লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ৫ , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইংল্যান্ডের আবহাওয়া এখন খুবই হট, এই দুই তিন দিন ধরে খুব বেশি গরম পড়ছে।তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রির মধ্যে রয়েছে।50 বছরের মধ্যে ইংল্যান্ডবাসীরা এধরনের একটানা গরম Summer কখনো পাইনি। বৃষ্টিপাতের কোন লক্ষনই নেই, এভাবে গরম আরো দুই এক মাস থাকতে পারে। ভূগর্ভে পানির পরিমাণ কমে এসেছে, তাই বিভিন্ন স্থানে সতর্কবার্তা পাঠানো হয়েছে পানির জন্য কম ব্যবহার করা হয়। এখন শুধু অপেক্ষায় রয়েছি কবে বৃষ্টির মুখ দেখবো।

যাই হোক লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ৫ম পর্ব নিয়ে হাজির হলাম এবং London sea life এর শেষ পর্ব আজ।আগেই বলে রেখে ছিলাম জানা-অজানা, নানান ধরনের সামুদ্রিক মাছ, সামুদ্রিক জীব জন্তু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে চমৎকার এই স্থানটি। বাচ্চারা বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য বিশেষ কিছু কিছু বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে,আশা করি আপনাদের ভালো লাগবে।

3075F5E4-EF47-4CD1-B1E2-06D64ACF11B2.jpeg

CED8143D-3A68-44F1-98A7-77797DEDB0B7.jpeg

বাচ্চারা ভিডিও উপভোগ করছে।৭/৮ মিনিট, জন প্রতি ৫ পাউন্ড করে।

AFBC5B66-3464-4479-B857-0921291F386B.jpeg

6BBEA08E-763E-423B-A1DB-E4F8B5171D3A.jpeg

1CB6844A-FC5D-4EA2-B51F-E58DFC805A95.jpeg

পেঙ্গুইন গুলো কাছ থেকে দেখতে খুবই ভালো লাগছিল, গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছিল।

AB766C19-1F75-4A9D-90A4-B76ECE49545B.jpeg

770D5051-3982-4433-8BFA-ADD3B7933E19.jpeg

945EF96E-37A1-4021-9A8A-CF9D24AD880A.jpeg

বড়-ছোট মিলে ঝাঁকে ঝাঁকে মাছ দেখতে ভালই লাগছিল।

8D5B068D-5E7A-4F1A-80F0-6F3A0F24F4E1.jpeg

বলুনতো এটি কি মাছ? দেখতে খুবই অদ্ভূত লাগছে তাইনা?

5B552190-53D7-480E-A9DB-C4B69E019238.jpeg

এটি Sea-horse, এর নাম অনেক শুনেছি। কিন্তু কখনো দেখা হয়নি, খুবই ভালো লাগলো কাছ থেকে দেখে।

7DBF6FDE-2F9B-4F93-A072-27214576D2F6.jpeg

037981E6-7DCD-4024-A42E-0F0087D86EE1.jpeg

8044C72D-15F8-40F7-9871-1F58CF198AB4.jpeg

এটাকে সবাই চিনতে পেরেছেন তাইনা? কারণ এটি খুবই কমন, সবাই চিনে তাকে।

9CDB86FB-63A0-400E-B83B-67B5EB247316.jpeg

9CD46F14-C370-4351-8963-87BFE9259217.jpeg

নাম না জানা এই মাছটির মুখটি দেখুন, কি ভয়ানক তাই না?

বন্ধুরা শেষ হয়ে গেল লন্ডন সি লাইফ এর পর্ব গুলো।কেমন লেগেছে? আশা করি আপনারাও উপভোগ করেছেন ।পরবর্তী পর্বে আপনাদের কে নিয়ে যাব লন্ডন মাদাম তুসোতে, এটি একটি মিউজিয়াম যেখানে বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি গুলো সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হয় অবিকল যেন মানুষ।

what3words address:

https://w3w.co/verse.value.front

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে লন্ডনের ঐতিহ্যবাহী কিছু দর্শন পরিদর্শন করতে গিয়ে সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করেছেন এর আগের পর্বগুলো আমি দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে লন্ডনের কিছু ঐতিহ্যবাহী ছবি তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান সব জায়গাতে তাপমাত্রা অনেক বেশি প্রচন্ড গরমে সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। যাই হোক লন্ডনের সি লাইফ পর্বগুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ছিল আপনার করা ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

লন্ডন সি লাইফ এর পর্ব গুলো দেখে খুবই ভালো লাগলো।ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালে লেগেছে। বিশেষ করে পেঙ্গুইন, মাছের ছবি আমার কাছে বেশী ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি ও মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জায়গা টি অনেক সুন্দর।আপনারাও অনেক উপভোগ করেছেন দেখে ভাল লাগল।সমুদ্রের তলদেশ সব সময়ই কৌতুহল এর।ধন্যবাদ সুন্দর মুহুর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু বিগত পর্বগুলোতেও খুব চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম, আর সেটি আপনার পরিদর্শনের কারণেই দেখতে পাওয়া গেছে। এবারও খুব চমৎকার ফটোগ্রাফি উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

৩৫ /৩৬ ডিগ্রি গরম হলে তো ইংল্যান্ডের অবস্থা এখন বাংলাদেশের মত। আমরা তো এরকম গরমে অভ্যস্ত ।আপনাদের অবস্থিত নিশ্চয়ই খারাপ হয়ে যাচ্ছে।
London sea life দেখে আমারই তো মনে হচ্ছে একবার গিয়ে ঘুরে আসি। এত সুন্দর জায়গায় গেলে বাচ্চারা তো খুশি হবেই। আপনার মাধ্যমে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বলুনতো এটি কি মাছ? দেখতে খুবই অদ্ভূত লাগছে তাইনা?

এই চিত্রটি দেখে সত্যি অনেক অবাক হয়েছিলাম আপু। যাই হোক আমার কাছে কিন্তু ভালো লেগেছে। কচ্ছপের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। হয়তো এরকম কোন জায়গায় যাওয়ার সুযোগ হবে না। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি আপনার পরিবার সহ অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপু।

 2 years ago 
সামুদ্রিক যেকোন প্রানীই দেখতে অনেক অদ্ভুত লাগে। কিছু কিছু প্রানী দেখতে ভয় লাগে আবার কিছু প্রানী দেখতে অনেক কিউট লাগে। আপনার শেয়ার সবগুলো প্রানীই দেখতে ভাল লাগছে। শেষের ছবিতে মাছের মুখটি দেখতে অদ্ভুত দেখালেও মাছের রঙটা অনেক সুন্দর।

বলুনতো এটি কি মাছ? দেখতে খুবই অদ্ভূত লাগছে তাইনা?

যে-ই ডিজাইন টা করেছে তাকে বাহবা দিতে হবে। অনেক ক্রিয়েটিভ একটা বেপার। আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

যাক মনে হচ্ছিল লন্ডনের কেউ এখানে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে। আজ এক সপ্তাহ ধরে সামান্য ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। তবে ঝুম বৃষ্টি হলে ভালো লাগে।

এটি কি মাছ? দেখতে খুবই অদ্ভূত লাগছে তাইনা?

কিভাবে সম্ভব। ভিতরে ডুকার জন্য জায়গা খালি আছে?

 2 years ago 

লন্ডনেরও এই একই অবস্থা শুনে একটু ভয়ই হচ্ছে। আপনার জন্য বেশ অনেক কিছু প্রথমবার দেখতে পেলাম। কত আশ্চর্য আছে এই পৃথিবীতে। তবে শেষের মাছটা আমার কাছে মনে হচ্ছে প্রাণহা মাছের মতো। এবং পেঙ্গুইন টা দেখে সত্যি অবাক হয়েছি। দারুণ ছিল আপনার পোস্ট টা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42