একটি মেহিদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আরেকটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের আর্টটি অনেক সুন্দর, বেশি সময় লাগবেনা পড়তে। হাতে পড়লে খুবই চমৎকার লাগবে।আপনাদের বোঝার সুবিধার্থে আর্ট টি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে অবশ্যই আপনারা সহজেই এটি করে ফেলতে পারবেন।আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

1A4B7F23-37E0-4A7F-A9D5-77E0B32EC9FD.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ

C6F66D54-A301-49F4-9D78-3321872CA8BA.jpeg

প্রথমেই সমান্তরাল দুটি সরলরেখা এঁকে নিয়েছি।

222BE0A7-64CA-424B-8537-143AEBA0F53B.jpeg

এরপর সরলরেখা দুটির মাঝখানে ভরাট করে নিয়ে দুই পাশে আরও দুটি সরলরেখা এঁকে নিয়েছি।

EC4338F6-C4D4-4173-8A20-D5B7EA62F176.jpeg

এরপর উপরে ও নিচের সরলরেখা দুটির মাঝখানে এভাবে দাগ কেটে নিয়েছি।

EA0B500D-11B5-4FF9-9DC6-7A763035D08C.jpeg

এরপর নিচের দিকে এভাবে দুটি ইউ আকৃতির করে মাঝখানে জালিকাকার এঁকে নিয়েছি।

D728636C-7451-41C6-8637-604686C01AD5.jpeg

এরপর নিচের দিকে এভাবে কতগুলো পাপড়ির মত এঁকে নিয়েছি।

FA799FA7-FC98-4ED8-BC44-F044E68FC8AF.jpeg

এরপর উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

FFE5A302-F6A2-4261-8C68-38F5034D9B98.jpeg

এরপর এভাবে একটির পর একটি ধাপ সম্পূর্ণ করে আমার অংকন শেষ করেছিঃ

7BAF74AF-6216-4A5E-8672-7E7706E5FCA7.jpeg

AB96155C-49D6-4FE1-BD83-BF4A91DBD1B7.jpeg

81026D7C-D57A-428D-AE23-EDB10D499E44.jpeg

369A4D98-28D8-40EB-9A28-943B0DA264E3.jpeg

F69D3A48-B988-4EFD-876B-30FB468BB209.jpeg

2221BEC9-4159-475C-A9E6-C33A985295E5.jpeg

247C017E-C116-4320-BB09-9777E0F1E791.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনার মেহেদি ডিজাইন এর আর্ট আমি যত দেখি ততই ভালো লাগে। আজকে খুবই সুন্দর ভাবে এই মেহেদি ডিজাইন এর আর্টটি করেছেন। সত্যিই৷ এই আর্টটি যদি হাতে অংকন করা যায় তাহলে আরো বেশী ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে মেহেদি ডিজাইনের এই সুন্দর আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। চমৎকার ডিজাইন করেছেন এটি হাতে আর্ট করলে দেখতে খুব অসাধারণ লাগবে। সত্যি আপনার মেহেদি ডিজাইন গুলো আমার খুব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন আর্ট গুলো অনেক সুন্দর হয় আর আজকের এই মেহেদী ডিজাইন আর্ট এর প্রধান সৌন্দর্য হিসেবে মেহেদি ডিজাইন আর্ট এর উপরের অংশে ছোট কাঁচা মরিচের মতো অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তাছাড়া চারপাশের নকশাগুলো বেশ ভালো ছিল।

 2 years ago 
আপু আপনি মেহেদি ডিজাইন এর আর্ট গুলো অনেক সুন্দর করে আঁকেন। ডিজাইনের আর্ট গুলো আপনি চমৎকারভাবে খুব সহজ পদ্ধতিতে ধাপে ধাপে তুলে ধরেছেন, দেখেই বোঝা যাচ্ছে। নিচের অংশটা অনেকটা মেয়েদের কানের দুলের মত দেখাচ্ছে। সব মিলে একটি অসাধারণ আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
 2 years ago 

আপু আমার কাছে মনে হলো তো আজকের মেহেদির ডিজাইনটি একটু কঠিন। কিন্তু খুবই সুন্দর। এই ডিজাইনটি হাতে পড়তে অনেক সময় লাগবে। কারণ ভিতরে ছোট ছোট অনেক ডিজাইন আছে। কিন্তু যদি একবার হাতে মেহেদি দিয়ে দেওয়া যায় তাহলে দেখতে খুবই চমৎকার লাগবে। খুব সুন্দর হয়েছে মেহেদির ডিজাইনটি।

 2 years ago 

সত্যি বলেছেন আপু এটি হাতে পড়লে অনেক চমৎকার লাগবে। আর এর আগেও আপনার অনেকগুলো মেহেদী ডিজাইন এর আর্ট দেখেছি। সবগুলাই অনেক চমৎকারভাবে আপনি আমাদের সাথে উপস্থাপন করেছিলেন, আজকেরটা ও যথাযথ ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু বরাবরই আপনি মেহেদির ডিজাইন খুব সুন্দর করে অঙ্কন করেন। এর আগে বেশ কয়েকবার আপনার মেহেদির ডিজাইন অংকন দেখেছি। সব সময় খুব চমৎকার চমৎকার ডিজাইনগুলো খুবই সহজ পদ্ধতিতে অংকন করার ধাপগুলো তুলে ধরেন। যা দেখে খুব সহজেই সকলেই এই মেহেদির ডিজাইন হাতে পড়তে পারবে। এত চমৎকার একটি মেহেদীর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি বরাবরি অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন অংকন আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার এই অংকন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। খুবই চমৎকারভাবে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর মেহেদির ডিজাইন চিত্র অঙ্কন করেছেন। এই ডিজাইনটি আমার খুবই ভালো লেগেছে। ডিজাইনটি যদি হাতে অংকন করা যায়। তাহলে আরো বেশী ভালো লাগবে।

 2 years ago 

আপু আপনি বরাবরের মতো এবারও অসাধারণ একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন ৷ আসলে আপনার মেহেদি ডিজাইন গুলো সত্যিই আমার কাছে দারুন লাগে ৷ অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে সব বুঝিয়ে দিয়েছেন ৷ আপনার এই ধাপ গুলি দেখে মনে হচ্ছে খুব সহজেই আমি অন্য কারো হাতে এই মেহেদি ডিজাইনটি করে দিতে পারবো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59305.10
ETH 2602.12
USDT 1.00
SBD 2.44