খাসির কলিজা ভুনা 10% to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার অনেক পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে খাসির কলিজা ভুনা ।এই খাবারটি আমার পরিবারের সকলেই পছন্দ করে থাকে। এই খাবারটি আমাদের দেশে অতি জনপ্রিয় একটি খাবার যা প্রায় সকল মানুষেরই পছন্দের খাদ্য তালিকার প্রধান একটি অংশ ।

আমার এই পোস্টটিতে আজ প্রথম ১০% বেনিফিশিয়ারি করেছি আমাদের অতি পছন্দের @shy-fox কে। এটিই আমার ফার্স্ট বেনিফিসিয়ারি এই স্টিমিট কমিউনিটিতে।

5F9EFF04-B1E5-4D45-805F-93496432C2EE.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
খাসির কলিজা১কেজি
পেঁয়াজ কুচি২কাপ
আদা বাটা১চাঃচা
রসুন বাটা১ চাঃচাঃ
হলুদ গুড়া১ চাঃচাঃ
ধনিয়া গুড়া১ চাঃচাঃ
লাল মরিচ গুঁড়া১ চাঃচাঃ
জিরাগুঁড়া২ চাঃচাঃ
গরম মসলা১ চাঃচাঃ
লবণস্বাদমতো
এলাচ৩টি
লবঙ্গ৪টি
দারচিনি৩পিস
কাঁচা মরিচ৩টি
টমেটো কুচিহাফ
তেল২ টেবিল চামচ

4266F74A-BA44-4D7A-9D34-38BFC8B12692.jpeg

প্রয়োজনীয় উপকরণ

কার্যপ্রণালী :

প্রথমেই কলিজা গুলো পানিতে ভালভাবে ধুয়ে নিয়েছি এরপর একটি হাঁড়িতে তেল গরম করে আদা রসুন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ,কাঁচামরিচ ,টমেটো লবন দিয়ে ভালভাবে মাখিয়ে নিয়েছি, এরপর কলিজা দিয়ে এলাচ, দারচিনি ,লবঙ্গ ও তেজপাতা দিয়ে মাখিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি ১০ মিনিট । সিদ্ধ হয়ে যাওয়ার পরে সবগুলো মসলা দিয়ে ভালোভাবে নেড়ে কোষিয়ে নিতে হবে। এরপর ১ কাপ গরম পানি যোগ করে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।

ধাপ গুলো দেখানো হলো:

F748AEC5-9304-4442-9116-5D1FCCF10320.jpeg

ACE5A23A-6702-457B-B2F3-847B077F5385.jpeg

FCB2ED64-090A-4E5F-AF96-4B974A64E9B1.jpeg

A11C1494-462B-4485-8E05-E331CDDB61A8.jpeg

F5C13B3D-8ED7-4E23-9F08-2D25D18CB2B4.jpeg

2C246374-230C-40CD-B34A-29C2EBB6AB2A.jpeg

কষিয়ে নিয়ে পানি যোগ করেছি।

পানির যোগ করার পরে 5 মিনিট রেখে দিয়েছি, ৫ মিনিট পরে হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা

2CE45FAF-CBFF-4934-BEC0-882A678A8D86.jpeg

D83B94C9-4268-40CF-A073-A64F1701D367.jpeg

গরম গরম ভাতের সাথে এবং পরোটা দিয়ে খেতে এর স্বাদই আলাদা। আশা করি আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার পোস্টটি খুবই উপকারী

🥰

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুনে খুব খুশি হলাম আমার পোস্ট আপনার জন্য উপকারী।

 3 years ago 

লোভ লাগালেন মনে হচ্ছে! ইশ আগে জানালে অপেক্ষা করতাম বিনিয়ানী দিয়ে খেতে অনেক মজা লাগতো তাহলে। নাহ সেই সুযোগটা আর দিলেন না।

 3 years ago 

আপনার টা দেখে আমার আর সহ্য হয়নি তাই তাড়াতাড়ি বানিয়ে ফেললাম।

 3 years ago 

বেশ বেশ বেশ, লাজুক খ্যাঁক দেখলে অবশ্যই খুশি হবে কারন দেখেই লোভ সামলাতে পারবে না নিশ্চিত আমি।

 3 years ago 

জি ভাইয়া আগে আপনারটাই খাবো পরে আমারটা।

 3 years ago 

এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69194.08
ETH 3757.04
USDT 1.00
SBD 3.67