লন্ডনে কুকুরের উপদ্রব এবং কুকুর ও মনিবের মধ্যে সম্পর্ক

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একেবারে ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। হ্যাঁ বন্ধুরা কয়েক মাস দিন ধরে লন্ডনে কুকুরের উপদ্রব খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। কুকুরগুলো রাস্তায় অচেনা কাউকে পেলেই তার উপরে আক্রমণ চালাচ্ছে। বেশ কিছু লোকজন কুকুরের কামড়ে আহত হয়েছে। মানুষজন এখন ঘর থেকে বের হতেই ভয় পায়।এর আগে কখনো এ ধরনের খবর শুনিনি। আমি এই প্রথম শুনলাম নিউজ এ। গতকাল নিউজে দেখলাম বেশ কিছু লোকজন আহত হয়েছে কুকুরের কামড়ে। এছাড়া আরো দেখলাম এক বাংলাদেশী বয়স্ক লোক ৭০ বছর বয়স হবে আনুমানিক তিনি যখন ইস্ট লন্ডন মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরছিলেন তখন আক্রান্ত হন কুকুরের কামড়ে। তার বুকের উপর ঝাপিয়ে এসে বেশ কয়েকটি কামড় দিয়েছে।পরে হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় এসে বেড রেস্টে রয়েছেন।ছোট বড় কাউকেই ছাড়ছে না এই কুকুরগুলো। যদিও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে এসব কুকুরের মালিকদের ওপর কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না।

IMG_4699.jpeg

Copyright free image

এদেশের বেশিরভাগ মানুষই কুকুর পোষে। রাস্তায় যখন বের হয় তখন প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জন মানুষের সাথে কুকুর থাকে। তারা কুকুরের খুব বেশি যত্ন নেয় এবং তারা তাদেরকে নিজের সন্তানের মতই দেখে। সকাল ও বিকালে কুকুর নিয়ে তারা রাস্তায় বের হয়।এ দেশের সরকার কুকুরদের জন্য আলাদা পার্কের ব্যবস্থা করে দিয়েছেন। লোকজন তাদের কুকুরকে সেই পার্কে নিয়ে যায় ঘুরে বেড়াতে। তবে সাধারণ পার্ক গুলোতে কুকুর নিয়ে যাওয়া এলাও নয়, যদি কেউ নিয়ে আসে তাহলে তাকে ফাইন দিতে হয়। কুকুরদের জন্য বিশেষ হোটেলও রয়েছে। যখন তারা হলিডেতে যায় তখন কুকুরগুলোকে হোটেল গুলোতে রেখে যায় ভাড়া দিয়ে। বড় বড় দোকানগুলোতে কুকুরের জন্য বিভিন্ন ধরনের খাবারের সমাহার দেখা যায়। কুকুরের জন্য সব সময় ভালো ভালো খাবার কিনে রাখে ঘরে। নিজের পছন্দের খাবারও শেয়ার করে তার সাথে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিয়মিত গোসল করায়।তাদের যত্ন দেখে মনে হয় যেন তাদের নিজের পরিবারের একজন সদস্য। আর কুকুরগুলো ও তার মালিকদের জন্য তার নিজের জীবন পর্যন্তও দিয়ে দেয়।খুব বেশি ভক্তি করে তার মনিবকে। একটি করুণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি।এই ঘটনাটি জানতে পেরেছি নিউজ এর মাধ্যমে। লন্ডনে একটি লোক তার কুকুর নিয়ে রাস্তায় হাঁটছিল। হঠাৎ করে পুলিশ এসে তাকে এরেস্ট করে, হয়তো কোন অপরাধ ছিল তার। কিন্তু ওই মুহূর্তে কুকুরটি কোনভাবেই তার মালিককে ছাড়ছিল না। এরপর পুলিশ কর্মকর্তারা কুকুরটির সাথে জবরদস্তি করে। ওই সময় কুকুরটি তেরে ওঠে পুলিশের উপর। তখন পুলিশ সামলাতে না পেরে কুকুরটিকে কুকুরের মালিকের সামনেই গুলি করে হত্যা করে।সত্যি যা ছিল একটি করুন দৃশ্য মালিকের চোখে।এটি মেনে নেওয়া খুবই কষ্টকর ব্যাপার। যা মোটেও কাম্য ছিল না পুলিশ কর্মকর্তার হাতে কুকুরটি হত্যা হওয়া। নিউজটি শুনে খুবই খারাপ লেগেছিল।

যাইহোক আমি ইংল্যান্ডে এত বছর রয়েছি কিন্তু কখনোই রাস্তায় হেঁটে যাওয়ার সময় কোন কুকুরের খারাপ কিছু দেখিনি।কখনো কোন কুকুর তেড়ে আসেনি। খুব ভদ্রভাবে তারা মালিকের সাথে রাস্তায় হেটে যায়। জানিনা লন্ডনে ওই সকল কুকুরের কি সমস্যা হয়েছে? আশা করি খুব দ্রুতই তার সমাধান হয়ে যাবে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

ইংলিশ মুভি গুলোতে দেখা যায় এরা কুকুর কে কতোটা যত্ন করে।অনেকটা নিজের সন্তানের মতোই করে।হঠাৎ কি এমন হলো কুকুরদের এমন আচরন করছে।যাক আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম।আশাকরি দ্রুত এর সমাধান হয়ে যাবে। আপনারা নিরাপদে বাইরে যাবেন।অনেক শুভকামনা রইলো আপু আপনার আর আপনার পরিবারের উপর।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমিও এটা শুনেছি যে লন্ডনে কুকুরদের কে বেশ যত্ন করা হয়। কিন্তু কুকুরদের জন্য যে হোটেল আছে, পার্ক আছে এবং দোকানে দোকানে খাবারের সমাহার আছে সেটা কিন্তু শুনিনি। তবে কুকুর কিন্তু প্রভু ভক্ত। তারা তার মালিকের জন্য সবই করতে পারে। এটাই হলো কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য। বর্তমানে লন্ডনে কুকুরদের যে পরিস্থিতি বললেন আমিও বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। বিষয়টি শুনে বেশ খারাপই লাগলো। আশা করব অতি তাড়াতাড়ি এ ধরনের পরিস্থিতি থেকে সবাই রক্ষা পাবে।

 last year 

তবে কথা হলো আমাদের দেশের অবস্থাও কিন্তু মাঝে মাঝে এই রকম হয়ে যায়, আমার ছেলে সকালে মাদ্রাসায় যেতে ভয় পেতো শুধুমাত্র এই কুকুরের জন্য। যার কারনে প্রায় তার সাথে আমাকেও মাদ্রাসা পর্যন্ত যেতে হতো। তবে আমাদের দেশে মাঝে মাঝে কুরুক নিধন কার্যক্রম পরিচালনা করে নিয়ন্ত্রন করার চেষ্টা করা হয় কিন্তু। কাহিনীটি সত্যি বেশ নির্মম ছিলো, যাক আপনার এখন পর্যন্ত সমস্যা হয় নাই শুনে ভালো লাগলো।

 last year 

বাংলাদেশের অবস্থা তো আরও বেশি খারাপ কারণ সেখানে কুকুর গুলো যেখানে সেখানে নিজের ইচ্ছায় ঘুরে বেড়ায়। কিন্তু এ দেশে কোন কুকুর একা ঘুরা ফেরা করেনা, কুকুরের মালিক সাথেই থাকে। কুকুরের মালিক কুকুরের গলায় দড়ি বেঁধে রাস্তায় হাঁটতে বের হয়।এ কারনে এ দেশে কুকুর দেখে এত ভয় পাইনা। কিন্তু লন্ডনে ওই ঘটনাগুলো কিভাবে ঘটেছে তা চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

কুকুরের উপদ্রব সত্যি অনেক মারাত্মক ব্যাপার। অচেনা মানুষের উপর হামলা করে মানুষকে বেশ আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে তারা। কিন্তু মালিকের সামনে পুলিশ কর্মকর্তা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেছে এই বিষয়টি সত্যি অনেক কষ্টের। যাইহোক কুকুরের উপদ্রব যাতে কমে যায় এই প্রত্যাশাই করি। আশা করছি খুব দ্রুতই সঠিক সমাধান বের হবে। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম।

 last year 

আপু আমারও একটি কুকুর ছিল যাকে আমি খুবই আদর যত্ন করতাম। তবে হঠাৎ করেই একদিন তার কি এমন হয়ে গেল, সে সকলকে কামড়ে দিতে শুরু করেছিল। আর এরকম পরিস্থিতি দেখে আমার চোখের সামনে আমার কুকুরটিকে, আমার প্রতিবেশী এক ভাই বাঁশ দিয়ে আঘাত করে মেরে ফেলেছিল। আর এই দৃশ্য আমি স্বচক্ষে দেখে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ভীষণ কষ্ট হয়েছিল আমার সেই মুহূর্তে, তবে যাদেরকে কামড়ে দিয়েছিল তাদের কথা চিন্তা করে হয়তো পরিস্থিতিটাকে মেনে নিতে হয়েছিল। আজ অনেকদিন পর আপনার পোস্টে কুকুর ও পুলিশের কাহিনী শুনে, সেই ঘটনা মনে পড়ে গেল। যাইহোক আপু, লন্ডনে কুকুরের উপদ্রব যেন খুব দ্রুতই সমাধান হয় এই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56768.45
ETH 2391.62
USDT 1.00
SBD 2.28