ঋতু পরিবর্তনের সাথে সাথে চারিদিকে ফুলের চারার সমারহ

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।


IMG_1294.jpeg

ঋতু পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। তারপরও এখনো তাপমাত্রা ৭-৮ ডিগ্রির মতো রয়েছে। এইতো এই মাসের শেষের দিক থেকে তাপমাত্রা বাড়া শুরু হয়ে যাবে। এখন বড় বড় শপগুলোতে শুধু ফুলের চারার সমাগম।এখনই উপযুক্ত সময় চারা রোপণের। এদেশে 4-5 মাস খুব বেশি ঠান্ডা থাকে। আর এ সময় কোন ফুলের গাছই থাকে না। তাই নতুন করে সবাই এ সময় চারা রোপনের জন্য ব্যাস্ত হয়ে পড়ে। কারণ এটা চার রোপনের সিজন। এই সময়ে চারা রোপন করতে হয়। এদেশে বেশিরভাগ বাড়িগুলোর সামনে অথবা পিছনে প্রচুর জায়গা থাকে বাগান করার জন্য। প্রায় প্রতিটি বাড়ির সামনেই দেখা যায় ফুলের বিভিন্ন ধরনের গাছ। এমন কোন বাড়ি পাওয়া যাবে না যে বাড়ির সামনে কোন ফুলের গাছ নেই। এদেশে প্রায় প্রতিটি মানুষই বাগান করতে খুব ভালোবাসে। বিশেষ করে ফুলের বাগান। আর যেহেতু বাড়ির সামনে জায়গা রয়েছে সেখানে ফুলের গাছ না থাকলে কেমন দেখা যায় তাই না? আমার বাসায়ও পেছনে আর সামনের বাগানের দু’জায়গায়ই নানান রকমের ফুলের গাছ লাগিয়ে থাকি। যা প্রতি বছর আপনাদের সাথে শেয়ার করে থাকি।এ বছরও প্ল্যান রয়েছে নানান ধরনের ফুলের গাছ লাগানোর। হাজবেন্ড অলরেডি অনেকগুলো ফুলের চারা নিয়ে এসেছে বাগানে লাগানোর জন্য।

IMG_1232.jpeg

IMG_1231.jpeg

IMG_1233.jpeg

IMG_1230.jpeg

IMG_1234.jpeg

IMG_1229.jpeg

উপরের ছোট ছোট এই ফুলের গাছগুলো হাজবেন্ড কিনে এনেছে। এখনো লাগানো হয়নি। এই ফুলের নাম হচ্ছে প্রায়মূলা।কি চমৎকার এই ফুলগুলো, কত রকমের কালার রয়েছে এই ফুলের। ফুলের গাছগুলো যখন বাগানে লাগাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব।

কিছুদিন আগে যখন বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তখন স্কুলের পাশে একটি শপের সামনে দেখলাম অনেকগুলো চারা রেখে দিয়েছে বিক্রির জন্য।এরপর শপের ভিতর গিয়ে দেখি শুধু চারা আর চারা। চেনা অচেনা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ গুলো দেখতে পেলাম। কিন্তু হাতে বেশি সময় ছিল না তাই আর সেখান থেকে কিনে আনা হয়নি। বাইরে যে ফুলের গাছগুলো রেখে দিয়েছিল সেগুলোর কিছু ছবি তুলে নিলাম। চলুন তাহলে সেই ফুলের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_1166.jpeg

IMG_1167.jpeg

IMG_1168.jpeg

IMG_1165.jpeg

IMG_1162.jpeg

IMG_1163.jpeg

IMG_1164.jpeg

এই ফুলগুলোর দাম সবচেয়ে বেশি। বাংলাদেশি টাকার প্রায় ৩০০০ টাকার মত হবে একটি পট।

IMG_1161.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আপু আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনার পোস্টটি পড়ে যা বুঝতে পারলাম ফুল গাছ লাগানোর প্রতি আপনি খুব আগ্রহী। এবং আপনার হাজবেন্ড আপনাকে ফুল গাছগুলো এনে দিয়েছে এটা শুনে অনেক ভালো লাগলো। শপের বাইরের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগছে। সব মিলিয়ে অসাধারণ ফটোগ্রাফি হয়েছে।

 5 months ago 

শীতের সিজন প্রায় শেষ তাই তাপমাত্রা বাড়তে শুরু করেছে আর বাড়ির সামনের জায়গায় বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। আপনার পোস্ট পড়ে যা বুঝতে পারলাম এই সিজনে প্রচুর পরিমাণে ফুলের গাছ রোপন করা হয়। তবে একটি ফুলের গাছ যে বাংলাদেশী টাকায় ৩০০০ টাকা হতে পারে সেটা জেনে রীতিমত অবাক হলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হ্যা আপু এই শীতের সিজন শেষে এখন চারদিকে সবুজ প্রকৃতির সমাহার ৷ যার কারনে এখন চারা রোপন করার উপযুক্ত সময় ৷ যা হোক ভাইজান যে এতো এতো ফুলের চারা রোপন করছে দেখে অনেক ভালো লাগলো ৷ নানা রকম ফুল কালার সবমিলে ছাদে নিশ্চয়ই অনেক দেখা যাচ্ছে ৷
ভালো লাগলো ভিন্ন ভিন্ন রকমের ফুল দেখতে পেয়ে ৷

 5 months ago 

আমারো বাগান করা শখের মত,ফুল গুলো দেখে মনে হচ্ছে যদি এদেশে পাওয়া যেত তাইলে আমার বাগানে জায়গা পেত। অনেক সুন্দর ফুল গুলো। দামি ফুলগুলোই কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে।আপনার বাগানে ভাইয়ার আনা ফুল গুলো জায়গা পাওয়ার পর কেমন লাগে তা দেখার অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু আপনাদের ওখানে ৪/৫ মাস শীত অনুভূত হলে ও বাকি সময় স্বাভাবিক থাকে।শীতে গাছ,ফুল না থাকলেও এরপরে সবাই নতুন করে গাছ লাগানো শুরু করে।আর তাইতো ভাইয়া গাছ লাগানোর জন্য নতুন চারা গাছ নিয়ে এসেছে।এছাড়া শপের বাইরের কিছু চারা গাছের ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি সকাল সকাল চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সিজন চেইঞ্জ হলেই নতুন নতুন সব কিছু চলে আসে। আর যেহেতু বাহিরের দেশে তাহলে তো আর নতুন কিছু। যতোগুলো ফটোগ্রাফি দেখেছি সব গুলো অসম্ভব সুন্দর ছিলও।আর সব গুলো মনে হয় নতুন দেখছি।কি অদ্ভুত রকমের ফুল।আপনার বাগানে লাগানোর পরে কেমন দেখাচ্ছে অবশ্যই ফটোগ্রাফি পোস্ট চাই আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

৭/৮ ডিগ্রি তাপমাত্রা তাহলে তো এখনও শীত আছে।আসলেই ঐদেশের বাড়িগুলোতে প্রায় সব বাড়িতে ফুলের বাগান রয়েছে। ভালোই লাগে দেখতে।আপু আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার। আসলে ফুল মানেই সুন্দর। কালারগুলোও অনেক সুন্দর সুন্দর। দেখলেই প্রান জুড়িয়ে যায়।৩০০০ টাকা তাহলে তো অনেক দাম।এই টইপের ফুল গাছ মনে হয় এখানের একটি নার্সারি,সঠিক ভাবে বলতে পারছি না।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঋতু পরিবর্তনের সাথে সাথে চারিদিকে ফুলের সমরাহ দেখে সত্যি নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু বছরের অনেকটা দিন সেখানে প্রচুর শীত থাকে আর শীত থাকার কারণে ফুলের গাছগুলো মারা যায়, নতুন করে আবার চারা রোপন করে ফুলের বাগান তৈরি করা হয়। যাইহোক আপনার হাসবেন্ড কিছু ফুলের চারা গাছ কিনে নিয়ে এসেছিল এবং আপনিও বাচ্চাদের স্কুলের পাশ থেকে চারাগাছ কিনতে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। সত্যিই ফুলের এই চারা গাছ গুলো দেখতে অসাধারণ দেখাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্টে বিভিন্ন প্রকারের ফুলের চারার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার হাজবেন্ডের ক্রয় করা ফুলের চারা গুলো দেখে এবং ফুলের নামটি জানতে পেরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাদের দেশে তো বেশিরভাগ সময় অতিরিক্ত ঠান্ডা থাকে এই অতিরিক্ত ঠান্ডার কারণে ফুল গাছগুলো কিভাবে বাঁচবে । মেয়েকে স্কুলে থেকে আনার সময় দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন । চারাগুলো দেখেই ভালো লাগছে । কত সুন্দর সুন্দর ফুল এই ধরনের ফুল গুলো আমাদের দেশে সব পাওয়া যায় না । ফুলগুলো এখনো পুরোপুরি ফোটে নি তারপরও দেখতে কত ভালো লাগছে ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43