আমার আজকের কবিতা “এইতো জীবন ”

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।আমার আজকের কবিতা “এইতো জীবন”।আমাদের জীবন আসলেই অতি ক্ষুদ্র, খুবই স্বল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ একটি উদ্দেশ্যে, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে এ জীবন নিয়ে পড়ে আছি। লোভ, হিংসা, অহংকার, মারামারি, কাটাকাটি, প্রতিযোগিতা নিয়ে পড়ে আছি। নিজের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছি না, শুধু ক্রমাগত প্রতিযোগিতা করেই চলছি। কিভাবে আরও সম্পদ বাড়ানো যায়? কিভাবে অন্যকে ঠকিয়ে বড় হওয়া যায়? মনে হয় যেন এই পৃথিবী ছেড়ে আমাদের কখনোই আর যেতে হবে না, অনন্তকালের জন্য আমরা এখানে বসবাস করবো। আবার কখনো সম্পদ গড়ার প্রতিযোগিতা দেখে মনে হয় মৃত্যুর সময় সে যেন সব কিছুই নিয়ে যাবে সাথে। কিন্তু যে সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে, জীবনের উদ্দেশ্য জানতে পেরেছে সে কখনোই এই পৃথিবী নিয়ে ব্যস্ত থাকতে পারেনা। সে ভালো করেই জানে খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। তাই আমাদের সকলেরই চেষ্টা করা উচিত এই মায়ার জাল থেকে বেরিয়ে এসে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। বন্ধুরা এটিই হলো আমার কবিতার বিষয়বস্তু, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

F38E6E6B-1920-443F-A16A-B87511909EAB.jpeg

copyright free image : pixabay

এইতো জীবন

এই জীবন নয় তো শুধু অনন্ত কালের,
অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ একটি মুহুর্ত মাত্র।
সৃষ্টি কর্তার উদ্দেশ্য মূর্খ মানুষ বুঝতে নাহি চায়,
তারা স্রষ্টাকে ভুলে তুচ্ছ জিনিসে মগ্ন শুধু রয়।

অর্থ ,বিত্ত প্রতিপত্তি, কামনা-বাসনা
আর যত জাগতিক সুখ, খুঁজে ফেরে মানুষ,
ভুল করে, ভুলে যায় জীবনের আসল দিক।

এ জগৎ হলো আসলে এক মায়া,
আপন নয়তো কেউ,
আপন হলো এক অনন্ত সৃষ্টিকর্তা,
মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য তো সেই।

জন্মের সময় ছিল না সাথে কিছু
মৃত্যুর সময়েও নিবে নাতো সাথে কিছু।
তবুও প্রতিনিয়ত আমার আমার করে কাটাচ্ছি,
আমার কি? কি আছে আমার?
আমার আজ যা আছে হয়তো সেটা ছিল অন্যের,
মৃত্যুর পরেও রইবে না আমার কিছু
যা ছিল তা হয়ে যাবে অন্যের।

জগৎ আসলেই মায়া ছাড়া নয়তো কিছু,
এই মায়ার বাঁধনে বাঁধা পড়ে আছে
আমাদের সকল প্রাণ মোহময়।
একমাত্র সৃষ্টি কর্তাকে যদি পারো জানতে,
মায়ার বাঁধন পারবে তখনই শুধু ছিন্ন করতে।

জন্ম থেকে কবর, সময় অতি অল্প,
নয়কো মোটেই অসীম,
মৃত্যুর পরের জীবন অনন্ত,
শ্বাশত সীমাহীন।

♡ ♥💕❤

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Sort:  
 2 years ago 

আপু আপনি বাস্তব চিত্র তুলে ধরেছেন আপনার লেখা কবিতায়। সত্যিই ত আমরা আমাদের সঠিক পথ তা ভুলে গিয়ে মোহের পেছনে ছুটে চলেছি। একদিন আমাদের অনন্ত কালের জন্য ফিরে যেতে হবে, আমরা তা ভুলে ই বসে আছি। সবকিছু রেখে খালি হাতে চলে যাওয়া। 😪এত কম সময় নিয়ে পৃথিবীতে আসা আর মায়া ত্যাগ করে চলে যাওয়া সত্যিই খুব কষ্টের। সময় থাকতে আসলে আমাদের সকলের এটা বোঝা উচিত। অনেক অভিনন্দন আপু আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য। ভাল থাকবেন আপু। 🥰

 2 years ago 

আসলে কথা হলো কী জন্ম যখন নিয়েছি মৃত্যু ও অনির্বায এখান থেকে পৃথিবীর কোনো জীব বাচঁতে পারবে না ৷
আপু আপনি একটা সুন্দর কথা বলেছেন!!!

জীবন আমাদের জীবন আসলেই অতি ক্ষুদ্র, খুবই স্বল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ একটি উদ্দেশ্যে, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে এ জীবন নিয়ে পড়ে আছি।

আপনার এই কথার পরিপেক্ষিতে আমার কিছু কথা ৷আসলে আমরা সবাই জানি আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ পেতে হবে ৷কিন্তু জানি না কেন দিনশেষে আমরা মানুষ জাতি এটা ভুলে যাই ৷আমরা লোভ লালসা মোহ পাপ সবকিছু করি কিন্তু কেন???
আবার কিছু কথা ঈশ্বর যখন পাঠিয়েছে কর্ম করতে হবে প্রতিযোগিতা করতে হবে এটাই নিয়ম ৷মানব জীবন টা একটা প্রতিযোগিতার খেলা ৷তবে দিন শেষে আমাদের এটা মাথায় থাকা উচিত ৷যাই কিছু করি সৎ পথে অবলম্বন করি৷আর ঈশ্বের নিকট প্রার্থনা করি ৷
আসলে আপনি যে বিষয় নিয়ে পোস্ট করেছেন ৷এর প্রতিটি লাইন অনেক কথা লুকিয়ে আছে ৷যা আসলে বলে শেষ করার মতো নয় ৷
যাই হোক পড়ে অনেক ভালো লাগলো নিজের মনের মধ্যে বিবেক কে জাগ্রত করার মতো কবিতা লিখেছেন ৷
ধন্যবাদ আপু

 2 years ago 

আপু আপনার কবিতায় আমাদের রবের প্রতি যেই অনিহা সেইটা ফুটে উঠেছে, আমরা অর্থ পেয়ে গেলে আমাদের রব কেই ভুলে যাই , মানুষকে মানুষ মনে করি নাহ , ভুলেই যাই যে পরকাল বলতে একটা ব্যাপার আছে , ইহকাল এর জীবন জাস্ট সামান্য মাত্র , এই সামান্য চাকচিক্য দেখেই আজ আমরা রব থেকে সরে যাচ্ছি এবং যত কুকাজ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে ,এগুলা থেকে সত্যি আমাদের ভিরে আসতে হবে , আপু আপবনাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

একদম বাস্তব সত্যকে তুলে ধরেছেন আপু।আসলে আমাদের পৃথিবীর প্রতি এতই মোহ তৈরি হয়ে যায় যে আমরা ভুলেই যাই যে এক সময় আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে ফিরতে হবে। তখন আমরা এই পৃথিবীর কোন কিছুই নিয়ে যেতে পারবো না । যেমন খালি হাতে এসেছিলাম তেমনি খালি হাতেই যেতে হবে। কিন্তু পৃথিবীতে লোভ লালসা বশবর্তী হয়ে মানুষ এই সত্যটিকে ভুলে বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হয় । আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।
একদম ঠিক বলেছেন আপু এই জগত আসলেই এক মায়া । এই মায়াজাল থেকে বেরোনো খুব কষ্টকর। কিছু সময়ের জন্য হলেও আপনার কবিতাটি পড়ে বাস্তবতাকে উপলব্ধি করতে পারলাম। খুব ভালো লেগেছে কবিতাটি।

 2 years ago 

আমার কি? কি আছে আমার?
আমার আজ যা আছে হয়তো সেটা ছিল অন্যের,

ঠিক বলেছেন আপু আমরা কী, কী আছে আমাদের। তারপরও আমাদের এত অহংকার। মৃত্যু সবচেয়ে সহজ সত‍্যটা মূহুর্তে অস্বীকার করে আমরা বিভিন্ন কাজে ভালো খারাপ উভয়দিকে নিজেদের ব‍্যস্ত রাখছি। সত্যি এ এক গোলকধাধা। দারুণ লিখেছেন কবিতা টা আপু।

 2 years ago 

আসলে আপু জগৎ সংসার মায়া ভরা।মায়া বাঁধনে আটকে আছি সবাই সুন্দর মমতায় পৃথিবীর মোহ পেতে থাকি।ছাড়িতে চাহি না কেউ।

জগৎ আসলেই মায়া ছাড়া নয়তো কিছু,
এই মায়ার বাঁধনে বাঁধা পড়ে আছে
আমাদের সকল প্রাণ মোহময়।

 2 years ago 

আপু সম্পূর্ণ বাস্তব ভিত্তিক রূপরেখার উপর লিখেছেন এই কবিতাটি। আজ আমরা টাকা পয়সা উপার্জনের জন্য এতটাই দুনিয়ামুখী হয়ে পড়েছি যে আমরা আমাদের সৃষ্টিকর্তা এবং অনন্ত জীবনের কথা একবারও ভাবার সময় পায়না। আমাদের কাছে এমন হয়ে গেছে যে দুনিয়ায় সকল কিছু। কিন্তু আমরা যে পৃথিবীতে খুবই অল্প সময়ের অতিথি, এই সত্যকে আমাদের সকলকেই স্মরণ রাখা উচিত।

 2 years ago 

আমার আজকে খুব খুশি লাগছে। অনেক দিন পর আমি কবিতা পোস্ট করে পোস্ট পড়তে এসে দেখছি আপনিও কবিতা পোস্ট করেছেন এবং আমার আগে অন্য কয়েকজন কবিতা পোস্ট করেছিল। অবশ্য সকলের কবিতাগুলোই মনোমুগ্ধকর। তাই আপনার কবিতাটি একাধিকবার পড়ার চেষ্টা করলাম। কবিতা পাঠ করতে আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে। তাই এখন কবিতা লিখতে যেমন ভালো লাগে,পাঠ করতে ভালো লাগে।

 2 years ago 

পৃথিবীতে আমরা সকলেই পড়ে আছি মায়ার বাঁধনে। সত্যিই সত্যিই এ পৃথিবীতে আপন বলতে কেউ নেই। একমাত্র আপনজন সৃষ্টিকর্তা। অথচ আমরা সেই সৃষ্টিকর্তাকে ভুলেই প্রতিনিয়ত ঘুরছি অর্থ আর সম্পদের পিছে। অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41