বাচ্চাদের স্কুলে যাওয়ার কিছু মুহূর্ত, সাথে কিছু ফটোগ্রাফি 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে দীর্ঘ লম্বা ছুটির পর স্কুল খুললো আজ, ৬ সপ্তাহ স্কুল হলিডে ছিল। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন বাচ্চাদেরকে নিয়ে এই ছুটির সময় লন্ডনের বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু স্থানে ঘুরে বেড়িয়েছি। কারণ কোথায় বের না হলে ঘরে বসে বসে খুবই বোর হয়ে যায়। এছাড়া বাচ্চাদের মানসিক বিকাশের জন্য মাঝেমাঝে কোথায় বের হতে হয়। এতে করে তারা অনেক কিছু বুঝতে পারে ও শিখতে পারে। ইংল্যান্ডের সেপ্টেম্বর থেকে বাচ্চাদের নতুন ক্লাস শুরু হয় তাই এ কারণে স্কুলের জন্য নানান রকমের কেনাকাটায় ব্যস্ত ছিলাম যেমন নতুন স্কুল ইউনিফর্ম, নতুন জুতো, নতুন ব্যাগ। খুবই এক্সাইটেড ছিল এই দিনটির জন্য। যাই হোক আমি বাচ্চাদের আজকের ফটোগ্রাফি সহ পুরনো দিনের প্রথম স্কুল জীবনের কিছু ফটোগ্রাফিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

CBE54C95-63AD-4BB1-A74E-B7A9FD26467B.jpeg

একদিক দিয়ে আমরা খুবই লাকি, কারণ বাচ্চাদেরকে স্কুলে আনা-নেওয়ার কোন ঝামেলা নেই, স্কুল ট্যাক্সিতে করে তারা যাওয়া আসা করে। যদিও ছোট মেয়েটির জন্য অনেক কষ্ট করেছি প্রথম এক বছর।কারন কোন ট্যাক্সি ছিল না, নিজেদেরকেই আনা নেয়া করতে হতো। স্কুল বাসা থেকে অনেক দূরে, প্রায় তিন মাইল এর মত হবে। যাই হোক এখন আর কোনো কষ্ট হয় না, তারা দুজনেই একসাথে যাওয়া আসা করে।

190F1030-6A43-4820-8E6D-19B5D4D228AF.jpeg

702405D4-7E76-4213-9314-A8D42A6D67C1.jpeg

6B47FD98-FCF3-4469-BD45-DBDF6E69ACD9.jpeg

58AE6AC4-5C05-4576-8C65-DF486F36A0F7.jpeg

আজকে স্কুলে যাওয়ার মুহূর্তে তাদের কিছু ফটোগ্রাফি।

প্রাইমারি স্কুলে যাওয়ার আগে আমার দুই মেয়েকে আগে প্রিস্কুলে দেই। প্রি স্কুলে ভর্তির বয়স দুই থেকে তিন বছর। সেখানে দুই বছর কাটানোর পর প্রাইমারি স্কুলে দেওয়া হয়। বর্তমানে তারা Burstow Primary School এ লেখাপড়া করছে।

929F3B05-136A-47E8-AECC-3F99BA45F09C.jpeg

আমার বড় মেয়ে যেদিন প্রথম প্রি স্কুলে যায়। প্রি- স্কুল একেবারে বাসার পাশেই ছিল।।

03ADDE6C-5B07-4F3E-828A-3DC4EC9148E1.jpeg

বড় মেয়ে যখন প্রথম প্রাইমারি স্কুলে যায়। প্রথম দিন খুবই ভয়ে ছিল কারন একা একা যেতে হবে ট্যাক্সিতে। এই প্রথম বাবা মাকে ছেড়ে একা যেতে হবে, অবশেষে সাকসেসফুল হয়।

82FEE2B1-35FA-43FB-B1B7-27E736257FA3.jpeg

E34EE312-8B8F-4C86-BE56-7927B44EEAB9.jpeg

উপরের ফটোগ্রাফি দুটো আমার ছোট মেয়ের, যখন প্রথম প্রি- স্কুলে যায়।

9AE1E0AD-BAE0-4DB0-87FA-B0FD2C84C574.jpeg

BF6352C8-4746-4C95-B75B-F10CC8CE2508.jpeg

আমার ছোট মেয়ে যখন প্রথম প্রাইমারি স্কুলে যায়, খুবই এক্সাইটেড ছিল প্রথম দিন।

তাদের প্রথম স্কুলে যাওয়ার মুহূর্ত গুলো আজকের পোস্ট এর মাধ্যমে ক্যামেরাবন্দী করে রাখলাম এক জায়গায়। মানুষের জীবনে কত পরিবর্তন তাই না? সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন কত বড় হয়ে গিয়েছে! কত পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে, এটাই জীবন।
Photographer@tangera
DeviceI phone 13 Pro Max and Samsung galaxy.

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

মানুষের জীবনে কত পরিবর্তন তাই না? সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন কত বড় হয়ে গিয়েছে! কত পরিবর্তন ঘটেছে।

জীবন জীবনের মতই বয়ে চলে। তাইতো সময়ের সাথে সাথে সবারই পরিবর্তন হয়। আমাদের মামনিরা কত ছোট ছিল। আজ তারা অনেক বড় হয়েছে। সময় যত যাবে তারা জীবনের সফলতার পথে এগিয়ে যাবে। এভাবে যেন তারা নিজের সফলতার পথে এগিয়ে যায় এই প্রত্যাশা করি সব সময়। অনেকদিন পর নিজের স্কুলে যেতে পেরে তারা অনেক খুশি এটা বুঝতেই পারছি। মামনিদের জন্য ভালোবাসা রইলো আপু।♥️♥️♥️♥️

 2 years ago 

আসলে মানুষ সময়ের সাথে সাথে অনেক বদলে যায়। এই ছবিগুলোর মাধ্যমে সেটাই দেখতে পেলাম। আসলে আমরা বুঝতেই পারিনা কিভাবে আমাদের সময় পার হয়ে যাচ্ছে এবং আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন তৈরি হচ্ছে। কিন্তু ঠিকই যদি আমরা আগের ছবি এবং বর্তমানের ছবি দেখি তাহলে পার্থক্যটা বুঝতে পারি। যাইহোক আপনার মেয়েদের স্কুলে যাওয়ার সুন্দর মুহূর্ত গুলোর ফটো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেলে তারা অনেক কিছু শিখতে পারে। অনেকদিন পর স্কুল খোলার কারণে বাচ্চারা অনেক এক্সাইটেড দেখেই বোঝা যাচ্ছে। আর স্কুল বাসে দিলে নেয়া আসার ঝামেলা অনেকটাই কমে যায়। প্রিস্কুলের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। খুব কিউট লাগছিল বাচ্চাগুলোকে।

 2 years ago 

আপু মানুষের জীবন সর্বদাই পরিবর্তনশীল।
ঠিক বলেছেন আপু মাঝে মধ্যে যদি বাচ্চাদেরকে নিয়ে বাহিরে না যাওয়া হয় ঘুরে বেড়ানো না হয় তাহলে তাদের বিকাশ ঘটে না। তখন তারা ঘরে চার দেওয়ালের মাঝে সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। স্কুলের প্রথম দিন গুলো একটু অন্যরকমই হয়। আমরাও এক সময় খুবই এক্সাইটেড ছিলাম যেদিন ফার্স্ট স্কুল খোলে খুব খুশিতে থাকতাম। আপু আপনার বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক বেশি কিউট লাগছিল ☺️। বড় হওয়ার পরেও তাদের হাসি বেশ মায়াবতী।

 2 years ago 

প্রথমেই বলি আপনার বাচ্চারা অনেক কিউট। তাদের ছবি দেখে স্পস্ট বোঝা যাচ্ছে অনেক খুশি স্কুলে যাওয়া নিয়ে। ছবিগুলো অনেক সুন্দর আসছে। আপনার ছোট মেয়েকে বেশি খুশি মনে হচ্ছে। লন্ডনে বাচ্চাদের স্কুলের ভর্তির ব্যাপারে অনেক কিছু জানলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে বাচ্চাদের স্কুল দীর্ঘদিন বন্ধ থাকার পর যখন খুলে তখন তারা খুবই এক্সসাইটেড থাকে।দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যায়।বেশ ভালো লাগল পুরোনো এবং নতুন ফটোগ্রাফ গুলো দেখে।

 2 years ago 

মানুষের জীবনে কত পরিবর্তন তাই না?

সময় কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না। আপনার মেয়েদের প্রথম স্কুলে যাওয়ার ছবি গুলো দেখে ভালো লাগলো। তারা সময়ের সাথে সাথে অনেক বড় হয়েছে। সময় যেমন এগিয়ে গেছে তেমনি তারাও পরিবর্তন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু তাদের সুন্দর এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দুই থেকে তিন বছরে ফ্রি স্কুলে ভর্তি করানো যায় এমনকি এরপরে প্রাইমারি স্কুলের শুরু এটা আমার আগে জানা ছিল না। আপনার মেয়েদের ফ্রি স্কুল এবং প্রথম প্রাইমারি স্কুলে যাওয়ার ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। এখন আবার অনেকদিন পরে স্কুল খোলা হওয়াতে ভীষণ এক্সাইটেড দেখাচ্ছে। আগের ছবিগুলোতেও বেশ খুশি ছিল। আরও একটা ওদিকে সুবিধা দেখছি স্কুলের ট্যাক্সি করে স্কুলে যাওয়া আসা করতে পারে। বেশ ভালো লাগলো দেখে।

 2 years ago 

বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য স্কুল ট্যাক্সির ব্যবহারটা সত্যিই অনেক সচেতন অভিভাবককে স্বস্তি দিয়েছে। আপু আপনার দুই সন্তানের স্কুল যার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শিক্ষার আলোয় আলোকিত হোক আপনার সন্তানদের জীবন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেলে তারা অনেক কিছু শিখতে পারে। আর সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয় ৷ স্কুলে যাওয়ার সুন্দর মুহূর্তগুলো দেখে অনেক ভালো লাগতেছে ৷ অনেক সুন্দর ভাবে সব গুছিয়ে তুলে ধরেছেন ৷ ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41