আজকেই পেয়ে গেলাম আমার নতুন ফোনসহ সিম কার্ডটি

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_0011.jpeg

বন্ধুরা গতকাল একটি পোস্ট শেয়ার করেছিলাম আমার মোবাইল নিয়ে।হ্যাঁ বন্ধুরা মোবাইলটি হারিয়ে ফেলেছিলাম গত মঙ্গলবারে ঈদ শপিং করতে গিয়ে। তো পরের দিন সকালবেলা উঠেই আবার আরেকটি ফোন অর্ডার দিলাম।সেম সিম কার্ড সহ মোবাইলটি আজই পেয়ে গেলাম।আসলেই শখের কোন জিনিস হারিয়ে গেলে তা হয় খুবই কষ্টের। আর মোবাইল তো হচ্ছে অন্যরকম একটি ব্যাপার যেটি ছাড়া একটি মুহূর্তই আমাদের চলেনা।এ ছাড়া স্টিমিটি সহ আমার যাবতীয় কাজগুলো মোবাইল দিয়েই করে থাকি। আপনারা অনেকেই জানেন আমার আগের ফোনটি ছিল iphone থার্টিন প্রো ম্যাক্স।ওই ফোনটি পেয়েও কিন্তু একটি পোস্ট করেছিলাম প্রায় দু’বছর আগে। অনেক স্মৃতি রয়েছে ওই ফোনটির সাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ফোনটিতে আমার লাস্ট কয়েক মাসের অনেকগুলো রেসিপি ও আর্টের ফটো ছিল। ভেবেছিলাম একটি একটি করে পোস্ট করবো, কিন্তু কি আর করা, ভাগ্যে ছিল না তাই আর করা হলো না। অবশ্য google ফটোতে অনেকগুলো ফটো সেভ হয়ে আছে।সেখান থেকে কিছু আনতে পারবো।কিন্তু লাস্টের দিকে এত ফটো ও ভিডিওতে ভরে গিয়েছিল যে আর কোন স্পেস ছিলনা। কারন আমার মেয়েদের মোবাইল ও ট্যাব গুলোতে গুগল ফটো ইন্সটল করা রয়েছে। ওরা সময় পেলেই ফটো তুলে আর ভিডিও করে।ফলে একেবারেই ফুল হয়ে ছিল। মাঝে মাঝে আমি ডিলিট করেছি, কিন্তু শেষের দিকে তেমন করা হয়নি।

d3e7e6a1-d925-47c1-b96f-3d68f5103352.jpeg

587e1b12-c584-4392-864e-f8d9e31de8c0.jpeg

IMG_0010.jpeg

ফটোগুলো samsung mobile দিয়ে নেয়া হয়েছে।

যেহেতু iphone ব্যবহার করে আসছি, তাই iphone ছাড়া আর অন্য কোন ফোন ব্যবহার করতে পারি না। এ কারণে খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলেছি। আমার নতুন ফোনটি iphone ফিফটিন প্রো ম্যাক্স। যাইহোক নতুন ফোনটি পেয়ে পূর্বের সকল দুঃখ-কষ্ট ভুলে গিয়েছি। তবে আগের ফোনটির সাথে খুব বেশি পার্থক্য নেই এই ফোনটিতে। সবকিছু প্রায় একই রকমের, শুধু ওজনে সামান্য একটু হালকা। হালকা হয়ে বেশ ভালো হয়েছে কারণ আগেরটা বেশি ভারি ছিল। বেশিক্ষণ হাতে ধরে রাখলে হাত ব্যাথা হয়ে যেতে।

আপনারা অনেকেই হয়তো জানেন কয়েক মাস আগে আমার মেয়ের জন্য iphone ১৫ প্লাস কিনেছিলাম, তাই আপাতত আমার ফোন কেনার কোন ইচ্ছে ছিল না।কিন্তু কি আর করা? যেহেতু ফোনটি হারিয়ে গিয়েছে তখন তো কিনতেই হবে। এর আগে কখনোই ফোন হারাইনি। যদিও একবার হারিয়ে ফেলেছিলাম পরে আবার তা খুঁজে পেয়েছিলাম কারণ ফোনটি গাড়িতেই ছিল। আসলে লন্ডন এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, কারণ এখানে চুরি ডাকাতি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তবে আমরা যে ডিভিশনে থাকি সেটি খুবই ভদ্র ও বসবাসের উপযুক্ত একটি স্থান। এর আগে আমার হাজবেন্ডের মোবাইল দুইবার পকেট থেকে পড়ে গিয়েছিল। পরে যে পেয়েছিল ফোনটি সে দিয়ে যায়। এর আগে হাজবেন্ডের ওয়ালেটও হারিয়ে গিয়েছিল।যার মধ্যে ব্যাংকের কার্ড সহ আরও দরকারি কিছু জিনিস ছিল। এরপর যে পেয়েছিল সে ওয়ালেট থেকে তার মোবাইল নাম্বার নিয়ে ফোন করে ওয়ালেট টি বাসায় দিয়ে যায়। আমাদের এলাকাটি খুবই নিরাপদ।আমরা যদি বাসা লক করে দুই তিনদিনের জন্য কোথাও চলে যাই তাহলেও কোন প্রবলেম হয়না। যাই হোক ফোনটি হারিয়ে এখন আর কোন আফসোস নেই, কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

কি বলছেন কি ফোনটি হারিয়ে ফেলেছেন খবরটা পেয়ে অনেক খারাপ লাগলো ৷ তবে আপু নিজের প্রিয় জিনিস হারিয়ে গেলে সত্যি ভীষন কষ্ট লাগে ৷ যা হোক কিছু করার নেই ৷আবার নতুন ফোন কিনেছেন শুনে ভালো লাগলো ৷ আশা করি আরও দারুন দারুন ফটোগ্রাফ দেখতে পারবো ৷

 4 months ago 

নতুন পেয়ে আপু পুরাতন কে ভুলে যাইয়েন না। ঈদ মার্কেট করতে গিয়ে আপনার আইফোন হারিয়ে ফেলেছেন, জেনে অনেক খারাপ লাগলো। যাইহোক আপনি আবার একটি নতুন আইফোন অর্ডার দিয়ে নিয়েছেন। আসলে প্রিয় জিনিস হারিয়ে গেলে অনেক বেশি কষ্ট হয়, পরবর্তীতে সেটি কাটিয়ে যায়। যাইহোক আপনি এখন থেকে বাহিরে গেলে খুবই সাবধানে ফোন রাখবেন।

 4 months ago 

আপনার আগের ফোনটি হারিয়ে গেছে জেনে খারাপ লাগলো। আসলে ব্যবহার করা মোবাইল যদি হারিয়ে যায় তাহলে খুব খারাপ লাগে। কারণ আগের মোবাইলের সাথে অনেক স্মৃতি থাকে আবার অনেক ডাটা থেকে যায় যেগুলো হারিয়ে গেলে একটু বেশি কষ্ট লাগে। যাই হোক আপনার ফোন হারিয়ে যাওয়ার পরপরই আপনি নতুন একটি ফোন অর্ডার দিয়ে দিয়েছিলেন আর আজকে সেটা হাতে পেয়ে গেলেন জেনে ভালো লাগলো। আশা করি এই ফোনের মাধ্যমে আপনার সমস্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

 4 months ago 

নতুন ফোন তাহলে কিনে ফেললেন আপু। গতকাল আপনার ফোন হারানোর পোস্ট টা পড়েছিলাম। ব‍্যাপার টা বেশ খারাপ লেগেছিল। তবে এবার আইফোনের আপডেট ভার্সন টা কিনলেন এটা ভালো হলো। আপনাদের এলাকার ব‍্যাপার টা শুনে ভালো লাগল। সেরকম ঝামেলা চুরি ডাকাতি নেই। আবার হারিয়ে যাওয়া কিছু কেউ পেলে ফিরিয়ে দিয়ে যায়। ধন্যবাদ আপনার নতুন ফোনের বিষয়ে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনি আপনার শখের ফোনটি হারিয়ে ফেলেছেন জেনে খুবই খারাপ লাগলো ৷ যাই হোক , নতুন করে আবার ফোন কিনেছেন জেনে বেশ ভালো লাগলো ৷ আসলে ফোন এমন একটি জিনিস যেটা ছাড়া এক মুহূর্তেও থাকা যায় না ৷ তাছাড়া ফোন হারিয়ে ফেললে অনেক খারাপ লাগে ৷ ফোনে ব্যক্তিগত অনেক কিছুই থাকে ৷ ফোন হারিয়ে গেলে সে সব আর ফিরে পাওয়া যায় না ৷ যাই হোক , ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

অবশেষে আবারো নতুন ফোন হাতে পেয়েছেন জেনে ভালো লাগলো আপু। তবে হঠাৎ করে এভাবে ফোন হারিয়ে গেলে সত্যি ভীষণ খারাপ লাগে। বিশেষ করে ফোন থাকা বিভিন্ন ছবিগুলো যখন হারিয়ে যায় তখন আরো বেশি খারাপ লাগে। কি আর করার আপু সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই বিপদ আপনার জীবনে এসেছিল বলেই অন্য কোন বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।

 4 months ago 

অবশেষে আইফোনের লেটেস্ট মডেল হাতে পেয়ে গিয়েছেন। iphone যত আপডেট করছে ততই যেন নতুন ফিচার্ড যুক্ত করছে। যাই হোক আপনার যে ফোন হারিয়ে গিয়েছিল সেটা আজকের এই পোস্টের মাধ্যমে জানলাম। নতুন ফোন নিয়ে আমাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এর আগে আমার হাজবেন্ডের মোবাইল দুইবার পকেট থেকে পড়ে গিয়েছিল। পরে যে পেয়েছিল ফোনটি সে দিয়ে যায়।

আসলে সবার এমনটাই করা উচিত। আমি নিজেও সাউথ কোরিয়াতে থাকা অবস্থায় বাসের মধ্যে একটি মোবাইল পেয়েছিলাম। পরবর্তীতে ফোন করে জানতে পেরেছিলাম একজন বয়স্ক কোরিয়ান লোকের মোবাইল। তারপর আমার বাসার কাছে আনসান ট্রেন স্টেশন ছিলো, সেখানে গিয়ে মোবাইলটা দিয়ে এসেছিলাম। লোকটা আমাকে অনেক ধন্যবাদ দিয়েছিল। যাইহোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। আসলে যারা আইফোন ব্যবহার করে, তারা অন্য মোবাইল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনার আগের পোস্ট আমার পড়া হয়নি।তবে বুঝতে পারলাম আপনার ফোনটি হারিয়ে গেছে ঈদ শপিং করতে গিয়ে।আসলে শখের জিনিস হারিয়ে গেলে কষ্ট লাগার কথাই।এই ফোনটি আরো একবার হারিয়ে গিয়েছিল। কিন্তু পরে গাড়িতেই পেয়েছিলেন।আপনি যেহেতু আই ফোন ইউজ করে অভ্যস্থ।তাই আই ফোনই অর্ডার করেছিলেন।আর ফোনটি হাতেও পেয়েছেন।যাক কষ্ট কিছুটা হলেও কমেছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44