আমার বাগানের কিছু ফল মূল ও সবজির অলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার বাগানের কিছু ফলমূল এবং সবজির আলোকচিত্র নিয়ে। আমি আর আমার হাজব্যান্ড দু'জনই বাগান করা খুব পছন্দ করি।তাই কিছুদিন পরপর আমার বাগানের কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হই। এখন ফুলের সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে আছে শুধু কিছু ফলমূল আর সবজি। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রথমেই শেয়ার করতে যাচ্ছি কিছু ফলমূলের আলোকচিত্র।আমার আপেল দিয়েই শুরু করলাম। আমার বাগানে মোট তিনটি আপেল গাছ রয়েছে, সবগুলোতেই আপেল ধরেছে দেখতে খুব সুন্দর লাগে। এদেশে আপেলের দাম খুবই সস্তা যা সহজে সকলেই কিনতে পারে, কিন্তু তারপরও দেখবেন প্রায় সকলের বাগানেই আপেল গাছ রয়েছে যা শুধু উপভোগ করার জন্য লাগিয়ে থাকে।

আলোকচিত্র : ১

11E45C06-6A58-4178-BE1A-0B41CD663D55.jpeg

দেখুন এর রংটি কত সুন্দর হয়েছে, এটি কিন্তু আকারে আরো অনেক বড় হবে এবং অনেক টেস্টিও বটে।

আলোকচিত্র : ২

B2E89713-B644-4D03-9224-B2CB1B821DBB.jpeg

আলোকচিত্র : ৩

7CD22001-3F16-4B94-BE4F-D76120B28677.jpeg

আলোকচিত্র : ৪

C899C385-DC11-43D1-9C33-3694FCA70675.jpeg

উপরে আলোকচিত্রগুলো অন্যান্য তিনটি আপেল গাছের, এগুলোও আকারে আরো অনেক বড় হবে। এদের মধ্যে একটিতে এক বছর পরপর আপেল ধরে এবং বাকিগুলোতে প্রতিবছরই ধরে ।

আলোকচিত্র : ৫

F765D508-56E1-43DC-AE55-195773420DC9.jpeg

এটি পিয়ার গাছ, দুটি পিয়ার গাছ রয়েছে আমার বাগানে।

আলোকচিত্র : ৬

9290A623-37D4-488F-A9D1-EBA5B35AEA65.jpeg

আলোকচিত্র : ৭

EA2FC1FC-19AB-4175-BE92-DB948552FE06.jpeg

উপরের অলোক চিত্র দুটি আঙুর ফলের, আমার বাগানে দুটি আঙুরের গাছ রয়েছে, একটি সবুজ এবং অন্যটি লাল। এগুলো এখনো অনেক ছোট রয়েছে আরো বড় হবে।

আলোকচিত্র : ৮

88576806-82BB-4B58-A580-93BDE71593B1.jpeg

এটি টমেটো গাছ, অনেকগুলে চমেটো গাছ রয়েছে আমার বাগানে।

আলোকচিত্র : ৯

1CBBFA21-44E2-47DB-99CA-EEF46C7E6862.jpeg

এগুলো ডাটা শাকের আলোকচিত্র, এই ভাটা শাক আমার খুব পছন্দের, আরেকটি শাক রয়েছে যার নাম লাই শাক।

আলোকচিত্র : ১০

8E3E7BBD-5BAC-401E-830E-B4439E415B7B.jpeg

এটি বেগুন গাছের আলোকচিত্র, বেশ কয়কটি বেগুন গাছ রয়েছে বাগানে।

আলোকচিত্র : ১১

255F59B6-5AFD-4A07-A9F5-F3C9CC8356E5.jpeg

এটি মরিচ গাছের আলোকচিত্র, মরিচ গাছও আছে অনেকগুলো।এছাড়াও রয়েছে, লাউ গাছ, লেবু গাছ ও কমলা গাছ , পরবর্তীতে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো।

সবগুলা ফটোগ্রাফির what3words address:
https://w3w.co/grades.units.ending

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনার উপস্থাপনা এটা আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনার ফলগুলো দেখে আমার খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর হয়েছে আপনার পোস্টটি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমাকে।

 3 years ago 

আপনি কত পরিশ্রমী আপু ,বিদেশের বুকে সবজি চাষ করেছেন।অবশ্য আমার ছোট পিসিও বিদেশে নিজে হাতে বিভিন্ন ধরনের সবজি লাগান খাওয়ার জন্য।পিসিমাও খুব পরিশ্রমী এবং সবজি বাগান করতে ভালোবাসেন।
ফলগুলো দেখে তো খেতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমাকে, এ ব্যাপারে আমার হাজবেন্ডই বেশি পরিশ্রমী আমি তাকে শুধু সাহায্য করি।

অসাধারণ হয়েছে আপনার তোলা সকল ফটোগ্রাফিগুলো। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে আপনার বাগানের ফলমূল ও সবজির আলোকচিত্রগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনাবিল শুভেচ্ছা! ♥

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.26
JST 0.039
BTC 94965.62
ETH 3380.77
USDT 1.00
SBD 3.33