লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ২ , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আজ। আগেই বলেছিলাম বাচ্চাদের এখন স্কুল হলিডে চলছে তাই পুরো হলিডে জুড়ে শুধু ভ্রমণের উপরে থাকবো। যেহেতু কোথাও যাচ্ছি না এবার , তাই আমাদের ভ্রমণ শুধু লন্ডনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আপনাদের সাথে শেয়ার করব চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লন্ডন আইতে উঠে সুন্দর সুন্দর কিছু ভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে, চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

FE628EE5-B39D-4FE9-822D-FED380243106.jpeg

আগে থেকেই বুকিং করতে হবে এখানে যেতে হলে, জনপ্রতি ২৫ পাউন্ড করে লাগবে, আর বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা কম। অনেক বছর কেটে গিয়েছে ইংল্যান্ডে, কিন্তু কখনো ওঠা হয়নি। তাই একটু এক্সাইটেড ছিলাম, বাচ্চাদেরকে নিয়ে দারুণ উপভোগ করেছি। প্রথমে ভেবেছিলাম অনেক দ্রুত ঘুরতে থাকে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন জায়গায় বসে আছে, নড়ছে না, খুবই স্লোলি চলে। একটুও ভয় লাগেনি, এমনকি বাচ্চারাও ভয় পায়নি, তারাও খুব উপভোগ করেছে। ঘুরে আবার জায়গায় ফিরে আসতে প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে সময় কিছু কম লেগেছে। যখন সর্বোচ্চ উপরে উঠে যাই তখন মনে হচ্ছিল পুরো লন্ডন শহর টা যেন হাতের মুঠোয়। আরো বেশি চমৎকার লাগছিলো টেমস নদী তে যখন বোটসগুলো চলছিল। ভিতরে বসার ব্যবস্থাও ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ ব্যস্ত হয়ে পড়েছিল প্রাকৃতিক দৃশ্য গুলো কে উপভোগ করতে এবং ক্যামেরাবন্দী করতে। আগেই বলেছিলাম এখানে কিন্তু স্থানীয় লোকজন থেকে টুরিস্টরাই বেশি আসে উপভোগ করতে।

BFC4754E-6010-4FE5-9A61-E5C60BE0610C.jpeg

009CC656-6846-4CDA-A112-BA60460AB266.jpeg

CB0CC12A-DF14-4ADC-A7D5-5225F500D244.jpeg

7F1A2A8B-04D1-4EC2-B99B-9319480676F6.jpeg

B6598D3F-E1F6-4544-AC56-688A79BB887F.jpeg

070A43B6-F8FB-4FAA-A8A3-72B0EEA8763E.jpeg

4131159C-E8A7-44A9-AA7F-2627798BD5CC.jpeg

886FCF26-2943-44E9-91DE-5CC4912DCC39.jpeg

97E43CFE-702D-4177-BF8E-B2FC8FBFBFDC.jpeg

C3EE14A5-7D2E-4068-9605-533226BAC481.jpeg

6DF76153-2AC3-480F-9F2A-1C68F4626BC8.jpeg

223F2228-80E1-48EC-A655-32EB7EC1750D.jpeg

0D7BB248-A2B4-448E-8974-822E58D88C9B.jpeg

FE6B41B2-82CC-45DF-91B8-E23C53D3784B.jpeg

টেমস নদীতে ব্রিজ, আর ব্রিজের ওই পারে পার্লামেন্ট।

7FACF722-6860-4E3A-91FF-BD0A839ED3F9.jpeg

লন্ডনের সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে।

98D9941A-C18F-4894-9552-F65BACFB9CBD.jpeg

8497D01F-90D9-4DFE-A065-0DA859D52FD2.jpeg

9CD54469-8D2E-4448-B5C1-FE21A41C83DD.jpeg

এটি Big Ben, যার আরেকটি নাম Great Bell.

আপনাদের বোঝার সুবিধার্থে আমার করা দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।

what3words address:

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে যাব London Sea life এ যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক রংবেরঙের মাছ।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

এই ছবিগুলো দেখে তো মনে হচ্ছে এখনই চলে যাই লন্ডনে ঘুরতে। স্থানীয়রা মনে হয় আপনাদের মত যাবে যাবে করে আর যাওয়া হয় না। এজন্য টুরিস্টরা এই সুযোগ আর মিস করে না। যাইহোক খুবই চমৎকার একটি জায়গা মনে হচ্ছে। ছবিগুলো দেখে চোখ জুড়িয়ে গেল।

 2 years ago 

চলে আসতে তো বলছি, কিন্তু তোমরাই তো আসছো না।আসলে ভালই হতো, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

যখন সর্বোচ্চ উপরে উঠে যাই তখন মনে হচ্ছিল পুরো লন্ডন শহর টা যেন হাতের মুঠোয়। আরো বেশি চমৎকার লাগছিলো টেমস নদী তে যখন বোটসগুলো চলছিল।

ঠিক বলেছেন আপু আপনি যখন মানুষ উপর থেকে কোন কিছু দেখে মনে হয় পুরোটাই তার হাতের মাঝে তাই আপনার কাছে এটা মনে হয়েছে। টেমস নদীতে ব্রিজ আর ব্রিজের ওই পারে পার্লামেন্ট আসলে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার ছিল ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই ভাইয়া এগুলো কাছ থেকে দেখলে আরো অনেক বেশি সুন্দর লাগে, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও প্রথমে দেখে ভেবেছিলাম এটি খুব দ্রুত ঘুরবে। যাইক আসলে এই দর্শনীয় স্থানটি অনেক সুন্দর। কিন্তু দুঃখের বিষয় হলো এবারও একজন মেয়ের ছবি দিলেন😕।

 2 years ago 

অহহো আপু প্রথম পর্বে দুই মেয়েরই ছবি দিয়েছিলাম। এই পর্বে ওর কোন ছবি ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি ভেবেছিলাম এটি হয়তোবা দ্রুত চলবে। আর ভয়ের কিছু থাকবে। কিন্তু দেখছি এটা অনেক স্লোলি আর ভয়ও লাগে নি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। বেশ আকর্ষণীয় লেগেছে আজকের পোস্ট। অনেক বেশি উপভোগ করতে পারলাম।

 2 years ago 

জ্বী আপু খুবই স্লো চলে আর এই স্লো চলার মধ্য দিয়েই সকলেই উঠে যায়। আপনি উপভোগ করেছেন জানতে পেরে আমারও খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যাইহোক আপু আপনার ঘুরাঘুরির মাধ্যমে এত সুন্দর চিত্রগুলো দেখতে পারলাম। আসলে কখনো যাওয়া হবে কিনা জানিনা, তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইচ্ছা থাকলে আর যদি আল্লাহর হুকুম হয় তাহলে অবশ্যই যেতে পারবেন, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়

 2 years ago 

অনেক সুন্দর কিছু চিত্র দেখলাম আপু মনি, চোখ জুড়িয়ে গেলো, প্রথমে ফটোগ্রাফি দেখে আপনার মত আমিও ভাবছিলাম খুব দ্রুত ঘুরবে কিন্তু পরে জানলাম খুব স্লোলি ঘুরছে, এটার দ্বারায় স্পষ্ট বুঝতে পারছি, আপনি অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন, এবং খুব এনজয় করেছেন, এভাবেই জীবনের প্রতিটি দিন অতিবাহিত করিয়েন আপু মনি, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মুভির ভেতর অনেক দেখেছি।বাস্তবে কোনোদিজ যাওয়া হবে কিনা জানিনা।খুবই সুন্দর জায়গা এবং আপনার ফটোগ্রাফিগুলোও হয়েছিল নিখুত।নিশ্চয় খুব ভালো সময় কাটিয়েছেন।
শুভ কামনা রইলো 🤎🥰

 2 years ago 

জি ভাইয়া অনেক ভাল সময় কেটেছিল বাচ্চাদেরকে নিয়ে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু লন্ডনের ঐতিহাসিক স্থানগুলো ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখতে পেলাম। সত্যিই লন্ডন শহরটি অনেক সুন্দর, আর এই ফটোগ্রাফির মাধ্যমে শহরটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন,দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই ভাইয়া লন্ডন শহরটি অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

লোকেশনটা খুব সুন্দর। বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরির মজাই আলাদা।ছবিগুলো ও বেশ সুন্দর তোলেছেন আপু।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বাচ্চারাই বেশি উপভোগ করেছে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জায়গাটা আসলেই খুবই সুন্দর, আর আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমাদের মাঝে দেখতে আসলে অনেক ভালো লাগছে। যদিও বাস্তবে কোনদিন মনে হয় দেখা হবে না তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

দেখার যদি ইচ্ছা থাকে তবে অবশ্যই একদিন দেখতে পাবেন, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60880.32
ETH 3371.93
USDT 1.00
SBD 2.52