হ্যাংআউট এর মাধ্যমে কেটে গেল অনেক ব্যস্ত ও আনন্দময় একটি দিন

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই আনন্দের একটি দিন ছিল। কমিটির সকলেই খুব ধুমধামের সাথে ১০০ তম হ্যাংআউট উদযাপন করেছি। আজ সারাদিন শুধু আমার বাংলা ব্লগ এর সাথেই সময় কাটিয়েছিলাম। সকালে উঠেই কনটেস্টের উইনার বাছাই নিয়ে আমরা মডারেটররা খুবই ব্যস্ত ছিলাম। ঘুম থেকে উঠতে উঠতেই বাংলাদেশের সময় সাড়ে ৩ টা থেকে প্রায় ৪ টা বেজে যায়। এরপর হাসবেন্ডের জন‍্য নাস্তা তৈরি করে দ্রুত কন্টেস্টের ইউজার বাছাই পর্ব শেষ করে ফেলি। এরপর সকলে মিলে শুরু হয় দাদার সাথে মিটিং ফাইনাল উইনার সিলেকশনের ব্যাপারে। সময়টি ছিল আমার বিজি টাইম কারণ তখন রান্না করার সময়। আমি রান্না করি আর মিটিংয়ে জয়েন করি।

IMG_2705.jpeg

এরপর মিটিং শেষে দ্রুত রান্না শেষ করে শাওয়ার ও দুপুরের নামাজ শেষ করি।রোজা ছিলাম তাই দুপুরের খাবারটি খেতে হয়নি।একটু সময় বেঁচে গেল।নামাজ শেষ করতেই বাচ্চারা চলে আসে স্কুল থেকে।তাদের খাওয়ানো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় সেই কাঙ্খিত ১০০ তম হ্যাংআউট।এরপর জয়েন হয়ে গেলাম হ্যাংআউটে।১০০ তম হ্যাংআউট আমাদের সকলের জন্যই একটি বড় পাওয়া।এই অর্জন যা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।সেই প্রথম থেকেই আমার বাংলা ব্লগ এ জয়েন হওয়ার পর থেকেই হ্যাংআউট উপভোগ করে আসছি।বিশেষ কোন কারণ ছাড়া হ্যাংআউট বাদ দেই নি।

আজকের দিনটি ছিল অন্যান্য দিন থেকে পুরো আলাদা। কারণ বাছাইকৃত কিছু ইউজারদের বিশেষ অনুভূতি, এডমিন মডারেটরদের কুইজের আয়োজন এবং দাদার পক্ষ থেকে বিশেষ কুইজ। এছাড়াও বিনোদনের মধ্যে ছিল বাছাইকৃত ইউজারদের চমৎকার চমৎকার গান, কবিতা যা সকলেই খুবই উপভোগ করেছি। এছাড়া বিশেষ আকর্ষণ ছিল আমাদের এডমিন মডারেটর পক্ষ থেকে এয়ারড্রপস এবং দাদার স্পেশাল এয়ারড্রপ। সবচেয়ে বেশি উপভোগ করেছি দাদার give-way চ্যানেলে এয়ার ড্রপস। ২-৩ বার উইন হতে পেরেছিলাম যা ছিল আমার জন্য খুবই আনন্দের। আমরা সকলেই সেটি উপভোগ করেছি। ২ ঘন্টার উপরে হ্যাংআউট চলছিল। এরপর আমাদের বিকাল ছয়টার সময় হ্যাংআউট শেষ হয়।বিকাল বললাম কারণ প্রায় নটার সময় এখানে মাগরিবের টাইম হয়।

এরপর আছরের নামাজ শেষ করে কিছু ইফতারের আয়োজন করে ফেললাম মাগরিবের আগে। এরপর ইফতার শেষে একটু রেস্ট নিয়ে এশার নামাজ পরে শুরু করে দিলাম আমার এই পোস্ট টি লেখা। প্রায় সাড়ে এগারোটার সময় পোস্টটি লেখা শেষ করলাম। এরপর চলে গেলাম বেডে। এভাবে আজ সারাদিন কেটে গেল ব্যস্ত ও আনন্দময় একটি দিন উদযাপনের মাধ্যমে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপু আপনি খুব সুন্দর করে ব্যস্ততম ও আনন্দময় একটি দিন কাটালেন। হ্যাংআউটের ১০০ তম পর্বটি বেশ ভালোই উপভোগ করেছিলাম ।আসলে কোন হ্যাং আউট আনন্দ ছাড়া কাটেনা। প্রতিটি হ্যাংআউট এ যেন নতুন নতুন কোন আনন্দ নিয়ে এসেছিল এভাবে যে কখন ১০০ তম হ্যাং আউটে পৌঁছে গিয়েছি তা আসলে বুঝতেই পারেনি। আপনি বেশ ভালো একটা সময় কাটিয়েছেন ।কালকের দিনটা আপনার বেশ সুন্দরভাবে কেটেছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 last year 

কালকের দিনটি আপনার আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। ১০০ তম হ্যাংআউট অনেক ভালো লেগেছিল। বিশেষ করে নিজের অনুভূতি বলতে পেরে আরও বেশি ভালো লেগেছিল। তাছাড়া এয়ারড্রপস বুঝতে বুঝতে অনেক সময় পার হয়ে গিয়েছিল। আমিতো অনেকবার চেষ্টা করেও একবারও পায়নি আপনি তো তাও বেশ কয়েকবার পেয়েছেন। ১০০তম হ্যাংআউটের সময়টা বেশ আনন্দে পার হয়েছে।

 last year 

জি আপু এটা ছিল আমাদের হ্যাংআউটের ১০০ তম পর্ব। অনেক প্রতীক্ষার পরে আমরা এই সততম পর্ব শেষ করেছি। আমরা প্রতিটা হ্যাংওতে নতুন নতুন কোন কিছু জানতে পারি শিখতে পারি। এবং পাশাপাশি আমার অনেক আনন্দ পেয়ে থাকি। আসলে পরিবারের সবাই একত্রে বসে খেতে যেমন ভারি মজা ঠিক তেমনি একত্রে বসে আনন্দ গল্প করাটাও একটা মজার ব্যাপার। আর এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক যেমন আমরা গত হ্যাংআউটে এমনই হয়েছিল। সব মিলিয়ে ওই সময়টা বেশ দারুণ কাটিয়েছি আপু ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ১০০ তম হ্যাংআউটের অনুভূতি।

 last year 

কালকের দিনটি খুব ভালো লাগলো সবারই।আনন্দের দিন কাটলো।খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন আপু।খুব ভালো লাগলো। আপনি তো ভালোই এয়ারড্রপস করে উপহার পেলেন।আমি বুঝতেই পারিনি কিভাবে কি করব। যাই হোক খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

আপু আমিও কিন্তু পেয়েছিলাম এয়ার ড্রপ করে উপহার। সেদিন সারাটি দিন বেশ উৎকন্ঠার মধ্যে দিয়ে গিয়েছে। শততম হ্যাং আউট পর্বটি কেমন হয় সেটা জানার জন্য। অশেষে বেশ সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হলো। আবার আমাদের লাভও হলো কিছু টিপস পেয়ে। অনেক সুন্দর করে অনুভূতি তুলে ধরেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44