আমার কবিতা “চির বিচ্ছেদ” , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। সাধারণত আমাদের সকলেরই প্রিয় মানুষ দূরে চলে যাওয়ার সময় তাকে বিদায় দিতে খুব কষ্ট হয় ।কিন্তু সেই মানুষটি যখন চিরতরে তার মনের মানুষকে ফেলে এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার মনের মাঝে যে আর্তনাদ তা এই কবিতার মাঝে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের হয়তো একটু ভালো লাগবে। আমি আগেও বলেছি কবিতা লেখায় আমি মোটেও পারদর্শী নই, মোটামুটি কমিউনিটির সকলকে দেখেই একটু চেষ্টা করে যাচ্ছি, কথাও ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

D1CFB092-A590-4500-87D6-74E9A5D78A91.jpeg

Copyright free image, pixabay

চির বিচ্ছেদ

প্রিয়তম আজ যাচ্ছি চলে,
চিরবাঁধনের এই সম্পর্ক ছিঁড়ে ।
অশ্রু মুছে, হাসি মুখে দাওতো বিদায়।

কান্না মাখা মুখটি তোমার
বিদায় বেলায় দিচ্ছে ভেঙে,
শক্ত এই পাঁজরটিকে ।

মিষ্টি করে হাসো যদি,
পরম সুখে যাব চলে
মায়ার এই ভূবন ফেলে।

জানি তোমার কষ্ট হবে,
আমি ছাড়া তুমি।
তবুও তোমায় বাঁচতে হবে
আঁকড়ে রেখে স্মৃতি।

অশ্রু মুছে কাঁপা কাঁপা গলায়,
একবার বলো ভালবাসি তোমায়।
বিদায় বেলার এই চিরসুখ,
আমি তোমা হতে পেতে চাই।

বুকে রাখো বল, রাখো সাহস মনে।
তোমার আমার মিলন হবে
ঐ জীবনে, চির জনমের তরে।

♡ ♥💕❤

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Sort:  
 2 years ago 

আপু আপনার লেখা কবিতা এই প্রথম পড়লাম। প্রথম পড়া কবিতা হিসেবে যে অনুভূতি হল, তাতে মনে হচ্ছে আপনার মধ্যে ভালই কাব্য প্রতিভা লুকিয়ে আছে। আসলেই অনেক ভালো লিখেছেন। চর্চা অব্যাহত রাখলে আলো ভা আরো ভালো করবেন তাতে সন্দেহ নেই।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো, কিন্তু আমার তেমন কোন প্রতিভা নেই কবিতা বিষয়ে, শুধু একটু চেষ্টা করে যাচ্ছি।

 2 years ago 

আবেগ অনুভূতি দ্বারা খুব সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার মধ্যে যথেষ্ট ভালোবাসার বন্ধন এর প্রকাশ ঘটেছে। সত্যি অসাধারণ ভাবে রচনা করেছেন এই কবিতাটি।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এই চির বিচ্ছেদ যেন কারো না হয় এ কামনাই করি। যাইহোক কবিতাটি পড়তে বেশ ভালো লেগেছে। এই কবিতার ভাবার্থও অনেক। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চির বিচ্ছেদ তো হবেই আপু, আগে আর পরে, এটাই তো নিয়ম। জেনে ভালো লাগলো আমার কবিতাটি আপনার ভালো লেগেছে।

 2 years ago 

আসলে আপু বিদায় শব্দটাই বেদনা দায়ক। চাইলেও কাউকে নিজের অজান্তে ও প্রিয় মানুষটিকে দূরে যেতে দিতে কেউ চায় না। আর সেখানে পরপারে চলে যাওয়াটা অনেক কষ্টের বিষয়। আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনার অন্তরের কথাগুলো এত সুন্দর একটি কবিতা রুপ দিয়ে ফুটিয়ে তুলেছেন। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বিদায় শব্দটি আসলেই অনেক কষ্টের, আর পরপারে যাওয়া তো আরো বেশি কষ্টের। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আপু বিচ্ছেদ খুবই কষ্ট হয় এবং বেদনাদায়ক। আপনার কবিতাটি পড়ে ভাল লাগলো তবে বিচ্ছেদের যে অনেক কষ্ট সেটা আপনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কবিতাটি ভালই লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বিচ্ছেদ আসলে অনেক কষ্টকর। এটি আমরা সহজে মেনে নিতে পারি না, আর বেশি কষ্টকর হয় প্রিয় মানুষটি যখন চলে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মানুষের জন্মই যেন মৃত্যুর জন্য । সব সম্পর্ক সব মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে । তবে প্রিয়জনের স্মৃতির মাঝে হয়তো বেঁচে থাকবো আজীবন ।
আপনার আজকের বিচ্ছেদ কবিতাটি খুব সুন্দর ছিল । ধন্যবাদ প্রিয় বোন । আপনার লেখা কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জন্মালেই মৃত্যু হবে কিন্তু এই চিরন্তন সত্যটি আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জানি তোমার কষ্ট হবে,
আমি ছাড়া তুমি।
তবুও তোমায় বাঁচতে হবে
আঁকড়ে রেখে স্মৃতি।

আপু আপনার লেখা কবিতা পড়ে কখন যে কবিতার গভীরতায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি। সত্যি কথা বলতে প্রিয় মানুষটিকে ছাড়া নিজেকে কল্পনা করা সত্যিই অনেক কষ্টের। হয়তো নিয়তির কাছে আমরা বড় অসহায়। নিয়তি যদি আমাদের ভাগ্যে সুখ না লিখে তাহলে কখনোই প্রিয় মানুষটির সাথে সুখে জীবন যাপন করা যায় না। তবুও স্মৃতি নিয়ে বেঁচে থাকে প্রেমিক হৃদয়। দারুন এই কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন প্রিয় মানুষটিকে ছাড়া নিজেকে কল্পনা করা সত্যিই অনেক কষ্টের। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপুমনি আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। প্রিয় মানুষের থেকে বিদায় নেওয়ার খুব সুন্দর একটি মুহূর্তে আপনার কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে একটা কথা ঠিক বলেছেন যখন মানুষ পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেয় তখন কিন্তু চিরবিচ্ছেদ হয়। আর এই বিষয়টা নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলো পড়তে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো জেনে কবিতাটি আপনার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন আমি তো আগে জানতাম না।। আপনাকে অসংখ্য ধন্যবাদ।। প্রত্যেককে লাইনের সাথে প্রত্যেক লাইনের ছন্দমিল ছিল আপু।

 2 years ago 

কি বলো ছোট ভাই আমার কবিতা মোটেও ভালো হয় না, শুধু একটু চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63750.99
ETH 3130.22
USDT 1.00
SBD 3.95