ব্রাইটন সমুদ্রসৈকত ভ্রমন, পর্ব : ১ (10 beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পরিবারসহ ব্রাইটন সমুদ্রসৈকতে ভ্রমন করতে গিয়েছিলাম, সাথে ছিল আমাদের আরেকটা পরিবার আমার ভাসুর ও তার পরিবার। এই সমুদ্র সৈকত ইউকের অন্যতম প্রধান জনপ্রিয় একটি সৈকত। অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু সময়ের অভাবে তা আর পেরে উঠতে পারিনি । বেশিরভাগ সময়ই আমরা এই সময়টিতে বাংলাদেশে যাই কারণ এই সময় স্কুল হলিডে থাকে , স্কুল বন্ধ থাকে প্রায় ছয় সপ্তাহ। এই সময় এখানকার ওয়েদার একটু গরম থাকে আর অন্য সময় ঠান্ডা থাকে, তাই এটাই সবচেয়ে উপযুক্ত সময়।

D7C9A355-49CA-45CD-B647-FBFFFF09A2C9.jpeg

ব্রাইটন সমুদ্রসৈকত আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, প্রাইভেটকারে গেলে ৪০ মিনিট সময় লাগে ট্রেনে গেলে প্রায় এক ঘণ্টা সময় লাগে, আমরা প্রাইভেটকারে গিয়েছিলাম।সকাল ১১ টার মধ্যেই আমরা রেডি হয়ে যাই এবং সাথে কিছু প্রয়োজনীয় কাপড়-চোপড় এবং খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলাম।কারন ফিরতে অনেক দেরি হয়েছিল সব কিছু ভিজিট করে ফিরে আসতে।তাছাড়া আমাদের প্লানই ছিল সারাদিন ঘুরা। যাত্রাপথে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করলাম।

F3F66BEA-CCDD-4A36-A4CD-9D99277E39DB.jpeg

79341745-0BCA-49CF-9547-1CEAB69E38E5.jpeg

8FED77E4-69A1-4F41-B5BC-572E5B87AFF1.jpeg

C729D8EC-12D1-4FC6-99DD-DF5F6BC06C54.jpeg

117950B0-C37D-416D-A953-1DF9DDB00EA4.jpeg

29B16904-C446-4865-8236-3AFEB120ECA9.jpeg

D85AEE97-B98B-4AEB-9144-40C27E1413AD.jpeg

A3417467-D8CB-41D2-BD94-1FCB0A4F6B23.jpeg

38F98015-1422-4874-A824-0D0BD8EDEAF3.jpeg

অবশেষে পৌঁছে গেলাম ব্রাইটন সমুদ্রসৈকতে। তবে এই সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের চেয়ে অতো দীর্ঘ নয়। কিন্তু তারা অনেক সুন্দর ভাবে একে সাজিয়ে ও পরিপাটি করে রেখেছেন ভ্রমণপিয়াসী লোকজনের জন্য যা আপনাদের মুগ্ধ না করে পারবেনা। আমার এই ভ্রমণটিকে দুটি পর্বে ভাগ করেছি, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর আয়োজন রয়েছে তা একদিনে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি চাই এখানের সবকিছু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সমুদ্র সৈকতের আশপাশের সুন্দর আয়োজনকে আর আর আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাবে মূল সমুদ্র সৈকতে।

89C3E7E3-C21A-4CA2-B4CB-0AF28BEF42F4.jpeg

CF362D44-384A-4CC2-8166-1A0B2291284A.jpeg

1167AF59-713D-42E8-B4FA-D6F7C0795776.jpeg

5C667BBA-6E64-4A2C-957B-BEB2340D6199.jpeg

4A696A1E-2706-4EA8-BF84-90CDF8EF09F2.jpeg

B378970B-F3E5-4BBD-BF24-ACD97E18E7FD.jpeg

7A0174D5-B61F-4DFF-9DAD-B58F4148D118.jpeg

EE18F2FA-1367-4AE9-A7F1-B80FDA72681F.jpeg

26EE5607-26C4-493F-969C-360FAE5E20AE.jpeg

A530F14D-8BF6-47FC-B321-0E22794E8BB2.jpeg

2A3A174C-4E9F-44D1-9316-CB8E3C5E24D1.jpeg

0DA5CADD-AED8-4DFC-81F8-3F4B77BA08C2.jpeg

3B25496C-CB7C-4857-9777-548DFDE1E504.jpeg

B5F8CE76-AA64-4457-9D52-105746F06066.jpeg

11B1C16F-1692-4663-857A-544C6C4BBCD7.jpeg

BCC34957-DA23-4FA3-87CD-620F4C692698.jpeg

9A7B3124-C730-4682-BE03-FD5B28EEB2FA.jpeg

B63955CB-3E04-4E92-BFDE-D2F1FABD3CDC.jpeg

1DE3A2CC-C37E-4406-8949-ABAF9C14EDBD.jpeg

0F6801EB-0EB5-4791-B3F0-6E07EBFF6C9A.jpeg

আজকের দিনটি বাচ্চাদেরকে নিয়ে খুব উপভোগ করেছি, তাছাড়া আজকে একটি বিশেষ দিন ছিল, তা ছিল আমার জন্মদিন, দিনটি ভালই কেটেছে সবাইকে নিয়ে।

what3words address:
https://w3w.co/small.attend.tone

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

জায়গাটি অনেক সুন্দর। পর্যটকদের দেখার জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু দেখছি ভ্রমনে ভ্রমণ।শুধুই মজাই মজা।জায়গাটি খুব সুন্দর।ধন্যবাদ আপু আপনার সুন্দর মুহূর্তগুলি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপাতত ভ্রমন শেষ, কালকে থেকে বাচ্চাদের স্কুল শুরু হবে, অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

দারুন জায়গা ভ্রমন করার জন্য, এই রকম জায়গায় ভ্রমন করার সাথে সাথে মন ভালো হয়ে যাবো। পিচ্ছিগুলো মনে হচ্ছে খুব উপভোগ করেছে। আপনার মতো এই রকম আমিও করি, যখনই কোথায় যাই, গাড়ীতে বসে ফটোগ্রাফি শুরু করে দেই। অনেকেই দেখলাম জ্যাকপটে ব্যস্ত, এটাতো ঐখানে খুব বেশী চলে, তাইনা। আচ্ছা আপনি কি কোনদিন জ্যাকপট চেষ্টা করেছেন? হি হি হি

 3 years ago 

কি বলেন হাফিজ ভাই আপনার কি তাই মনে হয়? এটি একটি জুয়া।ঠিকই বলেছেন এটি এই দেশে খুব চলে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

হ্যা, কিন্তু তাদের দেশেও তো এটা জনপ্রিয় খেলা এবং তারা সবাই এটা নিয়ে আনন্দ করে, তাই না? তবে আমরা করি না, ভালো মানুষ বলে কথা, হি হি হি

 3 years ago 

একদম ঠিক।

 3 years ago 

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।প্রাকৃতিক দৃশ্য গুলি খুবই চমৎকার।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। ভ্রমন বা ঘুরাঘুরি করার জন্যে খুবই ভালো একটি স্থান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্যে

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

ব্রাইটন এটা ইপিএল এর একটি ক্লাব। এর পূর্বে এদের খেলা দেখেছি। আজ ব্রাইটন শহর টাকে দেখলাম। এবং সমুদ্র সৈকত টাও অসাধারণ। খুব ভালো হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।

 3 years ago 

জেনে ভালো লাগলো আমার মাধ্যমে আপনি ব্রাইটন শহরটি দেখতে পারলেন ,ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু🙂🙂

 3 years ago (edited)

খুব সুন্দর কিছু মুহূর্ত। দারুন লেগেছে আমার কাছে। ফটোগ্রাফি গুলিও চমৎকার ।

 3 years ago 

শুভ জন্মদিন আপু।কালতো আপনি অনেক ব্যাস্ত ছিলেন তাই আপনাকে পেলামও না আর শুভেচ্ছা জানাতেও পারলাম না।জায়গাটা অনেক সুন্দর দেখে যেতে মন চাইছে।থাক আমরা যেতে না পারলাম বাচ্চারা অনেক আনন্দ করছে।প্রত্যেকটা ছবি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

ছবি গুলো দেখেই বুঝা যাচ্ছে ভাল কিছু সময় পার করেছেন এইখানে। জায়গাটিও অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে সেয়ার করার জন্য।

 3 years ago 

সমুদ্র সৈকতটি অনেক পরিপাটি ও গোছানো। আপনার ক্যামেরার মাধ্যমে তোলা আশেপাশের সব গুলো ছবি অনেক চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর দৃশ্য গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61067.28
ETH 3381.84
USDT 1.00
SBD 2.47