একটি মেহেদি ডিজাইনের আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটি মেহেদি আর্ট নিয়ে হাজির হয়েছি।আমার সব আর্টের মাঝে মেহেদির আর্ট গুলো বেশি উপভোগ করি। মেহেদি হাতে পরতেও খুব ভাল লাগে।আমার এই আর্ট টি ধাপে ধাপে অনেক সহজ ভাবে দেখিয়েছে , চেষ্টা করলে যে কেউ অনেক সুন্দরভাবে আর্ট টি করতে পারবে, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক তাহলে মূলপর্বে ।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

2FC341CB-1098-4654-90DE-A1519C0A9604.jpeg

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ

DB867250-F64E-465D-AC35-87AE97A29E55.jpeg

3A8C5F70-2935-47B2-A438-EE6CB5614A8E.jpeg

প্রথমেই লম্বা একটি দাগ এঁকে নিয়েছি।

86AAD163-3F69-4286-9C54-9E45554F482C.jpeg

এরপর দুটি ডাবল হাফ বৃত্ত এঁকে নিয়েছি।

6252775D-0C30-4D8D-9BD1-A11EBDA6ACE1.jpeg

এবার বৃত্তটির মাঝে এভাবে ডিজাইন করে নিয়েছি।

55EBC4DF-174A-4B62-9323-69807D041F0D.jpeg

এরপর বৃত্তটির চারিদিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

A2241AB9-D838-4B0F-998F-C75FDB04CDCB.jpeg

এরপর ওপরের ডিজাইনের ফাঁকা অংশগুলো এভাবে পূরন করেছি।

এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে এভাবে আমার অংকন টি সম্পন্ন করেছি।

9CCEA24A-9E90-4F9E-83A4-7FD6B448CC3C.jpeg

36AD3F57-E980-4E87-B820-133FE0B12ADF.jpeg

F62B09A2-945D-4CDB-AAB9-5E103CC4B5C2.jpeg

34F4E451-AD77-489D-BB61-E1C7396F2C7D.jpeg

হয়ে গেল আমার মেহেদি ডিজাইনের আর্ট।

D7F21EA1-EC2D-44C7-990D-C97C45B09397.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপনার মেহেদি হাতের অংকনটি আমাকে খুব ভাল লেগেছে।বিশেষ করে স্তর ভিত্তিক চিত্র দেখে এটি শিখতে আমাকে একধাপ এগিয়ে দিবে।এমন সুন্দর একটি চিত্রকল্প আমাকে অংকন করতে অনুপ্রাণিত করছে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

অসম্ভব সুন্দর একটি মেহেদি ডিজাইন এর চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনি অনেক ট্যালেন্ট একজন ব্যক্তি আপনি আপনার কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটি মেহেদি ডিজাইন এর আর্ট খুব নিখুত ভাবে করেছেন আপনি। প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর একটি মেহেদি ডিজাইনের আর্ট করেছেন আপনি।।
দেখতে বেশ ভালো দেখাচ্ছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সাদা কাগজের উপর মেহেদির ডিজাইন অঙ্কন অনেক সুন্দর হয়েছে আপু। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন আপু। আপনার অঙ্কিত এই ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডিজাইন অনুযায়ী হাতে মেহেদি দিলে দেখতে অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন করেছেন আপু। এই ডিজাইন হাতের মেহেদি দিলে হাতের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। এরপরে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখার অপেক্ষায় রইলাম আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

মেহেদি ডিজাইন টা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। প্রতিটি বিয়েতেই ছেলে এবং মেয়েদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়। আপনার করা মেহেদি ডিজাইন টা অনেক ভালো হয়েছে সেই সাথে আপনার বর্ণনা টাও

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

  • খুব চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট করেছেন আপু। আমার খুবই চমৎকার লেগেছে। আপনার উপস্থাপনা টা খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য আপু
 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপু আপনি অনেক চমৎকার ভাবে একটি মেহেদি ডিজাইন এর সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি মাঝে মাঝেই আমাদের মাঝে এরকম মেহেদি ডিজাইন এর আর্ট উপস্থাপন করে থাকেন। আপনার অঙ্কিত এই মেহেদি ডিজাইন এর আর্ট গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। ঠিক তেমনি ভাবে আজকেও আপনার এই মেহেদি ডিজাইন এর আর্ট টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু,খুবই সুন্দর দেখতে লাগছে আপনার অঙ্কিত মেহেদি ডিজাইনটি।এটি হাতে ফুটিয়ে তুললে দারুণ দেখতে লাগবে,নিখুঁত হয়েছে ছোট ছোট ডিজাইনগুলি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58111.37
ETH 2571.51
USDT 1.00
SBD 2.47