অনেক দিন পর আমার বাগানে, আর কিছু আলোকচিত্র (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হয়ে গিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড মোটামুটি ভালো হয়ে গিয়েছি, এখন আমাদের রেজাল্ট নেগেটিভ এসেছে ।কিন্তু আমার দুটি বাচ্চাই এখন করণায় আক্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমতে তারা অতটা আক্রান্ত হয়নি, দুই একদিন সামান্য একটু জ্বর ছিল এখন মোটামুটি ভালো আছে। প্রথমে বাচ্চাদেরকে নিয়ে খুব ঘাবড়ে গিয়েছিলাম, তাই দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, ডাক্তার তখন একটু সাহস দিয়েছিলেন এবং বলেছিলেন বাচ্চাদের এটি অতটা এফেক্ট করে না। তখন মনে অনেক সাহস পেয়েছিলাম এবং সত্যিই তাই ঘটেছে, তারা অতটা আক্রান্ত হয়নি ।তারা এখন ভালো আছে, সমস্যা শুধু স্কুল মিস হচ্ছে।আগামি সপ্তাহ থেকে স্কুলে যাবে।

আজ অনেক দিন পরে আমার বাগানে গিয়েছিলাম, করোনার কারনে কোন যত্ন নেয়া হয়নি বাগানের।পানি দেওয়ার কাজটি মাঝে মাঝে বৃষ্টি করে দিয়েছিল। আজকে প্রথমে একটি নতুন ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব , যদিও এই ফলটি আমার বাগানের নয় আমার প্রতিবেশির।আমার বাগানের পাশেই প্রতিবেশির বাগান, অনেক সুন্দর লাগছিল ফলগুলো, তাই ফলগুলো ক্যামেরা বন্দি করে ফেললাম।কেউ কি বলতে পারবেন ফলটির নাম?
আমি জানি, না জানলে বলে দেব!

FB0190DC-9BBB-437E-B32E-3E92E34E1B96.jpeg

9BE56BFC-0600-4A7F-9407-008C3C3872C8.jpeg

বলুন দেখি ফলটির নাম কি?

এখন চলে যাওয়া যাক আমার বাগানে।আপনারা অনেকেই জানেন আমার বাগানে নানা রকমের ফলমূল, সবজি এবং ফুলের গাছ রয়েছে । কিছুদিন পরপর এগুলোর আপডেট আপনাদের দিয়ে থাকি।আজকেও কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।

F49663EA-CBDC-4A42-8224-9F9ACE4D3D75.jpeg

পিয়ার গাছ।

6341AD5D-79D5-4889-A631-9AA21822E39F.jpeg

56B226D9-D24C-4A16-A58E-32904A96DF12.jpeg

আপেল গাছ।

6B5A14A0-2ED3-43E7-80CF-F5147E626388.jpeg

0E486D5A-65A9-4A44-B414-B96676A551EE.jpeg

A0582420-4DC7-469C-B5FA-43751C7B084E.jpeg

লাল , সবুজ দু'প্রকারের আঙ্গুর।

DC4AF762-AB9C-478C-9F83-80992FA8E08C.jpeg

BE0885AC-AEDA-42E1-BE0F-DE20CA6649FA.jpeg

লাউ গাছ, আমার বাগানে দুটি লাউ গাছ রয়েছে।

076E1CF5-F5FE-40C9-BAC7-BA967E4F05BE.jpeg

F3EF50F1-5738-44B4-BB39-679F74660BFF.jpeg

বেগুন গাছে ফুল এসেছে।

4D45CC9C-6CF4-461B-A1ED-E263B3F9E9B2.jpeg

মরিচ গাছেও ফুল এসেছে।

1775DC44-D1F1-4859-847B-E1F890701F8A.jpeg

0FC9A5A2-9E68-4FA8-8DE6-0364377F7FE4.jpeg

3D413442-7ED4-414F-A202-32347B45C2AF.jpeg

এগুলো আমার বাগানের গোলাপ।

what3words address.
https://w3w.co/riches.call.grape

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপনি যে ফলের নাম বলেছেন এর ইংরেজি নাম prune plam।আমি এই ফল প্রাই খাই। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনার বাগান টা খুব সুন্দর।আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago (edited)

বৌদি আপনি একেবারেই ঠিক ধরেছেন, এই ফলটিকে এদেশে plum বলে। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার বাগানে বেশ সুন্দর গাছ এবং অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে যা সবাইকে মুগ্ধ করে দিবে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখার পর মনে হচ্ছে আপনার বাগান টা বেশ সুন্দর। ফল ফল এবং সবজি তে পরিপূর্ণ আপনার বাগানের প্রতিটি কণা।

সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো সাথে সুন্দর উপস্থাপনা

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHYNkVK7A7c81361y8W994S5ar22xNuWPgJovY8mw6LPJocLmtg3WM7FRSAzEv9C8bj4uhe5oByZvdykxJDF3169RgxUw8xkcPacosi7QhmyQtgyZaKwDj4.jpeg

ছাঁটাই বরই

যতদূর মনে হচ্ছে এটি।আপনার বাগানের প্রতিটি গাছ গুলো অনেক সুন্দর। তার সাথে বর্ণনা অনেক সুন্দরভাবে দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, এই দেশে এই ফলটিকে পাম (plum) ফল বলে।

 3 years ago 

বাহ্ দারুন আপনার বাগানে তো অনেক ফল গাছ। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন অপু আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো, এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি যে ফলের নামের কথা বলছেন সে ফল আমি কখনোই খাই নি বা চিনি না নতুন বলে মনে হচ্ছে।তবে আন্দাজ করতে পারি ,কিছুটা কালো আঙুরের মতো লাগছে তবে আঙ্গুর ফল নয়,তবে আমি বলতে পারি এটি এক ধরনের কালো ছোট জাতের আপেল।কারণ আপেল গাছের সঙ্গে হবহু মিল খুঁজে পেয়েছি আমি।আর আপনার বাগানের ফুল, ফল ও সবজি সবই চমৎকার।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু এটি আপেল নয়, এদেশে এই ফলটিকে পাম ফল(Pulm) বলে। অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার বাগানের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সেইসাথে সুন্দর বর্ণনা করেছেন আপনার এবং আপনার বাগানের জন্য শুভকাম রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

উফফফ আপু আমার যে কি ভালো লাগে আপনার বাগানের ফল ফুল দেখতে তা বলে বোঝাতে পারবোনা।
প্রথমে বলবো আপনার বাগানের সব কিছুই মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। সত্যিই বলছি।
বিশেষ করে আঙ্গুর আমার প্রচন্ড পছন্দের একটি ফল আর গোলাপ তো সবাই ই ভালোবাসে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিটি ছবি খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে সামনাসামনি দেখছি।এই কালো ফলটা দেখতে খুব সুন্দর খেতে কেমন টেস্ট জানিনা।দেখিনি কখনো আর নামতো দূরের কথা। খুব সুন্দর হয়েছে পোস্টই ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ম্যাডাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48