কিছু কেনাকাটা, আর সাথে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_4870.jpeg

বাচ্চাদের স্কুল হলিডে শুরু হয়ে গেল। ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকে এ সময়।এত লম্বা ছুটি দেয়ার কারণ হচ্ছে সেপ্টেম্বর থেকে তাদের নতুন ক্লাস শুরু হয় আর জুলাইতে শেষ হয়ে পুরাতন ক্লাস। বাংলাদেশে যেমন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হয় আর এ দেশে নতুন ক্লাস শুরু হয় সেপ্টেম্বর থেকে।কিন্তু এই লম্বা সময়টিতে বাচ্চারা ঘরে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। তাই চেষ্টা করি হলিডের সময় বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে। গত বছর হয়তো আপনাদের অনেকেরই মনে আছে লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের কতগুলো পর্ব আমাদের সাথে শেয়ার করেছিলাম। গতবছর ঐ সকল স্থানে তাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। খুব বেশি ইনজয় করেছিল তারা। এ বছরও কিছু কিছু জায়গায় বুকিং দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমাদের জার্নি শুরু হবে। যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। আজকে পরিবারের সকলকে নিয়েই গিয়েছিলাম শপিংয়ে, কারণ বাচ্চাদের কিছু কাপড় চোপড়, স্কুলের জন্য জুতা, আরও কিছু দরকারী জিনিসপত্র কেনার প্রয়োজন ছিল। মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই কেনাকাটা শেষ করে বাসায় ফিরলাম। তাহলে চলুন এক নজরে ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

IMG_4850.jpeg

IMG_4849.jpeg

IMG_4848.jpeg

IMG_4847.jpeg

IMG_4852.jpeg

IMG_4843.jpeg

IMG_4853.jpeg

IMG_4845.jpeg

IMG_4844.jpeg

IMG_4862.jpeg

IMG_4860.jpeg

লাইনে দাঁড়িয়ে রয়েছি বিল পে করার জন্য।Primark থেকে বাচ্চাদের ঘরে পড়ার কিছু কাপড়চোপড় কিনে ফেলি। এখানকার কাপড়-চোপড় একটু সস্তা রয়েছে।তারপরও বাংলাদেশের টাকার প্রায় সাড়ে আঠারো হাজার টাকার মত।কারণ কাপড়-চোপড় এবং আরও দরকারি কিছু জিনিসপত্র একটু বেশি কেনা হয়েছে। বাচ্চাদের কাপড়চোপড় একটু বেশি লাগে, প্রায় ছয় মাস পর পর তাদের কোন না কোন কাপড়-চোপড় কিনতে হয়।

IMG_4856.jpeg

হাজব্যান্ড কার্ড দিয়ে বিল পে করছে। Clark থেকে তিন জোড়া জুতা কিনি বাচ্চাদের জন্য।ছোট মেয়ের জন্য দু’ জোড়া, আর বড় মেয়ের জন্য এক জোড়া।বড় মেয়ের জন্য আরও এক জোড়া পরে কিনতে হবে, কারণ এখন তার পছন্দ মত হয়নি। জুতাগুলি স্কুলের জন্যই কেনা।কারণ স্কুলে ২ জোড়া করে জুতা লাগে।একজোড়া নরমাল স্কুলে যাওয়ার জন্য, আর এক জোড়া শরীরচর্চার দিন লাগে।এই কোম্পানির জুতাগুলো খুবই এক্সপেন্সিভ, তিন জোড়া জুতার দাম নিয়েছে বাংলাদেশি টাকার প্রায় ১৬,০০০ টাকার মত। জুতাগুলো খুবই টেকসই ও মজবুত, সহজেই নষ্ট হয় না এবং পড়েও অনেক আরাম তাই ওদের বাবা অন্য কোথাও থেকে জুতা কিনে না এই কোম্পানি ছাড়া।

IMG_4863.jpeg

IMG_4871.jpeg

অবশেষে আসি তাদের খেলনার দোকানে।শপিং করতে আসলে খেলনা না নিলেই চলে না, অবশ্যই তাদের খেলনা দিতে হবে। উপরের জুতাটা দেখে মনে হচ্ছে সত্যিকারে জুতা। এটা খেলনা জুতা বক্সসহ। অনেক কিউট তাই না? তাদের খেলনার মধ্যে এই খেলনাটি আমার খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম।

IMG_4880.jpeg

বাসায় এসে পুতুলকে পড়িয়েছে জুতা জোড়া।

অবশেষে গ্রোসারি শপ থেকে কিছু কেনাকাটা শেষ করে আমাদের আজকের শপিং শেষ হয়। এরপরও আরো শপিং বাকি রয়েছে। কারণ বাচ্চাদের স্কুলের ড্রেস, ব্যাগ এবং আরও কিছু দরকারি জিনিসপত্র বাকি রয়েছে।আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে আবার যেতে হবে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

বাচ্চাদের হলিডে মানেই হচ্ছে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া,কেনাকাটা।বাচ্চাদের নিয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।আপনার পোস্টের মাধ্যমে দেখে নিলাম। খুব মন খুলে কেনাকাটা করলেন।আপনার মেয়ের খেলনার মধ্যে পুতুলটি খুব সুন্দর হয়েছে।পুতুলের জুতাও এতো সুন্দর ! দেখে সত্যি ই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। পরিবারের সকলের জন্য রইলো শুভকামনা।

 last year 

আসলে বাচ্চাটা খুব দ্রুত বড় হয় এজন্য তাদের জামা কাপড় ছয় মাস পর পর না কিনলে হয় না। দেখা যায় যে ৬ মাস পরতে পরতে জামা কাপড়গুলো ছোট হয়ে যায়। তাছাড়া বাচ্চাদের জুতাও খুব এক্সপেন্সিভ হয়। এজন্যই তো তিনটা জুতার দাম এত পরেছে। তাছাড়া খেলনা জুতাটি দেখে আমি তো ভেবেছিলাম যে এটিই হয়তো বাচ্চাদের জন্য কিনেছেন। পরে দেখলাম এটি খেলনা জুতা। খুব কিউট লাগছে দেখতে। যাক তিন ঘন্টায় অনেক শপিং করেছেন দেখছি। ভালো লাগলো আপু।

 last year 

বাচ্চাদের হলিডেতে কিন্তু তাদের একটু রিকরেশন প্রয়োজন। বেশ ভালোই করেছেন তাদের কে নিয়ে শপিং এ গিয়ে। এতে করে এদের মনমানসিকতার কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। কাপড় চোপড়, জুতা আর অন্যান্য শপিং করতে যেয়ে তো দেখছি বেশ কিছু টাকাই আপনার খরচ হলো। তবে ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ সুন্তর হয়েছে আপু।

 last year 

ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ ,তাহলে তো অনেক দিন।আসলেই সব বাচ্চারাই ছুটি কাটাতে বাইরে যেতে চায়,ঘরে একঘেয়েমি লাগে।আপনারাও বুকিং করে ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপু।আশা করি কেনাকাটা করে দারুণ মুহূর্ত পার করেছেন।আর পুতুলের জুতা জোড়া খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

 last year 

আপু সেখানে ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকে। তার মানে ৪২ দিন। চিন্তা করা যায়। এই দিন গুলো ঘোরাঘুরি করলে সারা লন্ডন ঘুরে ফেলা যাবে। এমন ভাবে বলছি যেন লন্ডন টা আমাদের গ্রামের সমান,হি হি হি। গত বছর এই ছুটিতে অনেক জাগায় ঘুরাঘুরি করেছেন সেই ফটো গুলো আমরা দেখিছিলাম। এবারও আশা করি দেখতে পারবো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29