"এসো নিজে করি" (DIY), একটি সহজ ম্যান্ডেলা ফুলের অংকন।10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সহজ ম্যান্ডেলা ফুলের অংকন নিয়ে । আমি আসলে ফুলের ছবি অঙ্কন করতে বেশি পছন্দ করি, তাই মাঝে মাঝে আপনাদের সামনে ফুলের অংকন নিয়ে উপস্থিত হই, মোটামুটি একটু চেষ্টা করে যাচ্ছি যদিও অতটা দক্ষ আমি নই। চলুন চলে যাওয়া যাক তাহলে আমার অংকনে।

F03B421C-D36D-440D-B3F9-33696EB27BC0.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক চিত্রটি অঙ্কন করতে আমাদের কি কি উপকরণ লাগবে:

  • ১ টি সাদা কাগজ
  • ২ রাবার
  • ৩ পেন্সিল

নিম্নে আমার চিত্র অংকন এর ধাপগুলো দেখানো হলো:

8AF93E54-0290-4B36-A7FB-E59468652DFE.jpeg

প্রথমে একটি হার্ট এঁকে নিয়েছি।

7B7B1435-EB84-4E64-A12A-56116248BA1C.jpeg

হার্টটিকে ডিপ করে এঁকে নিয়েছি।

93AF07BB-35D1-4D89-A773-8DE41BC735F9.jpeg

60B0BB2C-239E-4372-9BA0-F0E785FBB2DC.jpeg

হার্টের বামপাশে একটি ফুল এঁকে নিয়েছি।

E567D8B8-8A5D-4407-9F2B-122A1897619B.jpeg

ফুলের প্রতিটি পাপড়ির মাঝখানে পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়েছি।

83319B58-50E8-426D-8F4B-FE8A02B82B53.jpeg

ফুলটির দু'পাশে দুটি পাতা এঁকে নিয়েছি।

35AB51BD-6805-4C0D-9BC2-4071FB8521C4.jpeg

94B0F22D-485E-405D-94DC-FD1384C65B32.jpeg

হার্টের উপরের দিকে একটু ফুলের নকশা এঁকে নিয়েছি।

4BC3A95B-F341-4561-890F-0CAE693FC31C.jpeg

291F6266-30F0-465A-B574-5453B7DBB2F4.jpeg

নকশার শেষ প্রান্ত থেকে উপরের দিকে বাঁকিয়ে আর একটু ডিজাইন করে নিয়েছি।

517CF1A0-85B3-4917-8446-F8397BBD6763.jpeg

F4BFFCD6-05CC-47EB-8844-B4D94AC0C054.jpeg

028DBEE0-B57B-4D2C-B524-377C83708106.jpeg

এরপর হার্টের ডানপাশে একটি ফুল একে নিয়েছি, ফুলটির এক পাশে দুটি পাপড়ি এবং অন্য পাশে একটি পাপড়ি এঁকে নিয়েছি। এরপর ডট ডট দিয়ে দুই ফুলের মাঝখানে ডিজাইন করে নিয়েছি।

5F02C7F9-A938-4BA9-A5C8-4FDCA1237E21.jpeg

0031C1CB-E83C-493D-800B-11A1E2F59DE0.jpeg

এবার উপরের ফুলটিতেও ডট ডট করে ডিজাইন করে আমার ফুলের চিত্র অংকন শেষ করেছি, অবশেষে আমার নামটি লিখে দিয়েছি।

D9DDFEA2-FBCB-4772-A6E0-D89D74BA9BE8.jpeg

5625E4F9-B1EF-46A8-A109-FD04CCE2E88C.jpeg

হয়ে গেল আমার একটি সহজ ম্যান্ডেলা ফুলের অংকন।

আশা করি আমার এই ফুলের অঙ্কন এবং পদ্ধতি টি আপনাদের ভাল লেগেছে।

5F219970-3F87-42C3-9E08-30DB8763BE9B.png

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপু এর আগেও বোধহয় আপনার একটি অংকন দেখলাম।অনেক বেশি সুন্দর হয়েছিলো।
আর আজকের টা তো বেশি ভালো লেগেছে কারণ আমি যে মান্ডালা প্রেমী মানুষ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ জিনিষ আপনি শেয়ার করে যাচ্ছেন আমাদের। সত্যিই অনেক সুন্দর চিন্তাধারার মানুষ আপনি।

আজকের চিত্রাঙ্কন টি অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা অংকনগুলো আমার কাছে খুব ভালো লাগে আপু, যদি বেশ সময় নিয়ে ধীরে ধীরে অংকনগুলো শেষ করতে হয়। কিন্তু শেষ হওয়ার পর বেশ আকর্ষণীয় লাগে তখন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ,অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

লাভ দিয়ে ফুল আঁকানোর দৃশ্যটি খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর এঁকেছেন দেখছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু তোমার ফুলটি।ম্যান্ডেলা আর্ট আসলেই অনেক সুন্দর হয়। যাই আঁকা হোক না কেন আকার পরে খুব বেশি আকর্ষণীয় লাগে। তোমার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু ফুলটি সাধারন সহজ ভাবে বানালেও এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে।গুছিয়ে উপস্থাপন এর জন্য ধন্যবাদ শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে , আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

ফুলটি অসাধারণ সুন্দর হয়ছে। বিশেষ করে লাভ দিয়ে আঁকানোর জন্য আরো ভালো হয়ছে। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61378.39
ETH 3380.07
USDT 1.00
SBD 2.48