মামার ছাদ বাগান ও কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ছাদ বাগানে। আপনারা অনেকেই জানেন আমি বাগান করতে ভালোবাসি, আর ইংল্যান্ডে আমার সুন্দর একটি বাগান রয়েছে।মিস করছি আমার বাগানটিকে যদিও শীতের সিজনে বাগান তেমন করা হয়না। গতকাল যখন মামার বাসায় গিয়েছিলাম মামা দেখালেন তার ছাদ বাগান । খুবই চমৎকার একটি বাগান করেছেন মামা, দেখেই মনটা ভরে গেল।সবকিছুই রয়েছে তার বাগানে, ফুল থেকে শুরু করে নানান ধরনের সবজি, ফল এমন কি পায়রাও রয়েছে।খুবই উপভোগ করেছি। চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক ছাদবাগানে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।

বাগানে প্রথমেই আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল জবা এবং রঙ্গন ফুল, খুবই চমৎকার লাগছিল দেখতে।এছাড়া রয়েছে নয়ন তারা, পাতাবাহার এবং নাম না জানা আরো কিছু ফুলের গাছ ।ফলের মাঝে রয়েছে পিয়ারা, লিচু, লেবু, ডালিম এবং ড্রাগন ফল গাছ। এই প্রথম ড্রাগন ফল গাছ দেখলাম এর পূর্বে কখনো দেখা হয়নি, এই গাছে ফলও ধরেছিল।দেখে খুবই ভাল লাগল। সবজির মাঝে রয়েছে পুঁই শাক, বেগুন, টমেটো এবং কাঁচা মরিচ।এছাড়া আরও রয়েছে একটি মসলা গাছ, তেজপাতা যা পূর্বে কখনো দেখিনি।

A5951012-2E72-452E-AC72-075F9E66377C.jpeg

6F683E5D-4DE2-4617-BDA5-2288BE6A2927.jpeg

উপরের দুটি ফটোগ্রাফি রঙ্গন ফুলের।

10567D17-4EFC-4AA6-B4F8-26F009E9763A.jpeg

3D22B2D2-D12C-4C8E-96DC-BF615EE87B0D.jpeg

উপরের দুটি ফটোগ্রাফি জবা ফুলের।

D757A715-FDDC-4967-86E7-A6EBEB66B58D.jpeg

পাতাবাহার জাতীয় গাছ।

E6859E35-9B7D-442E-929F-9A45A40CF91D.jpeg

ডালিম গাছে ফুল ফুটেছে।

528F2F03-88A2-46F5-AF6E-61CEDDDDC888.jpeg

FF6E5F72-E64C-4072-B4E3-06D595CFB938.jpeg

CCAF055E-2F8C-476D-A90E-654E1DB059CE.jpeg

লেবু গাছ ।

0D06DC89-E491-479B-971B-E8E84204AF99.jpeg

বেগুন গাছ।

5DB4E918-E454-451C-A1FE-34601A04638B.jpeg

লিচু গাছ।

90C073BD-41C4-4D4F-9BF3-515EB4EE0488.jpeg

ড্রাগন গাছ।

1B9A81C6-0D8A-40E9-8006-42798502A379.jpeg

তেজপাতা গাছ।

EC6B904C-8631-4C95-8284-9F36BE6AAE7C.jpeg

E0A50C03-BCD0-4A4A-AB26-5537EC909B54.jpeg

E6336F79-3D54-4A87-8D3D-754035D06121.jpeg

লেবু গাছে ফুল ফুটেছে।

AE1FCB73-E897-4428-8242-CE2BA48B0BBF.jpeg

অনেকগুলো পায়রা ছাদের উপরে।

স্থানঃ আলীপুর, ফরিদপুর।
তারিখঃ 1/1/2022

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপু আপনি দারুন সব ফুলের ফটোগ্রাফি করেছেন আমি ফুল অনেক পছন্দ করি রঙ্গন ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল আর আমাদের গাছ একটি খুবই উপকারী জিনিস আর আপনি এই গাছ লাগিয়ে সেটি প্রকৃতির সৌন্দর্য অনেক বৃদ্ধি করছেন এটি দেখে অনেক ভালো লাগলো এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মামার ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ছাদ খুব সুন্দর করে সাজিয়েছেন অনেক গুলো ফুল গাছের মিশ্রনে। জবা ফুল আমার কাছে খুব সুন্দর লাগে। আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন আর সুন্দর ভাবে বর্নণাও দিয়েছেন ফটোগ্রাফির সম্পর্কে। শুভকামনা রইল আপু আপনার জন‍্য।

 3 years ago 

আমি জাস্ট ভাবছি আপনার মামার বাগানে কি নেই!
তবে প্রথমেই বলে নিবো মাশাল্লাহ,মাশাল্লাহ।
খুব সুন্দর দেখতে লাগছে ছাদ বাগানটি।

আপনার ছাদ বাগান এর ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ছাদ বাগান দেখে খুবই ভালো লাগলো অনেক কিছু আছে আপনার বাসার ছাদে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল নতুন বছরের।

 3 years ago 

ওয়াও আপু জাস্ট অসাধারণ আপনার মামার বাগানটি। সবকিছুতেই পরিপূর্ণ মনে হচ্ছে আপনার মামার বাগান। ধন্যবাদ আপনাকে আপনার মামার ছাদ বাগান আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার এবং আপনার মামার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাগান টি খুব সুন্দর। বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে দেখা যাচ্ছে। সাথে পায়রা গুলির ছবিও অনেক ভাল লেগেছে আমার কাছে। সব মিলিয়ে খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি আপু। সবগুলো ছবিই অনেক উপভোগ করলাম। শুভেচ্ছা নিবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69