লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ১৭

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ১৭ তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমরা লন্ডন বিগ বাসে ভ্রমণ করে লন্ডন শহরের অনেকটা অংশ ঘুরে যে সকল ফটোগ্রাফি তুলেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকগুলো ফটোগ্রাফি তাই এই পর্বটিকে কয়টি ভাগে ভাগ করেছি। আসলে লন্ডন বিগ বাস এ ভ্রমন শুধু টুরিস্টদের জন্যই করা হয়েছে। কারণ অল্প সময়ে টুরিস্টদের জন্য লন্ডনের বিশেষ কিছু স্থান ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের এই বাসে ওঠার খুব শখ ছিল তাই তাদের শখ পূরণ করে ফেললাম। এ বাসে উঠতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে, জনপ্রতি £25 (বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা) করে, অবশ্য বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা কম। পুরা দুই ঘন্টা বাসে ঘুরানো হয়, খুবই ধীরে ধীরে বাসগুলো চলে, সবকিছু ভালোভাবেই দেখা যায়।বিশেষ কিছু স্থান দিয়ে এই বাসগুলো চলাচল করে থাকে।অনেকগুলো বাস দিয়ে এই সার্ভিস গুলো দেয়া হয়। আজকে আপনাদের সাথে প্রথম পর্বটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পর্বগুলো দেখলে পুরো লন্ডন শহরটা আপনারাও একনজরে দেখে ফেলতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

8537C926-5146-43A1-AF84-FE85FB4828EF.jpeg

আমরা সকলেই দোতলায় উঠে ছিলাম, কারণ দোতালায় উঠলে চারিপাশ খুব সুন্দর ভাবে দেখা যায়। এছাড়া উপরে কোন ছাদ ছিল না, দারুন লাগছিল ঘুরতে।

7D91C2AA-A583-4D86-BB3A-F580DFE737F1.jpeg

3311D6D1-32EF-4B68-8EAD-74F446961B14.jpeg

B2B8C323-1AB2-47A4-AE42-0B17C8AD8BAE.jpeg

উপরের ফটোগ্রাফি গুলো ট্রেন স্টেশনের।আমরা সকলেই বাসা থেকে ট্রেনে করে গিয়েছিলাম সেখানে।

3A20C92F-159C-4C8E-BC44-C6B11F090809.jpeg

4A994BE6-3269-49BF-B501-D784277F04B7.jpeg

985F8702-3AD6-43C3-9DA9-06DE56AFE4BC.jpeg

C596645F-594E-471A-8D41-2038398FE802.jpeg

9F1F7229-A4F5-4859-9949-1BB6C243CF0F.jpeg

895F96A2-BF13-4685-B529-B2941C1E5AC9.jpeg

দেখুন এখানে বিনোদনের ব্যবস্থা আছে, কেউ ইচ্ছে করলে গান শুনতে পারবে। গানের ফাঁকে ফাঁকে আবার স্থান গুলির বর্ণনা দেয়া থাকে কোন জায়গায় আপনি অবস্থান করছেন।এখানে মোট ৪ টি ল্যাঙ্গুয়েজ সেট করা আছে, বাংলা নেই কিন্ত। আপনি আপনার পছন্দমত ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারবেন। প্রত্যেককেই একটি করে হেডফোন দেয়া হয়।

102DA686-BC03-45E9-A85E-AC02EE57CCF1.jpeg

AA47570B-AB44-436A-9BB7-9B4564C5B2E4.jpeg

CE07EDD5-476D-4F98-9E63-E4DFEFA31002.jpeg

722A9A57-AB9B-4996-8FC8-F4A97E37D079.jpeg

98E48209-25C3-42ED-95AE-5661DE35CAC2.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে আপু আপনি এবং আপনার বাচ্চারা টুরিস্ট বাসে করে দর্শনীয় স্থানগুলো দেখতে বেরিয়েছেন এবং সেটা খুবই মজাও আনন্দ করে উপভোগ করেছেন। সেই সাথে বাসের ভিতরে খুবই চমৎকার বিনোদন থাকার কারণে আরও বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল একেবারে চোখ জুড়ানো ফটোগ্রাফি ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হব, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
আসলে আপনার পোস্টগুলো আমার কাছে জ্ঞানের প্রতীক মনে হয়। কারন আমরা ঘরে বসেই অন্যদেশের কৃষ্টি কালচার ও দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারছি।অবশ্য বর্তমানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও জানা যেতে।তবে আপনার মতো এতো সুন্দর করে নয়।যাই হোক, বাচ্চাদের সখের পাশাপাশি আপনি ও দারুণ উপভোগ করেছেন এবং পাশাপাশি আমাদের মাঝে সুন্দর ও চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করেছেন।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার ভাবে লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন করে সেগুলোর দৃষ্টিনন্দন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

এ বাসে উঠতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে, জনপ্রতি £25 (বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা) করে

ভাবা যায় একটা বাসের টিকিটের মূল্য ৩০০০ টাকা! যদিও ছাদ খোলা বাসে টুরিষ্ট জায়গায় বেড়াতে বেশ মজা লাগে। একটু বাড়তি মজা নিতে গেলে টাকা তো একটু গুনতেই হবে। ভ্রমণ টা বেশ উপভোগ করেছেন বোঝা যাচ্ছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন একটু বাড়তি মজা নিতে গেলে টাকা একটু বেশিই গুনতে হয়, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লন্ডনের ঐতিহ্যবাহী জায়গায় সৌন্দর্যময় ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো। বিনোদনের জন্য গানের সাথে জায়গায় বনর্ণা ছিলো ভাল লাগলো। তবে বাংলা নেই বাংলা থাকলে আরো বেশি ভালো লাগতো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু মাত্র দুই ঘন্টা ঘোরার জন্য প্রতিটি টিকিট এত টাকা করে! অবশ্য ব্যয়বহুল জায়গায় সবকিছুই এমন আর লন্ডন শহর বলে কথা ।চারপাশের পরিবেশ এত সুন্দর বুঝে গেছি কতটা আনন্দময় সময় কাটিয়েছেন ।বাসের সিটে এত সুন্দর করে গানের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানগুলো উল্লেখ করা হয়। প্রতিটি সিটে একটি করে হেডফোন দেওয়া আছে সব মিলিয়ে খুবই চমৎকার ব্যবস্থা। আপনার বাচ্চারা নিশ্চয়ই খুবই আনন্দ ঘন সময় কাটিয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই দেশে সব কিছুই ব্যয়বহুল, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব ভালো লাগলো বিষয়টি আমার কাছে। বাসে করে এক নজরে পুরো লন্ডন শহর দেখা যাবে । আপনারা ভালো করেছেন যে দোতলায় উঠেছেন। খোলা থাকার কারণে দোতলা থেকে দেখতে মনে হয় সুবিধা হয়েছে। এই ছবিগুলো দেখে তো তাই মনে হচ্ছে। গান শুনার সিস্টেমটি ভালো লেগেছে। বাচ্চারা নিশ্চয়ই অনেক মজার করেছিল। পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম। এই ফাঁকে লন্ডন শহরে দেখা হয়ে যাবে আমাদের।

 2 years ago 

নিচ তলায় বসে অতটা আনন্দ পাওয়া যায় না, দোতলায় থেকে সবকিছু অনেক সুন্দর ভাবে দেখা যায়, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

বাহ! নতুন একটি ব্যাপার জানতে পারলাম। ট্যুরিস্ট বাসগুলোতে মাত্র দুই ঘন্টায় ৩০০০ টাকা নিয়ে নেয়! বাচ্চাদের ক্ষেত্রে একটু ভিন্ন। তবে শখপূরণ করতে পেরেছেন, তারা নিশ্চয় খুশি হয়েছে। সব থেকে ভালো লাগল, বাসের ভিতরে বিনোদন ব্যবস্থাও রয়েছে!

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 
প্রথমত পড়ে আমি তো অবাক! ২ ঘন্টায় তিন হাজার টাকা! তবে যাই হোক সখ পূরণের জন্য অনেক কিছুই করতে হয়। লন্ডনে ঐতিহ্যবাহী জায়গায় ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন।আপন এবং আপনার বাচ্চারা টুরিস্ট বাসে করে দর্শন স্থানগুলো দেখার জন্য বেরিয়েছেন অনেক মজা এবং আনন্দ উপভোগ করেছেন। এত সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবা।
 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ এই ছোদখোলা বাস টা তো দারুণ। বিশেষ করে লন্ডনের মতো শহর ঘুরে দেখার জন্য একেবারে উপযোগী। তবে 2 ঘন্টার জন্য এই বাসের টিকিট 3000 টাকা এটা একটু বেশি মনে হলো। ফটোগ্রাফি গুলো দেখেই বেশ ভালো লাগল আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

এ দেশের সবকিছু অনেক ব্যয়বহুল, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ চমৎকার কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন আপু ৷ ছাদ খোলা বাসে এমন সুন্দর দৃশ্যে গুলো উপভোগ করা বিষয়টি সত্যিই অনেক মজার ৷ তবে জন প্রতি বাংলাদেশের টাকায় ৩০০০ জেনে একটু অবাক লাগছে ৷ যাই হোক অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে ৷ সাথে চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ৷ সে ছবি গুলো মাধ্যমে আমরাও কিছুটা উপভোগ করতে পারলাম ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66