Best bloggers of the week|| 06-08-2024

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুআলাইকুম,

আশাকরি সকলেই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই আনন্দের সাথে “আমার বাংলা ব্লগ”এ সেরা ব্লগার নির্বাচনের রিপোর্ট টি নিয়ে হাজির হয়ে গেলাম। "আমার বাংলা ব্লগের" সম্মানীত অ্যাডমিন প্যানেল বহুদিন ধরেই ভালো মানের ইউজারদের নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলেন।আজ তা বাস্তবায়িত হলো, অর্থাৎ আমাদের প্রিয় কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে সেরা তিনজন ব্লগারকে নির্বাচন করা, Blogger of the week নির্বাচিত করা । এই উদ্যোগটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ।বর্তমানে স্টিমিট কমিউনিটিতে এই ধরণের কোন উদ্যোগ তেমন একটা চোখে পড়ে না।

IMG_3498.jpeg


উপরের ব্যানার ডিজাইনটি @rme কর্তৃক করা হয়েছে । কোনো কপিরাইট নেই ।সবাই ইউজ করতে পারবেন ।


সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন এই উদ্যোগটির ফলে আমরা একই সাথে কমিউনিটির সেরা ব্লগারদের সম্মানিত করা এবং অন্যান্যদেরকে উৎসাহিত করতে পারি।আমাদের কমিউনিটিতে এমন কিছু ইউজার রয়েছেন যাঁরা সবসময়ই টপ লেভেলে রয়েছেন, প্রতিনিয়ত কোয়ালিটি সম্পুর্ণ ব্লগ লিখে যাচ্ছেন, দারুন দারুন কমেন্টসের মাধ্যমে অন্যান্যদের উৎসাহিত করে যাচ্ছেন। তাঁদের কমিউনিটিতে এনগেজমেন্ট সত্যিই চোখে পড়ার মতো । প্রতিনিয়ত তাঁরা অসাধারণ সব ব্লগ লিখে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন।

আমরা সে সব ব্লগারদের প্রতি সপ্তাহে খুঁজে বের করে সেরা ব্লগার হিসেবে নির্বাচন করে সম্মানিত করতে যাচ্ছি। যাঁরা এ সপ্তাহে মনোনীত বা নির্বাচিত হতে পারেননি তাঁদের মন খারাপ করার কিছুই নেই। হয়তো পরের সপ্তাহে তাঁদের মধ্য থেকেই কেউ একজন সেরা ব্লগার নির্বাচিত হবেন।


আমি @tangera আমার বাংলা ব্লগের মডারেটর, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি:


"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা বারো জন ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :

আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon,@swagata21, @shuvo35 এবং @nusuranur -র পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য । এই কাজে আমি @tangera ফাউন্ডার @rme -কে সাহায্য করেছি ।

ধাপঃ ১

"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট

https://steemit.com/@mohinahmed/posts
https://steemit.com/@tanjima/posts https://steemit.com/@saymaakter/posts
https://steemit.com/@shopon700/posts
https://steemit.com/@tania69/posts
https://steemit.com/@tasonya/posts
https://steemit.com/@samhunnahar/posts
https://steemit.com/@polash123/posts
https://steemit.com/@ronggin/posts
https://steemit.com/@mahfuzanila/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@jamal7/posts

ধাপঃ ২

User IDপোস্ট সংখ্যানেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@mohinahmed১০নেই✔granted
@tanjima০৭নেই✔granted
@saymaakter০৭নেই✔granted
@shopon700০৭নেই✔granted
@tania69০৭নেই✔granted
@tasonya১০নেই✔granted
@samhunnahar০৯নেই✔granted
@polash123০৭আছে, ১টি পাওয়ার আপ পোস্ট
❌eliminated
@ronggin১০নেই✔granted
@mahfuzanila০৯নেই✔granted
@monira999১০নেই✔granted
@jamal7০৮নেই✔granted

ধাপঃ ৩

User IDকমেন্ট সংখ্যানেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@mohinahmed৩০১নেই✔granted
@tanjima১৮৯নেই✔granted
@saymaakter১১৪আছে
❌eliminated
@shopon700১৪০আছে
❌eliminated
@tania69১২৭আছে
❌eliminated
@tasonya২৬৮নেই✔granted
@samhunnahar১৯৬নেই✔granted
@ronggin২১০নেই✔granted
@mahfuzanila১৫৯নেই✔granted
@monira99২৭৪নেই✔granted
@jamal7১৯১নেই✔granted

ধাপঃ ৪

User IDকমেন্ট স্কোরনেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@mohinahmedকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.১নেই, সন্তোষজনক✔granted
@tanjimaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৫আছে, সন্তোষজনক নয়।
❌eliminated
@tasonyaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৯নেই, সন্তোষজনক✔granted
@samhunnaharকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৫আছে, সন্তোষজনক নয়
❌eliminated
@rongginকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৬আছে, সন্তোষজনক নয়
❌eliminated
@mahfuzanilaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৭.৫আছে, সন্তোষজনক নয়
❌eliminated
@monira999কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.০নেই, সন্তোষজনক✔granted
@jamal7কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.২আছে, সন্তোষজনক নয়।
❌eliminated

যেহেতু কাঙ্ক্ষিত তিনজন ইউজার পাওয়া গিয়েছে তাই আর পরবর্তী ধাপ গুলোর প্রয়োজন নেই।

Bloggers of the week:

১.@mohinahmed
২.@tasonya
৩.@monira999

**Founders choice: **
@neelamsamanta

যে রুলস এর ভিত্তিতে বেস্ট ব্লগার নির্বাচন করা হয়:

পোস্ট লিংক


প্রাইজ :

আগামী রবিবার প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।


*****ধন্যবাদ @tangera *****

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 last year 

যদিও অনেক মেম্বার নমিনেশন পেয়েছিল, তবে কাংখিত একটিভিটিস সেই আগের তিনজের মধ্যেই দেখা যায়। এই সাপ্তাহেও কোন নতুন মুখ দেখা যায়নি। তাই বলে হতাশ হলে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ।

 last year 

বেস্ট ব্লগার অফ দ্যা উইকে নিজের নাম টা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বেস্ট ব্লগারদের মধ্যে নিজের নামটা দেখে সবথেকে বেশি ভালো লাগছে। রিপোর্টটি অনেক বেশি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর অন্য যারা বেস্ট ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছে, তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।

 last year 

বেস্ট ব্লগারের রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো। এ সপ্তাহে যারা বেস্ট ব্লগার হয়েছে তাদেরকে অভিনন্দন।নমিনেশনে নিজের নামটি দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ দারুণ একটি রিপোর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

বেস্ট ব্লগার অফ দ্যা উইকে যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পুরো রিপোর্টটি বেশ সুন্দর করে আমাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন। বেস্ট ব্লগারের রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো। রিপোর্ট আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপু আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

যারা এ সপ্তাহে বেস্ট ব্লগার হয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো কাজের মাধ্যমে খুব সুন্দর ফলাফল পাওয়া যায়। যারা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন তারা প্রতিনিয়তই ভালো করে যাচ্ছেন। বেস্ট ব্লগার নমিনেশন রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে পেরেছি অনেক ধন্যবাদ।

 last year 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা এই সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত হয়েছে তাদেরকে। নিজের নাম বেস্ট ব্লগারদের লিস্টে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি নিজের কাঙ্খিত এক্টিভিটি বজায় রাখতে। যাইহোক আমাকে সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 last year 

প্রথমে আমি যারা সেরা ব্লগার নির্বাচিত হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন। আমি লক্ষ্য করে দেখেছি এই প্ল্যাটফর্মে এই উদ্যোগ গ্রহণ করার পর থেকে কমিউনিটিতে কোয়ালিটি পোস্ট এর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। পরবর্তী সপ্তাহে আরো সুন্দর সুন্দর পোস্ট আমরা এই প্রতিযোগিতার মাধ্যমেই দেখতে পাবো।

 last year 

এই সপ্তাহে যারা বেস্ট ব্লগার হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। তাছাড়া যাদের নাম ব্লগার লিস্টে রয়েছে তাদেরকেও অভিনন্দন। আমরা এক সপ্তাহ কে কেমন পরিশ্রম করি তার ফল স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। একজন বেস্ট ব্লগার হতে হলে প্রচুর পরিশ্রম করতে হয় তাহলেই বেস্ট হওয়া যায়। ধন্যবাদ আপু প্রতিবারের মতো এবারও বেস্ট ব্লগার এর রিপোর্ট শেয়ার করার জন্য।

 last year 

এই সপ্তাহে আমাকে সেরা ব্লগ নির্বাচিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। সেই সাথে বিজয়ীদের কে অভিনন্দন জানাচ্ছি। আপু আপনি অনেক সুন্দরভাবে সেরা ব্লগার নির্বাচনের পদ্ধতি উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাই যারা এই সপ্তাহে বেস্ট ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছে। বেস্ট ব্লগারের এই রিপোর্টটি দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিপোর্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115867.59
ETH 4480.06
SBD 0.86