একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। আমি সাধারণত দু'রকমের আর্ট আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ,একটি হচ্ছে ফুলের আর্ট, আরেকটি মেহেদির আর্ট । মেহেদির আর্ট টি বেশি উপভোগ করছি, তাই আজকে আবার চলে এলাম মেহেদির আর্ট নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

E2532FDF-4BE9-4CDD-9521-98473A8E732B.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক চিত্রটি অঙ্কন করতে আমাদের কি কি উপকরণ লাগবে:

  • ১ টি সাদা কাগজ
  • ১ টি রাবার
  • ২ টি পেন্সিল

নিম্নে আমার চিত্র অংকন এর ধাপগুলো দেখানো হলো:

9122970F-5C89-41FB-97C2-67E6A2A54375.jpeg

প্রথমেই দুটি বৃত্ত এঁকে নিয়েছি।

9051FD66-8FB1-4CC2-A394-35054BCE7243.jpeg

এরপর বৃত্তটির চারিপাশে একটু ডিজাইন করে এঁকে নিয়েছি।

4218A86C-B7A4-40D6-9ADF-AF5111324093.jpeg

ডিজাইনের চারিপাশে পাপড়ির মতো এঁকে নিয়েছি।

122BCA39-4007-4FAA-BA52-7221C303A60F.jpeg

এরপর পাপড়িটির ডানপাশে একটু ডিজাইন করে নিয়েছি।

63355D1C-E002-4B7E-AE5A-145A08D5CE3F.jpeg

5941E758-2DE5-49CD-8E51-2669D663AA0D.jpeg

9EB2C75F-BD25-4177-9582-959463B88476.jpeg

এবার পাপড়িগুলোকে পেন্সিল এর সাহায্যে একটু ডিপ করে এঁকে নিয়েছি।

7C1E6CF2-2AAB-4CBF-807B-3A74BDCD337D.jpeg

এবার ডান পাশে ডিজাইনের ফাঁকা অংশগুলো ডিজাইন করে ভরে দিয়েছি।

82F88499-777A-4943-BEB3-26AEEC90E955.jpeg

DC6ABC56-4C08-464A-80D6-8888953EA59C.jpeg

D3EBA08D-F544-43F6-B2CE-77506CC307E9.jpeg

এবারে সামনের দিকে আরেকটু ডিজাইন করে ভরাট করে দেই। এরপর উপরের দিকে ফুলের মত একটু এঁকে নিই।

CADEBC6C-D440-4DA1-91B3-6F497F68FD78.jpeg

এরপর ফুলের সামনের দিকেও একটু ডিজাইন করে নেই।

12423C2E-0D12-4F09-B991-7F95F335B983.jpeg

5B5CE44F-926E-49E3-8C91-375DBCD8975D.jpeg

এবার ডিজাইনগুলোর ভেতরের দিকেও আর একটু ডিজাইন করে নিই।

F960F080-8EDB-4B23-B730-F154E7472B5F.jpeg

অবশেষে আমার মেহেদি ডিজাইন এর অংকন শেষ হলো।

3E4B3F99-01CB-421A-A50A-48C4E0FADBA6.jpeg

89B5FC3B-C062-451A-9B16-01DE79B7B159.jpeg

Photographer@tangera
DeviceI phone 10 X max

এটিই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

মেহেদি রাঙানো অংকন খুব সুন্দর ভাবে করেছেন। যে অংক গুলো হাতের মধ্যেই মানিয়ে থাকে। আজ আপনি খাতার মধ্যে ও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতা যে অনেক ভালো তা বলার অবকাশ রাখে না। দুর্দান্ত অংক করতে পারেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য এতো ভালো অঙ্কন করতে পারি না, মোটামুটি একটু চেষ্টা করি।

 3 years ago 

আপনার আর্ট বরাবর চমৎকার হয়। আপনার অংকন এর ভিতর নতুনত্ব থাকে যা খুব ভালো ব্যপার।আপনার অংকিত মেহেদি ডিজাইন এর আর্টটি অসাধারণ হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্! অসাধারণ আর্ট করেছেন। একদম দৃষ্টিনন্দন আর্ট হয়েছে। প্রতিটা ধাপ নিয়ে বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর আট করেন। বরাবরের মতই আপনার এই মেহেদির আর্টি খুবই অসাধারণ হয়েছে। আমাদের সাথে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর অনেক কিছুই দেখতে পেলাম। অনেকের মধ্যে আর্টের দক্ষতা অনেক ভালো যেমন আপনি। খুব সুন্দর করে মেহেদী আর্ট করেছেন ভালো লাগলো।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোট ছোট ফুলের মাধ্যমে দারুন ভাবে সাজিয়ে আর্ট করেছেন। মেহেদী কিনলে বইয়ের যেমন হাতের উপর আর্ট করার দৃশ্য থাকে ঠিক তেমনি হুবহু মিলে গেছে আপনার তৈরি আর্ট। সুন্দর আর আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর শিল্পকর্ম।প্রত্যেকটি ধাপ স্পষ্ট ও ধারাবাহিক।ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 3 years ago 

খুবই খুশি হলাম আপনার মন্তব্যটি পেয়ে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেকদিন হাতে মেহেদি নেয়া হয় না। আপনার মেহেদির ডিজাইন গুলো দেখলে মনে হয় যে হাতে মেহেদি দেই। বরাবরের মতো আজকের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক ভালো আর্ট করেন আপনার মেহেদির ডিজাইন আর্ট দেখে খুব ভালো লাগলো। এটা হাতের ওপর আঁকলে চমৎকার লাগবে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর আকেন আপনি এর আগেও আমি আপনার আর্টের হাত দেখেছি খুবই মনমুগ্ধকর লেগেছে আমার কাছে। আর এই আর্ট টিও খুবই সুন্দর হয়েছে। একটি করে আর্ট তৈরি করতে কত সময় লাগে তা দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অংকনটি করতে আমার অনেক সময় লেগেছে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44