লন্ডন লাইম হাউস বেসিন এবং এর কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে লন্ডন লাইম হাউস বেসিনের কিছু মনমুগ্ধকর চিত্র তুলে ধরতে যাচ্ছি, আসা করি আপনাদের ভাল লাগবে।

করণা মহামারীর পূর্বে আমি আর আমার হাজব্যান্ড প্রায়ই এ জায়গাটিতে গিয়ে সময় কাটাতাম। এই জায়গাটি খুবই শান্ত এবং নিরিবিলি। এক্সারসাইজের জন্য খুবই চমৎকার একটি জায়গা, লোকজন এখানে হাঁটতে আসে কেউবা আবার দৌড়ায় ,কেউ কেউ আবার সাইকেলিং করে। এর চারিপাশের পরিবেশ খুবই মনমুগ্ধকর ।এখানে ছোট একটি লেক রয়েছে, মূলত এই জায়গাটি লেকের জন্য বিখ্যাত। লেকের মধ্যে বিনোদনের জন্য অনেকগুলো লঞ্চ রাখা রয়েছে। লোকজন এখানে লঞ্চ ভাড়া করে কয়েক ঘণ্টার জন্য ,কেউ কেউ আবার বার্থডে পার্টির জন্য,এছাড়া নানা রকমের অনুষ্ঠানের জন্য তারা লঞ্চ ভাড়া করে থাকে। তবে এর জন্য আপনাকে আগাম বুকিং দিতে হবে

এখান থেকে 9 কিলোমিটার দূরে রয়েছে লন্ডনের বিখ্যাত টেমস নদী। যোগাযোগের সুন্দর ব্যবস্থা রয়েছে,এখান থেকে আপনি ট্রেনে অথবা বাসে করে যেতে পারবেন।তবে আমরা এখানে গেলে ট্রেনেই (DLR)যাতায়াত করে থাকি। ট্রেন বলতে আমি DLR কে বুঝাচ্ছি ,মানে চালক বিহীন ট্রেন যা খুবই দ্রুত চলে।

চলুন এর ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

আলোকচিত্র : ১

272FEF5C-A451-4055-8E3E-6EEFB8660C32.jpeg

এটি সেই বিখ্যাত লেক, চারপাশ কত সুন্দর পরিষ্কার । চারিপাশে শুধু নীলের সমাহার, এমনকি বিল্ডিংগুলোও নীল।

আলোকচিত্র : ২

514FC697-D2AC-4B9B-B819-D32D4D5D64C4.jpeg

আলোকচিত্র : ৩

EC94A480-DE0C-4222-96D2-9F26CBA6CFC9.jpeg

আলোকচিত্র : ৪

E5E9158F-906B-479A-AE1D-A121ACF1FD68.jpeg

আলোকচিত্র : ৫

E29C6439-DE56-45F5-BF1C-670690BE3943.jpeg

আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে লেকের সামনে।

আলোকচিত্র : ৬

467DC6DF-0E96-4DC8-B33D-E3230A3BFFFB.jpeg

এটি সেই বিখ্যাত লঞ্চ যা লোকজন ভাড়া করে থাকে।

আলোকচিত্র : ৭

2CB40DBB-2233-4E2E-B967-C215000DD961.jpeg

আলোকচিত্র : ৮

2C2CB31A-80EA-4321-A3DF-A351259339E8.jpeg

আলোকচিত্র : ৯

62DBBC97-B6A9-4272-B7D6-0C0ABF9A16C8.jpeg

আলোকচিত্র : ১০

0F220BF3-5F27-4020-846E-D3BC6F8B91E0.jpeg

লেকের উপর ব্রিজে ডি এল আর (চালকবিহীন ট্রেন) চলছে।

সবগুলা ফটোগ্রাফির what3words address:
https://w3w.co/stable.apple.mint

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি গুলি খুবই সুন্দর হয়েছে আপু।আমার যেতে ইচ্ছে করছে।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে।

ছবিগুলো ভালো ছিলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসাধারণ হয়েছে প্রত্যকটি ছবি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই অতীব সুন্দর ফটোগ্রাফি হলো। ইনশাল্লাহ আমিও একদিন পর্যটক হয়ে এ পৃথিবী ভ্রমণ করব

 3 years ago 

ইনশাআল্লাহ।

 3 years ago 

অসম্ভব সুন্দর ছবি আর লেখাটা ও ।ছবিগুলি দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর হয়েছে ছবি গুলো এবং ভালো ব্যাখ্যা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে.

 3 years ago 

বাহ! ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে, যদিও পরিবেশটা অনেক সুন্দর তাই সব কিছুই সুন্দর লাগছে। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

খুব ভালো লাগছে অনেকদিন পরে আমার পোস্টে কমেন্ট করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60071.31
ETH 2409.83
USDT 1.00
SBD 2.43