আমার বাংলা ব্লগের সাথে তিনটি বছর

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_1824.png

আবারও সবাইকে আমার বাংলা ব্লগের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। দেখতে দেখতে তিনটি বছর কাটিয়ে ফেলেছি আমার প্রিয় বাংলা ব্লগের সাথে।এই বাংলা ব্লগ এখন আমার দৈনন্দিন জীবনের একটি বড় পার্ট হয়ে গিয়েছে।মনে হচ্ছে এইতো সেদিন জয়েন হয়েছিলাম, কিন্তু এভাবে যে বাংলা ব্লগের সাথে এতটা ঘনিষ্ট হয়ে যাব তা কখনো ভাবতেই পারিনি।বাংলা ব্লগে জয়েন হওয়ার পর থেকেই মনে হয় সুদূর সাত সমুদ্র তের নদীর পাড়ে বসবাস করেও আমি যেন এখনো বাংলাদেশেই রয়েছি।সব সময় ইউজারদের পোস্ট গুলো দেখে, কমেন্টস গুলো পড়ে মনে হয় এ যেন আমার ছোট্ট একটি বাংলাদেশ, বড় একটি পরিবার।

এমন একটি পরিবার পেয়ে নিজেকে অনেক ধন্য মনে হয়।আর এই পরিবারের প্রধান অভিভাবক আমাদের দাদা তিনি তার পরিবারকে প্রতিনিয়তই একটির পর একটি সুজোগ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।আর তার এই পরিশ্রমের কারণে স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ এখন রেংকিংয়ের দিক দিয়ে এক নাম্বারে যা আমাদের জন্য একটি বড় পাওয়া।আসলেই এমন একজন ফাউন্ডার পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার।তিনি প্রতিনিয়তই এই কমিউনিটির ইউজারসহ, এডমিন মডারেটর সকলের সাথে সবসময়ই যোগাযোগ করে যাচ্ছেন।সব সময়ই আমাদের সাথে বন্ধুর মতো মিশে রয়েছেন।কারও বিপদ-আপদে সব সময়ই তিনি তাদের পাশে রয়েছেন।

সবচেয়ে বড় কথা আমার বাংলা ব্লগ ঘরে বসে ইনকামের জন্য দারুন একটি সুযোগ আমাদের জন্য এনে দিয়েছে।যদিও এই কথাটি আমি হ্যাংআউটে বলেছিলাম, তারপর আবারও বলছি কারণ আমরা যারা গৃহিণী রয়েছি তাদের জন্য এটি ইনকামের দারুণ একটি সুযোগ।আসলে এদেশে যারা বসবাস করে তারা প্রত্যেকেই কিছু না কিছু জব করে থাকে।কেউ ঘরে বসে থাকে না, কোন না কোন কাজে সকলেই ইনভল্ভ থাকবে। অবশ্য আমি এই দেশে আসার পর এখন পর্যন্ত কোন জব করিনি।আমার আসলে কোন জব করতে ভালো লাগেনা। ঘরের বাইরেই বের হতে ভালো লাগে না।সারাদিন ঘরের এটা ওটা কাজ করতে করতেই আমার দিন চলে যায়।আর যতটুকু সময় পাই সেই সময়টুকু আমার বাংলা ব্লগে দেই।এই কমিউনিটি ছাড়া যেন আমার একটি মুহূর্তও কাটে না।একটু সুযোগ পেলেই চলে যাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।

খুব মনে পড়ে প্রথম যখন বাংলা ব্লগে জয়েন হয়েছিলাম তখনকার সময়ে নানান ধরনের একটিভিটিস গুলো।তখন মডারেটর ছিলাম না।তখন প্রায়ই দাদা ডিজে পার্টিতে জয়েন হতেন।দাদার জয়েন হওয়ার সাথে সাথে অনেকেই তখন জয়েন হয়ে যেত। তখন আমরা একটানা দাদার সঙ্গে দীর্ঘক্ষণ গান শুনতাম।তখন প্রথম সাইফক্স এর ভোট আনা হয়েছিল কমিউনিটিতে।আর ডিজে পার্টিতে তখন যারা যারা থাকতো তাদের সকলকে সাইফক্স থেকে ভোট দেওয়া হতো। দারুন একটি অনুভূতি কাজ করতো তখন।আরো একটি মজার ব্যাপার ছিল তখন আমরা প্রায়ই দাদার সাথে লুডু চ্যানেলে গিয়ে লুডু খেলতাম। দারুন ছিল সেই দিনগুলো।খুব মনে পড়ে সেই দিনগুলো।

যাইহোক বন্ধুরা আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।বাংলা ব্লগের আরও ব্যাপক প্রসার, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আমার আজকের ব্লগটি শেষ করছি।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আপু ওই বিষয়টা এখনো মিস করি দাদার সাথে লুডু খেলতাম আর জিতে গেলে shy-fox এর ভোট পেতাম। তবে আমার মনে হয় কমিউনিটির প্রতিটা মুহূর্ত আমার কাছে দারুন এক স্মৃতি।

 last month 

ইস্ আরও আগে যে কেন আমার বাংলা ব্লগে যোগদান করলাম না। তাহলে তো আমরাও পেতাম সাইফক্স এর ভোট। বেশ ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে। নিজের পরিবারের কাজের ফাঁকে যে আজও সুন্দর ভাবে কাজ করে যাচ্ছি আর এমন একটি পরিবার পেয়েছি সেটাই যথেষ্ট।

 last month 

সত্যি আপু আমার বাংলা ব্লগের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাত জেগে ডিজে পার্টি আর লুডু খেলার সেই আনন্দ অনেক বেশি ছিল। লুডু খেলার পর যখন ছয় উঠত তখন খুবই ভালো লাগতো। আর দাদা সবাইকে ভোট দিতেন এটা অনেক ভালো লাগতো। সত্যি আপু সেই দিনগুলো অনেক বেশি আনন্দের ছিল। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

আমার বাংলা ব্লগ কে নিয়ে আপনার স্মৃতিচারণ পড়ে ভীষণ ভালো লাগলো আপু।যদিও ঐ সময়ে আমি এখানে ছিলাম না।পরে যোগ হয়েছি।তবে আপনার কাছ থেকে অনুভূতি গুলো শুনে ভালো লাগলো। সব সময় আমার বাংলা ব্লগ এর সাথে আছি আর থাকব ও।ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last month 

আসলে আমরা দাদার মতো একজন অভিভাবক পেয়ে ভীষণ খুশি। কারণ দাদা সবাইকে নিয়ে ভাবেন। আমাদের কমিউনিটি একেবারে রক্তের সাথে মিশে গিয়েছে। যাইহোক তিনটি বছর আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে খুবই সুন্দরভাবে কাটিয়েছেন আপু। আমিও ২ বছর কিভাবে কাটিয়ে ফেললাম, সেটা টেরই পাইনি। আসলে সুখের সময়গুলো তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়। যাইহোক এতো চমৎকার ভাবে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

প্রথম দিকের কথা আমারও খুব মনে পড়ে আপু। যখন প্রথম জয়েন করেছিলাম আমাদের অনূভুতি টা পুরোপুরি অন‍্যরকম ছিল। আমরা এক একজন সদস‍্যরা থাকি ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন পরিবেশে। কিন্তু দিনশেষে আমাদের সবার জায়গা যেন একটাই আমার বাংলা ব্লগ।

 last month 

আপনাদের চমৎকার অনুভূতির কথা জেনে ভীষণ মিস করছি যেন সেইসব দিনগুলো! আপনারা অনেক বেশি সুযোগ পেয়েছেন শ্রদ্ধেয় দাদার সাথে মেশার, একসাথে লুডু খেলার। সময় বা পরিস্থিতির কারণে বর্তমান ইউজারদের জন্য তো এটা কল্পনাও করার বাহিরে৷ আপনারা বলছেন বলেই ভাবতে পারছি!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67