একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গিয়েছি একটি মেহেদি আর্ট এর ডিজাইন নিয়ে। আজকে একেবারে সহজ একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। জানিনা আমার আজকের এই আর্টটি আপনাদের ভাল লাগবে কিনা? তবে একেবারে খারাপও হয়নি, হাতে লাগালে খুব একটা খারাপ লাগবেনা। এই আর্টটি ধাপে ধাপে অনেক সহজ ভাবে সম্পন্ন করেছি, আশাকরি যারা পারেন না চেষ্টা করলে তারাও পারবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে ।

ED2A24D4-C45F-4132-B4C5-E737E6E66D33.jpeg

চলুন দেখে নেওয়া যাক মেহেদি আর্টটি অংকন করতে আমার কি কি লাগবে।

  • একটি সাদা পেপার
  • দুটি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে অংকন করার পদ্ধতি গুলো আপনাদের ধাপে ধাপে দেখানো হলো:

A1CB3769-3618-4D9B-86B7-CC6CFF129B4A.jpeg

0C64F97D-4CD9-4F84-AE23-407611012B3B.jpeg

প্রথমেই বাংলা সংখ্যা ১ এর মতো করে একটু ঘুরিয়ে এঁকে নিয়েছি।

99F51E1E-4420-4922-88CE-F6A9205AA993.jpeg

এবার সংখ্যাটি কে ঘিরে একটু ডিজাইন করে নিয়েছি।

04715AD9-E7D4-4AE0-B8A0-436454DE3D8A.jpeg

A1942A8D-C2A6-42B6-B90D-E96523A619C8.jpeg

এবার ডিজাইনের উপরের ছোট্ট করে একটি ফুল এঁকে নিয়েছি।

94EA97F6-5D8F-403E-9AB1-D0368DBF0064.jpeg

এবার ফুল ও ডিজাইনের মধ্যে পেন্সিল দিয়ে এঁকে ভরাট করে নিয়েছি।

0CB1D54E-D0DA-44FD-8D0D-C63C3A6E62B6.jpeg

এবার ফুলটিকে কেন্দ্র করে ধাপে ধাপে কতগুলো ডিজাইন সম্পন্ন করেছি।

29B1EC62-B761-455D-BCC2-37E89E0CE6E0.jpeg

2EE1F171-FE64-49C5-9F96-C03EE6BD41DE.jpeg

ECF600E5-C629-4330-A4B7-A9601382E4D9.jpeg

এবার ডিজাইনগুলো ভেতরের দিকে পেন্সিল দিয়ে ভরাট করে নিয়েছি।

D52FA717-5955-4435-8148-78AD1177D869.jpeg

D402A2D7-2939-425F-B3FF-E3C7AC287924.jpeg

C54BB339-EA65-4626-9569-598C423E8724.jpeg

হয়ে গেল আমার পেন্সিল দিয়ে আঁকা একটি মেহেদির ডিজাইন।

9875FB66-134F-4DB8-8198-3491B91C1374.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 pro max

এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  

আপনি অনেক সুন্দর মেহেদী ডিজাইন করতে পারেন। এই ডিজাইন টা খুবই ভালো ছিল, আমার এটা অনেক ভালো লেগেছে। আপনি অনেক প্রতিভাবান একজন ব্যক্তি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মেহেদি ডিজাইন দেখে খুবই দারুন আর কঠিন কাজ মনে হই।এটা দক্ষতা ছাড়া অংকন সম্ভম না।আপনার অংকন বিষয়ে খুব ভাল দক্ষতা রয়েছে দেখছি।ধাপ গুলো খুব গুছিয়ে করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অসাধারণ সুন্দর একটা ডিজাইন তৈরি করেছেন। আপনার ডিজাইনটি দেখে আসলেই খুব ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি আপনার ডিজাইনের প্রতিটি ধাপ ফুটিয়ে তুলেছেন। এবং এর জন্য আপনার মেহেদির ডিজাইন টি হয়ে উঠেছে অসাধারণ সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 3 years ago 

মেহেদি ডিজাইন এর আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে আর্ট করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যার মাধ্যমে আমি এটা শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ঈদ বিয়ে এসব সময়ে মেহেদীর বেশ ভালো প্রয়োগ দেখা যায়। এই সময়ে প্রায় সব মেয়ে সহ বাচ্চা ছেলেরাও হাতে মেহেদী নিয়ে থাকে।

এই সময়ে মেহেদীর ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেহেদীর ডিজাইন টা বেশ ভালো তৈরি করেছেন। তবে একটু দক্ষ না হলে এই ডিজাইনস মেহেদী দিয়ে প্রয়োগ করা কঠিন হবে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া দক্ষ না হলে মেহেদী নিলে হাতটিই নষ্ট হয়ে যাবে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ছিল একটি মেহেদির ডিজাইন এর অংকন। আসলেই এটা ভাবছি ট্রাই করা যাবে সামনে ঈদে। আপনি খুব দক্ষতার সহিত অংকন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মেহেদী ডিজাইন গুলো সবসময় অসাধারণ হয়। এবারের টা ও তার ব্যতিক্রম হয়নি। অনেক ধন্যবাদ আপু প্রত্যেকবার আমাদের সাথে এত সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন গুলো শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য, আপনার মন্তব্যে আমি অনেক অনুপ্রেরণা পাই।

 3 years ago 

অও,আপু মেহেদী ডিজাইনটি সাধারণের মধ্যে খুবই ভালো ছিল।অনেক নিখুঁত ও আকর্ষণীয় দেখতে লাগছে।ধাপগুলো ভালো ছিল।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মেহেদির আর্টগুলো খুব সুন্দর হয়। আপনি খুব সহজভাবে আর্টগুলোর প্রতিটি ধাপ দেখিয়ে দেন যা দেখে খুব সহজে হাতে মেহেদি নেয়া যাবে। আপনার মেহেদির আর্টগুলো দেখে হাতে খুব মেহেদী নিতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

আপনার মেহেদি ডিজাইন টা খুব সুন্দর হয়েছে। তবে আমি মেহেদী তেমন একটা পড়িনা। কিন্তু সামনে ঈদে তাহলে ট্রাই করব আপনারই মেহেদি ডিজাইন। ধন্যবাদ আপু সুন্দর একটা মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।