আমার হাজবেন্ডের তৈরি মজাদার বোয়াল মাছের রেসিপি (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে আমি করণায় আক্রান্ত কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি, যদিও শরীর একটু দুর্বল আছে। প্রথমেই আমার হাজব্যান্ড আক্রান্ত হয়েছিলেন পরে দুই তিন দিনের মধ্যেই ভালো হয়ে গিয়েছেন।এখন আমার শুরু হয়ে গিয়েছে, আমার শরীর দুর্বল দেখে হাজব্যান্ড নিজেই সব রান্না করেছেন। আজকে তার একটি রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, রান্নাটি হচ্ছে বোয়াল মাছ ভুনা ।আমি শুধু পাশে থেকে ছবিগুলো তুলেছি আর দেখিয়ে-দিয়েছি কোথায় কি আছে। তার রান্নার প্রক্রিয়া কিন্তু আমার মতোই, কারণ আমি তার কাছ থেকেই বেশির ভাগ রান্না করা শিখেছি ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

A885B895-50E4-4965-89DD-8FCBD2AB6763.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
মাছ৬/৭ পিস
পেঁয়াজ কুচিদুই কাপ
কাঁচা মরিচ৪/৫ টি লম্বা করে কাটা
টমেটো কুচিহাফ কাপ
হলুদ গুড়া১ চাঃচাঃ
ধনিয়া গুড়া১ চাঃচাঃ
মরিচ গুড়া১ চাঃচাঃ
জিরা গুড়া১ চাঃচাঃ
আদা পেস্ট১ চাঃচাঃ
রসুন পেস্ট১ চাঃচাঃ
কারিপাউডার২ চাঃচাঃ
লবণস্বাদমতো
তেজপাতা২টি
সয়াবিন তেল২ টেবিল চামচ
সরিষার তেল১ টেবিল চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ

কার্যপ্রণালী : ধাপ ১

প্রথমেই পেঁয়াজ ,টমেটো ,কাঁচা মরিচ এবং ধনেপাতা কেটে নিয়েছেন। এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছেন ।তারপর হলুদ গুঁড়া এবং লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছেন ভাজার জন্য।

পদ্ধতিগুলো নিম্নে দেখানো হলো:

9ACDF62B-9662-4B4F-B6F7-3FFF8C2C7890.jpeg

2AF5ABDC-EDC6-4169-9EBC-74C9939B640C.jpeg

CA22B0B4-EE7F-4A4C-87B8-1E14822F499E.jpeg

8ADC7F16-03B2-4C54-8071-5E7BB01D35A7.jpeg

D03AC69E-C052-4C86-9778-9417EA0A2B89.jpeg

কার্যপ্রণালী : ধাপ ২

প্রথমেই একটি কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়েছেন, এরপর সয়াবিন তেল দিয়ে তাতে আদা ও রসুন পেস্ট দিয়ে ভালভাবে নেড়ে পেঁয়াজ , কাঁচামরিচ, টমেটো, লবণ এবং তেজপাতা দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছেন সিদ্ধ হওয়ার জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে দিয়েছেন। এই ফাঁকে মাছগুলো ভেজে নিয়েছেন।

কার্যপ্রণালীঃ গুলো নিম্নে দেখানো হলো:

BFFF1C4F-0E70-4529-8E1B-E8C31EBC99AA.jpeg

6C606678-5506-46F5-B271-AF9EF89AD4C3.jpeg

6E6D88CE-1FC3-4ED0-9AA9-0699ED26AE11.jpeg

44D2BDE7-949B-4CA4-9EF9-0D0FFF2064C8.jpeg

50FB9DE2-BD1A-48EF-96A7-E7FD480EBEF2.jpeg

708B92A0-F75B-4218-A17B-206AB88BAE3B.jpeg

শেষ ধাপ:

এরপর পেঁয়াজ গলে সব মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ২/৩ মিনিট অল্প আঁচে কষিয়ে নিয়েছেন । এরপর ভাজা মাছ গুলো দিয়ে ভালোভাবে নেড়ে ১ কাপ পানি যোগ করে চুলার আঁচ বাড়িয়ে ঢেকে রেখে দিয়েছেন ৪/৫ মিনিটের জন্য। এরপর চুলার আঁচ কমিয়ে আরো দুই-তিন মিনিট রেখে দিয়েছেন ।পরে ধনে পাতা যোগ করে রান্না শেষ করে ফেলেছেন ।হয়ে গেল আমাদের মজাদার বোয়াল মাছের তরকারি।

পদ্ধতিগুলো নিম্নে দেখানো হলো:

2807F7CD-A7F5-4FFF-ABBC-525EF015A25C.jpeg

C8FF00FF-D8B6-430A-8069-7E81352DEFF4.jpeg

2EAAE756-F314-40B2-BC47-849F79B2D570.jpeg

3D7DA877-503C-4062-89F9-D18F609886A7.jpeg

30E65737-A8F3-4951-A556-7C77E508E292.jpeg

23B03BFC-C935-4675-840A-E984F6DC3A67.jpeg

FC74E7D0-2AF8-468B-AD54-380EA400BDA4.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।আমার কাছে খুবই মজা লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

বাহ খুব চমৎকার তো আপু। আপনার মতো আপনার হ‍্যাজবেন্ডও তো খুব সুন্দর রান্না করতে পারে। বোয়াল মাছের রেসিপি টা ভালো ছিল।
আল্লাহ্ আপনাকে দ্রুত সুস্থতা দান করূক।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু আপনার হাজবেন্ডের রান্না।খুবই লোভনীয় হয়েছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমাকে।

 3 years ago 

প্রথমেই আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে করণা থেকে সম্পূর্ণ মুক্তিদান। অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আসলে আপনি একজন ভাগ্যবান এই কারণে বিপদে আপনি আপনার স্বামীকে কাছে পেয়েছেন এবং আপনাকে সবরকম সহযোগিতা করছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্,,ভাইয়া তো খুবই ভালো রান্না করতে পারে ঠিক আপনার মতোই😆😃

বোয়াল মাছের রেসিটি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া হাতের রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। ভাইয়া কে ধন্যবাদ জানানো উচিত,এতো সুন্দর ভাবে রেসিপি পরিবেশন করার জন্যে

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রান্নার রংটা খুবই সুন্দর হয়েছে। ভাইয়ার হাতের রান্না দেখেই খেতে ইচ্ছে করছে। অনেক ভালো হয়েছে রেসিপিটি।অনেক ধন্যবাদ ভাইয়ার হাতের রান্নাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

তোমাকে অনেক ধন্যবাদ।

সর্বপ্রথম বলে নেই আপনি খুব ভাগ্যবান আপনার স্বামীকে পেয়ে।আর আপনার স্বামীর হাতের রান্না করা রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ ভালই রান্না করতে পারে সে।অনেক সুন্দর হয়েছে রেসিপিটি।অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

করছেন কি আপু, ভাইকেও রান্নার কাজে লাগিয়ে দিছেন, হায় হায় হায় এইডা কিছু হলো, না আজ আর হাসবো না, ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করবো।

খুব সুন্দর রান্না হয়েছে, আপনারা কেউ কোন অংশে কম না, বেশ সুন্দর রান্না করতে পারেন। দেশে হলে দাওয়াত মিস করতাম না, হি হি হি।

 3 years ago 

ঠিকই ধরেছেন ভাইয়া আমরা কেউ কারো চেয়ে কম নয়, দুজনের রান্নাই অনেক মজা হয়। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু আপনি মাশাল্লাহ অনেক বেশি লাকি একজন মেয়ে। কেনো এই কথাটা বলছি তা নিশ্চয় আলাদা করে বলতে হবেনা, নিশ্চয় বুঝতে পারছেন। ❤️
তবে ভাইয়ার রান্না দেখে মনে হচ্ছে ভাইয়ার রান্নার হাত বেশ ভালো।আর এটাও মনে হচ্ছে যে রান্নাটা দারুণ হয়েছে।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে রান্নাটি। পরিবেশন টাও খুব ভাল লেগেছে আমার। ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

দারুন উপস্থাপনার সাথে আপনার হাজবেন্ডের মানে আমাদের ভাইয়ার হাতের বানানো দূর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64400.33
ETH 3140.71
USDT 1.00
SBD 3.93