আমার রেনডম কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। আজকে UK তে স্থানীয় কাউন্সিল নির্বাচন ছিল, সকাল বেলা ভোট দিতে গিয়েছিলাম আমি আর আমার হাসব্যান্ড মিলে। প্রতিবছর মে মাসের ৫ তারিখ এ এই ইলেকশন নির্বাচিত হয়। যখন ভোট দিতে যাই তখন কিছু ফটোগ্রাফি কালেকশন করি, তার মধ্যে রয়েছে আকাশ ও রাস্তা মিলে চমৎকার কিছু ফটোগ্রাফি। এছাড়া রয়েছে আমার ও আমার প্রতিবেশীর বাগানের ফুলের কিছু ফটোগ্রাফি এবং সাথে EasterFestival এর কিছু ফটোগ্রাফি যা কতদিন আগে তুলেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

AC59AEB7-8F4C-48FF-B165-5BD4329F9373.jpeg

প্রথমেই আমার প্রতিবেশীর বাগানের চমৎকার পিটুনিয়া ফুলের ডেকোরেশন নিয়ে শুরু করলাম, এখানে গোলাপি ও সাদা বর্ণের দুটি পিটুনিয়া ফুল রয়েছে। ফুলের টবটি ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, দেখতে কতইনা সুন্দর লাগছে, তাই না?

9AE140F4-A1C6-4198-9891-4BF86D6EE493.jpeg

BECD0723-143D-4F3A-A4C9-655079CD68C1.jpeg

উপরের ফুল দুটি আমার বাগানের, কিছুদিন আগে এই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম।

D034820C-EFCB-4C91-ADAB-5A1405F68E40.jpeg

এটিও এক প্রতিবেশীর বাগান থেকে নেয়া হয়েছিল।

01AA62CE-E1E5-456C-9317-6382FAD01542.jpeg

872F05BF-BB88-4785-8CF9-C4B0859D4041.jpeg

A3FF99BA-F6FF-42CA-B8FB-169B5916BA10.jpeg

53704D60-E94A-4B90-B07C-243D725EDEAD.jpeg

B9C425D8-DB2F-48DC-845E-FAE3A8F88F0A.jpeg

উপরের সবগুলো ফটোগ্রাফি আমার এলাকা থেকে নিয়েছি যখন বাসায় ফিরছিলাম ।কতই না চমৎকার লাগছে আকাশ ও রাস্তা মিলে ফটোগ্রাফিগুলো। নীল আকাশে সাদা মেঘ গুলো দারুন ফুটে উঠেছে।

803ADCFF-82B9-43B9-88A1-4DC0FE9D33CE.jpeg

এটি Easter এর সময়, আমার মেয়ে হ্যাট ডেকোরেশন করেছে। এখানে রয়েছে নানা নানা রকমের ফেদার, চিক,এগ আরো অনেক কিছু। এগুলো গ্লু দিয়ে লাগিয়ে হ্যাট এ ডেকোরেশন করেছে।

0999AA7C-E085-41D6-96F7-6D21CFDB01C5.jpeg

14543DCA-59E8-480C-8A92-2A3B668EBA93.jpeg

0E7710E5-86D7-4CD8-9C50-CA1E56B1C34C.jpeg

4C2D6573-D8DB-4AFF-AE63-FAAB507F0E6A.jpeg

উপরের ৪ টি ফটোগ্রাফি “ইস্টার” উৎসব এর। এটি Crawley shopping mall থেকে নেয়া হয়েছে। ইস্টার খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ একটি উৎসব।এ সময় ১৫ দিন এর মতো স্কুল বন্ধ থাকে।সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এ সময় বাচ্চারা ইচ্ছেমত তাদের মাথার হ্যাট ডেকোরেশন করে স্কুলে নিয়ে যায়।এরপর স্কুলে হ্যাট প্যারেড অনুষ্ঠিত হয় যা বাচ্চারা খুবই উপভোগ করে।

0D2111E1-4C60-46B6-B568-9B248FDF61EF.jpeg

C036ECAF-2933-4BAA-B79D-528DA2A93F84.jpeg

উপরের ফুলগুলো জেরানিয়াম, যখন শপে গিয়েছিলাম ফুল কিনতে তখন ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম।

what3words address.
https://w3w.co/hurry.comical.chef

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

ছবিগুলো বেশ দারুন লেগেছে, বিশেষ করে আকাশটা দেখতেই মন ভালো হয়ে যায়। হেট ডেকোরেশনটি ও বেশ মিষ্টি লাগছে দেখতে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মনি।

 2 years ago 

আপনার নিজের বাগানের ফুটে থাকা ফুলের ফটোগ্রাফি গুলো তো বেশ দারুন হয়েছে। এছাড়াও আরও খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি আকাশের মেঘ গুলো। জাস্ট অসাধারণ ছিল এই ফটোগ্রাফি গুলো। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি বরাবর অসাধারণ হয়ে থাকে আমি মুগ্ধ হয়ে আপনার ফটোগ্রাফি দেখি এবং সুন্দর অনুভূতি গুলো পড়ি আপনার প্রতিবেশীর ঝুলন্ত টবে রাখা হরেক রকমের পিটুনিয়া ফুল অনেক সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার এলাকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন কতই পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা দেখলেই ভালো লাগে। ভেতরে এক ধরনের প্রশান্তি চলে আসে। আপনার ছোট্ট মেয়ে খুব সুন্দর ভাবে হ্যাট ডেকোরেশন করেছে ডেকোরেশন সত্যি অনেক ভালো হয়েছে। ইস্টার সম্পর্কে আমি এই প্রথম জানলাম। খ্রিস্টানদের এদিন নামে যে একটা উৎসব আছে এবং তা উপলক্ষে 15 দিন বন্ধ রাখা হয় স্কুল সেটি জানতে পারলাম না এই প্রথম। সব মিলে একটি শিক্ষা অর্জন হল আমার। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি ভালোভাবে পড়ার জন্য।

 2 years ago 

আপনার কৃত ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়ে থাকে এর আগে অনেকগুলো পোস্ট আমি দেখতে পেয়েছি। ফটোগ্রাফির খুব ভাল ছিল আর আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাগানের আরো কিছু আপডেট চাই সময় পেলে আমাদের সাথে শেয়ার করবেন।

 2 years ago 

অবশ্যই আমার বাগানের পরবর্তী আপডেট শেয়ার করব, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ফুলগুলোর ফটোগ্রাফি দেখে চোখ সরানো যাচ্ছিল না সেই সাথে আপনি খোলা আকাশের নিচে শহরের ফটোগ্রাফি টা দারুন ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক মুগ্ধ হয়েছি এবং প্রকৃতির সৌন্দর্য মনের অন্তরঙ্গ থেকে উপলব্ধি করতে পেরেছি। আশা করি আপু আপনি ভবিষ্যতে এমন চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে আরও উপহার দিবেন। ঈদ মোবারক এবং আপনার জন্য শুভেচ্ছা।

 2 years ago 

জেনে খুবই ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগছে দেখতে আসলে ফুল দেখলে সবার এই মনটা ভরে যায়।।
আমারও একটি ফুলের বাগান আছে মাঝেমধ্যে সেটা পরিচর্যা করা হয়। খুব ভালো লাগে আমার কাছে

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফুল দেখলে মন ভরে যায়।জেনে খুব ভালো লাগলো আপনার একটি বাগান রয়েছে, মাঝেমধ্যে পরিচর্যা করেন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য জন্য।

 2 years ago 

ওয়াও আপনার করা ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে আপু অনেক দক্ষতার সাথে প্রতিটা ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর ছিল ধন্যবাদ শেয়ার করাদ জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব গুলো ছবি অনেক সুন্দর ছিল।
ছবিগুলোর স্বচ্ছতা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
নীল আকাশের সৌন্দর্য সবচেয়ে বেশি লক্ষনীয় ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি করল জাস্ট অতুলনীয়। বিশেষ করে রাস্তাঘাট এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের দেশের রাস্তাঘাট এর সাথে কোন রকমের মিল‌নেই। তাছাড়া আপনার ফটোগ্রাফি করার ধরণটা বেশ দারুন। সবগুলো ফটোগ্রাফি বেশ দারুন ভাবে ক্যাপচার করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32