁজেছিলাম কিন্তু খুঁজে পাইনি । আপনার এই পোস্টটি পড়ে বেশ ভালোভাবে বুঝতে পারছি । এখন খুব সহজেই ডেলিগেশন করতে পারব । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করার জন্য।

 last year 

দারুন লাগলো আপনার এই পোস্ট টা আপু। নতুন একটা জিনিস আপনার এই পোষ্টের মাধ্যমে শিখতে পারলাম। এখন থেকে আমরা সকলেই অ্যাপস ব্যবহার করে ডেলিগেশন করতে পারব।

 last year 

ওয়াও স্টিম প্রো অ্যাপস এর মাধ্যমে ডেলিগেশন প্রক্রিয়া আরও সহজভাবে সম্ভব,যেটা আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপু।খুব সুন্দর করে আপনি ডেলিগেশন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 52827.29
ETH 2171.15
USDT 1.00
SBD 2.28