রঙিন কাগজ দিয়ে পাতাসহ চমৎকার একটি ফুল

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_4747.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে পাতাসহ একটি ফুলের ডাই পোস্ট নিয়ে। বাচ্চাদের স্কুল হলিডে শুরু হয়ে গিয়েছে।ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। তাই মাঝে মাঝে তাদের সময় কাটানোর জন্য বিভিন্ন রকমের ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। মোবাইল ও ট্যাব থেকে দূরে রাখার জন্য আমার এই প্রচেষ্টা।এছাড়া তারা আমার সাথে এগুলো তৈরি করতে খুবই আনন্দ পায়। আমারও ওদের সাথে কোন কিছু তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমার ছোট মেয়ের সাথে এই ফুলটি তৈরি করেছিলাম। আমার ছোট মেয়ের এই ফুলটি এত পছন্দ হয়েছিল যে সে তার ক্লাস টিচারকে ফুলটি দিয়ে এসেছিল। টিচার আমাদের তৈরি এই ফুলটি পেয়ে খুবই খুশি হয়েছেন। আশা করি ফুলটি আপনাদেরও পছন্দ হবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।


চলুন দেখে নেয়া যাক ফুল তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবেঃ
  • রঙিন কাগজ (লাল ও সবুজ)
  • পেন্সিল
  • গ্লু
  • স্কেল
  • সিজার

কার্যপদ্ধতিঃ

IMG_4625.jpeg

প্রয়োজনীয় উপকরণ

IMG_4626.jpeg

প্রথমেই লাল কাগজ দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে সাত সেন্টিমিটার করে ৬ পিস কেটে নিয়েছি।

IMG_4627.jpegIMG_4628.jpeg

এরপর কোনা করে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

IMG_4629.jpegIMG_4630.jpeg

এরপর ভাঁজ খুলে এভাবে এক সাইড ভাঁজ করে নিয়েছি।

IMG_4631.jpegIMG_4633.jpeg

এরপর অন্য সাইডও ভাঁজ করে নিয়েছি। এভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি।

IMG_4634.jpegIMG_4635.jpeg

এরপর গ্লু লাগিয়ে একটি সাথে আরেকটি জোড়া লাগিয়েছি।

IMG_4636.jpegIMG_4637.jpeg

এভাবে সবগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর সবুজ কাগজটি অর্ধেক করে কেটে নিয়েছি।

IMG_4638.jpegIMG_4639.jpeg

এরপর প্যাঁচিয়ে গ্লু দিয়ে এভাবে লম্বা করে লাগিয়ে নিয়েছি।এরপর লাল কাগজের সাথে চারিপাশ দিয়ে ঘিরে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_4641.jpegIMG_4650.jpeg
IMG_4651.jpegIMG_4652.jpeg
IMG_4653.jpegIMG_4654.jpeg

এরপর সবুজ কাগজ কেটে এভাবে দুটি পাতা বানিয়ে নিয়েছি।

IMG_4657.jpegIMG_4659.jpeg

এরপর গ্লু দিয়ে পাতা দুটি এভাবে লাগিয়ে দিয়েছি।

IMG_4661.jpeg

IMG_4668.jpeg

IMG_4671.jpeg

IMG_4657.jpeg

হয়ে গেলে পাতা সহ খুবই সুন্দর একটি ফুল।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

ছয় সপ্তাহের জন্য স্কুল ছুটি থাকবে তাহলে তো দীর্ঘ ছুটি। যাই হোক কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আর লাল টকটকে রঙের ফুলের পাপড়ি গুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। ফুলের পাপড়িগুলো দূর থেকেই যে কাউকে আকৃষ্ট করবে। দক্ষতার সাথে এমন সুন্দর ফুল তৈরি করার পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

স্কুল বন্ধ এই সময়ে মেয়েকে নিয়ে এতো সুন্দর সৃজনশীল কাজ করছেন এর চাইতে ভালো আর কি ই বা হতে পারে।এতো সুন্দর ফুল করেছেন টিচারের পছন্দ না হয়ে কি পারে আপু। আমার কাছে ও ভীষণ ভালো লেগেছে। আপনি ফুল বানানোর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। রঙিন কাগজের সবকিছু ই ভালো লাগে দেখতে।অসংখ্য ধন্যবাদ আপু। আশাকরি আরো সুন্দর সুন্দর ডাই পোস্ট দেখতে পাবো।

 last year 

বাচ্চারা হলো বেহেশতের ফুল। তাই তাদের সাথে সময় কাটাতে আমারও বেশ ভালোই লাগে। এটা কিন্তু একটা ভালো আইডিয়া যে স্কুল বন্ধের সময় বাচ্চাদের কে মোবাইল আর ট্যাবের প্রতি আশক্তি কমানোর জন্য তাদের সাথে সময় দেওয়া। তবে দুজন মিলে কিন্তু বেশ সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। ইস্ আমি যদি বাচ্চাদের টিচার হতাম! তাহলে তো ফুলটি আমিই পেতাম। আপনার উপস্থাপনাও বেশ সুন্দর এবং সাবলীল।

 last year 

আসলে বাচ্চাদেরকে এরকম মোবাইল এবং ট্যাব থেকে দূরে রাখাটাই অনেক বেশি বেটার। আর আপনি আপনার ছোট মেয়েকে নিয়ে অনেক সুন্দর করে পাতাসহ এই ফুল দিয়ে তৈরি করেছেন যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয়। ধাপে ধাপে এত সুন্দর করে আমাদের মাঝে এটি উপস্থাপনা করেছেন দেখে খুব ভালো লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 last year 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমি যেমন পছন্দ করি, তেমনি রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই চমৎকারভাবে ফুলটা তৈরি করলেন তো। আসলে বাচ্চাদেরকে মোবাইল এবং ট্যাব থেকে দূরে রেখে তাদেরকে একটু সময় দিয়ে এরকম কাজগুলো করলেও ভালো হয়। মোবাইল এবং ট্যাব কিন্তু বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। এবং কাগজের কালার অনেক বেশি উজ্জ্বল হওয়ার কারণে এই ফুলটাও বেশ ভালো লেগেছে দেখতে।

 last year 

রঙিন কাগজ দিয়ে পাতাসহ চমৎকার একটি ফুল তৈরি করেছেন। ফুলটি এত বেশি সুন্দর লাগতেছে যে আপনাকে বলে বোঝাতে পারছি না। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অসাধারণভাবে। রঙিন কাগজ দিয়ে ফুলসহ পাতা তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহারস্বরূপ দেওয়ার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেকেই দেখছি অনেক সুন্দর সুন্দর কাজ করতে। আর আজকে আপনার এই লাল সবুজের সমন্বয়ে ফুলটি অনেক বেশি চমৎকার লেগেছে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 last year 

বাচ্চাদের সঙ্গে মাঝে মধ্যে এ ধরনের কাজ করলে বাচ্চাদেরও ভালো লাগে। তাছাড়া মোবাইল ট্যাব দেখতে দেখতে ওরাও বোর হয়ে যায়। আপনার আজকের রঙিন কাগজে ফুলটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে কাগজের লাল কালারটি অসম্ভব সুন্দর। এত সুন্দর লাল কালার পাওয়া বেশ মুশকিল। খুব নিখুঁতভাবে ফুলটি তৈরি করেছে জন্য এত সুন্দর লাগছে দেখতে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33