টার্গেট ডিসেম্বর সিজন - ৩ এ আমার অংশগ্রহণ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতায় অংশগ্রহণের এর ষষ্ঠ সপ্তাহ পূর্ণ হল আজ ।এ বছর ডিসেম্বরের টার্গেট হচ্ছে পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিণত করা।বরাবরের মত আমার ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই কাঙ্খিত স্থানে পৌছাতে পারব।আর যতদিন স্টিমট এ কাজ করব ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।

76749D4C-40CE-4A35-8C0F-AAE44E1E86CA.jpeg

এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১২,৭৭৮।পাওয়ার আপ এর পরে হয়েছে ১২,৮২৮ স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।

নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:

পাওয়ার আপ করার পূর্বে :

2193DA56-B2E6-4E1C-B743-F907BE174251.png

পাওয়ার আপের সময়ঃ

0DF96F4B-147A-421B-9EA8-E979E6F307CD.png

পাওয়ার আপ করার পরে :

451649E3-1C25-4685-AA46-5FC87C5EAB44.png

যেহেতু আমার টার্গেট এক সপ্তাহে হিরোইজম এ আরেক সপ্তাহে abb-curation কে ডেলিগেশন করা।গত সপ্তাহে abb-curation কে ডেলিগেশন করেছি তাই আজকে heroism কে ৫০ স্টিম ডেলিগেশন করেছি।এর পূর্বে heroism এ ছিল ৪,১৩৩ স্টিম, এখন হলো ৪,১৮৩ স্টিম।এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের সকলেরই উচিত পাওয়ার আপের সাথে সাথে কিছু ডেলিগেশন করা, এতে করে আমরা সকলেই উপকৃত হব।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

প্রতিনিয়তই আপনি বেশি বেশি করে পাওয়ার বৃদ্ধি করেন যা দেখে আমরা অনেক উৎসাহ পাই এক কথায় আপনি আমাদের আইডল।
শুভ হোক আপনার পাওয়ার বৃদ্ধি শুভ হোক আপনার ব্লগ জার্নি।

 last year 

আপু আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভাল লাগলো। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন।এভাবে পাওয়ার আপ করা আসলে আমাদের সকলের উচিত।ধারাবাহিকতা বজায় রেখে আপনি আপনার টার্গেট পূরন করতে পারবেন এমনটাই আশাকরি। অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক ভালো লাগলো আপু আপনার পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা দেখে। আপনি প্রতি সপ্তাহে ৫০ স্টিম করে পাওয়ার বৃদ্ধি করে চলেছেন এই ধারাবাহিকতা চলতে থাকলে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আমরাও চেষ্টা করছি আপনাদের অনুপ্রেরণা পেয়ে পাওয়ার বৃদ্ধি করার।

 last year 

আমি প্রতিনিয়ত আপনার পাওয়ার আপ পোস্ট গুলো দেখে থাকি। পূর্ব দিনের ন্যায় আজকেও বুধবার। আপনি পূর্ব দিনের মত আজকের এই বুধবারেও ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আর আমরা সকলেই জানি পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্রিয়তা বৃদ্ধি করা। যেখানে পাওয়ার বৃদ্ধির মধ্য দিয়ে আমরা অনেক কিছু করতে সক্ষম হই। দোয়া করি যেন আপনার ধারাবাহিকতা বজায় রাখতে পারেন।

 last year 

আপু আপনি এই সপ্তাহে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ৫০ স্টিম পাওয়ার করে শেয়ার করেছেন। আমি প্রতিনিয়তই দেখছি আপনি প্রত্যেক সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করে নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন। এভাবে পাওয়ার আপ করতে থাকলে একদিন অনেক বড় একটা এমাউন্ট হয়ে যাবে যা আপনার ভবিষ্যতে অনেক কাজে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

৫০ স্টিম পাওয়ার অফ করার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন আপু। আপনার সক্ষমতা বৃদ্ধি করার এই পোস্টগুলো দেখে আমরা অনুপ্রাণিত হই। এরই মধ্য দিয়ে আপনি ১২৮২৮ স্টিম পাওয়ারের পৌঁছে গেলেন।

 last year 

অন্যান্য সপ্তাহের মত এই সপ্তাহেও পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। মজার বিষয় হচ্ছে প্রতি বুধবার এই সময়ে আপনার পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখতে পারি। এভাবে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

আপু আপনি এর আগে বুধবার করে পাওয়ার আপ করতেন ৷ এর এই সিজনে মঙ্গলবার ৷ যা হোক আপনি প্রতি সপ্তাহে একটি বড় পাওয়ার আপ করেন ৷ যা দেখে আমরাও উৎসাহিত অনুপ্রাণিত হই ৷ যা হোক ভালো লাগলো পাওয়া আপ পোষ্ট টি দেখে ৷ আপনার টার্গেট পূর্ণতা পাক এমনটা আশা প্রত্যাশা রাখি ৷

 last year 

আপু আপনি নিয়মিত পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ইনশাআল্লাহ আপনি এভাবেই এগিয়ে যেতে থাকলে বছর শেষে ২১০০০ স্টীম পাওয়ার অর্জন করতে পারবেন, এই কামনা করছি।

 last year 

নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রতি সপ্তাহের নেয় এ সপ্তাহেও ৫০ স্টিম পাওয়ার আপ করলেন দেখে অনেক ভালো লাগলো আপু ৷ এভাবেই এগিয়ে যান ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65355.67
ETH 3525.27
USDT 1.00
SBD 2.47