বড় মেয়ের তৈরি মেটাল দিয়ে ক্যান্ডেল হোল্ডার

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1079.jpeg


আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বড় মেয়ের স্কুলে তৈরি মেটাল ক্যান্ডেল হোল্ডার। হ্যাঁ বন্ধুরা আজকে আমার মেয়ে এই ক্যান্ডেল হোল্ডারটি বানিয়েছে স্কুলে তার টিচারের সহায়তায়। তৈরি করতে পেরে সে আজ খুবই হ্যাপি। এর আগেও আপনাদেরকে বলেছিলাম আসলে এই দেশে বাচ্চাদেরকে স্কুলে ঘরে গোছানোর কাজ থেকে শুরু করে রান্নাবান্না,সেলাই এবং আমাদের দৈনন্দিন যাবতীয় বিষয়ে তাদেরকে প্র্যাকটিক্যালি ধারণা দেওয়া হয়। আর বাচ্চারা প্রতিটি জিনিসই আগ্রহের সাথে করে ফেলে এবং তারা নতুন কিছু জানতে পেরে, শিখতে পেরে খুবই আনন্দিত হয়। মেয়েটি আজ স্কুল থেকে এসে তার ব্যাগ খুলছে আর আমাকে বলছে আজকে আমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। বলছিল আজকে সে খুবই ইনজয় করেছে, নতুন একটি জিনিস তৈরি করতে পেরেছে। যখন ব্যাগ থেকে খুলে আমার হাতে দিল আমি তো দেখে পুরোই অবাক! এই জিনিস সে কিভাবে বানিয়েছে? প্রথমে আমি বুঝতেই পারিনি জিনিসটা কি? তখন সে আমাকে বলল মেটাল দিয়ে ক্যান্ডেল হোল্ডার বানিয়েছে।

IMG_1081.jpeg

IMG_1079.jpeg

IMG_1080.jpeg

মেয়ের তৈরি মেটাল দিয়ে ক্যান্ডেল হোল্ডার

তখন আমি তাকে আস্ক করলাম কিভাবে বানিয়েছে? তখন সে বলল প্রথমে টিচাররা তাদের কে মেটাল সম্পর্কে একটি ধারণা দিয়েছে এবং এটি দিয়ে কি কি তৈরি করা যায় এবং কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়ে দিয়েছে। প্রথমে সবার হাতে এক টুকরো করে স্ট্রেইট মেটাল দিয়েছে। এরপর ওই মেটালের উপরে কে কি তৈরি করবে তা তারা প্রথমে ড্র করে নিয়েছে।যার যেটা ভালো লেগেছে তা সে ড্র করে নিয়েছে। অবশ্য এ বিষয় তাদেরকে আগে একটু আইডিয়া দেওয়া হয়েছে। এরপর আমার মেয়ে তার পছন্দমত প্রথমে একটি ক্যান্ডেল হোল্ডার ড্র করে নিয়েছে। এরপর মেটাল কাটার ও বেন্ড করা টুলস তাদের হাতে দেওয়া হয়েছে। সেটি দিয়ে তাদের আর্ট বরাবর কেটে ও বেন্ড করে নিয়েছে। যেহেতু মেটাল গুলো কাটার পর অনেক ধারালো হয় এ কারণে সেই ধার তোলার জন্য আরো একটি টুলস দেয়া হয়েছে। সেই টুলস এর সাহায্যে ঘষে ঘষে ধার তুলে ফেলা হয়েছে। এভাবে ক্লাসের প্রতিটি ছেলে মেয়ে তাদের পছন্দমত জিনিসপত্র বানিয়ে নিয়েছে এই মেটাল দিয়ে। কেও কেও বানিয়েছে পামকিন, কেউ কেউ ক্রিসমাস ট্রি, স্নোম্যান , কেউ কেউ স্টারসহ আরও অনেক কিছু।এগুলো তৈরি করতে গিয়ে তারা খুবই ইনজয় করেছে।

শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিছু করতে পারলে আসলে নিজেদের কাছে অনেক ভালো লাগে। বাচ্চার সাথে আমারও অনেক ভালো লেগেছে। আশা করছি তার তৈরি মেটাল ক্যান্ডেল হোল্ডার আপনাদের ও ভালো লেগেছে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

লন্ডনের স্কুলগুলোতে ছেলেমেয়েদের সরাসরি অনেক বিষয়ে গুলো সম্পর্কে বাড়তি ধারণা দেওয়া হয় এজন্যই তারা হয়তো এগিয়ে। যেমন আপনার বড় মেয়ে মেটাল দিয়ে ক্যান্ডেল হোল্ডার তৈরি করেছে আর কিভাবে তৈরি করতে হয় তার পুরোটাই তার স্কুল থেকে ধারণা দেওয়া হয়েছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু আজকে একটা নতুন বিষয় জানতে পারলাম ৷ যে লন্ডনে স্কুলে বাচ্চাদের সব বিষয়ে প্রাকটিক্যাল শিখিয়ে তাও আবার বিষয়ে ৷ জাষ্ট ওয়াও একটি বাচ্চাকে যদি সবকিছু প্রাকটিক্যাল শিখিয়ে পড়িয়ে দেওয়া তবে সে বাচ্চাটি সত্যি ভালো করে শিখতে পারবে ৷

যা হোক আপনার বড় মেয়ে মেটাল দিয়ে ক্যান্ডেল হোল্ডার বানিয়েছে৷ দেখতে বেশ চমৎকার ছিল ৷ আপনার বড় মেয়ে জন্য শুভকামনা রইল অবিরাম ৷

 5 months ago 

মানহা মামনির তৈরি করা ক্যান্ডেল হোল্ডার দেখে খুবই ভালো লাগলো। টিচারের সহায়তায় সবাই নিজেদের পছন্দের কোন কিছু তৈরি করেছে জেনে ভালো লাগলো আপু। আর এভাবে বাচ্চাদের প্রতিভার বিকাশ ঘটে। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কিছু তৈরি করার মাঝে অনেক বেশি আনন্দ রয়েছে। মামনির জন্য অনেক অনেক
শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাইরের দেশগুলোর এই বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয় এবং বাচ্চারা বেশ ইনজয় করে ব্যাপারটা ।আজকে বেশ দারুন একটি জিনিস বানিয়েছে আপনার বড় মেয়ে ।দেখেই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

একাডেমিক শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষা খুবই জরুরী। বাহিরের দেশের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। যাইহোক আপনার বড় মেয়ে এককথায় দুর্দান্ত একটি জিনিস তৈরি করেছে। মেটাল ক্যান্ডেল হোল্ডারটা খুবই সুন্দর হয়েছে। মেটালের উপর ড্রয়িং করে,তারপর টুলস ব্যবহার করে কাটিং এবং বাকি সব কাজগুলো করা,এককথায় বলতে গেলে বেশ প্রশংসনীয় কাজ করেছে। আপনার বড় এবং ছোট মেয়ের প্রতিভা আছে। তারা দুইজন বড় হয়ে অনেক ভালো করবে এবং আপনাদের মুখ উজ্জ্বল করবে। যাইহোক তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বিদেশের স্কুল গুলোতে এই এক সুবিধা বাচ্চাদের স্কুল থেকে যাবতীয় কিছু শেখানো হয়। কিন্তু আমাদের দেশের এরকম করার চেষ্টা করছে কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে। যাইহোক মেটাল দিয়ে ক্যান্ডেল হোল্ডারটি কিন্তু খুব সুন্দর হয়েছে।ও কিভাবে কাটলো তাই আমি ভাবছি। খুব সুন্দর ডিজাইন করেছে দেখতে ভালো লাগছে। দোয়া রইল মেয়ের জন্য।

 5 months ago 

বাইরের দেশগুলোর এই ব্যাপার গুলো আসলে অনেক ভালো লাগে আপু, যে তারা হাতে কলমে বাচ্চা-কাচ্চাদের শিক্ষা দেয়। তবে মেটাল কেটে এই ধরনের জিনিস তৈরি করা আসলেই কিন্তু বেশ কঠিন। যদিও টিচার কিছুটা সাহায্য করেছে, তবে তার পরেও যথেষ্ট কষ্ট হয়েছে বলে আমি মনে করি। তাছাড়া ক্যান্ডেল হোল্ডারটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আপু। আপনার বড় মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44