বাচ্চাদের সাথে কাটানো কিছু মুহূর্ত, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে অনেক দিন পর বাচ্চাদের সাথে কিছু সময় কাটালাম। সাংসারিক কাজকর্ম করে তাদেরকে একটুও সময় দিতে পারিনা।তাই আজকে অনেকটা সময় ওদের সাথে কাটালাম। এখন বাচ্চাদের স্কুল হলিডে চলছে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ আছে । খারাপ ওয়েদারের জন্য কোথাও বের হওয়া সম্ভব হচ্ছেনা। সারাদিন ঘরেই কাটাচ্ছে ।বাচ্চাদেরকে নিয়ে খুবই প্রবলেম হয় যদি স্কুল বন্ধ থাকে।কারণ তারা খেলাধুলা বাদ দিয়ে সারাক্ষণ ট্যাব, মোবাইল এবং টিভি নিয়ে পড়ে থাকে। স্কুল খোলা থাকলে দিনের অর্ধেকের বেশি সময় স্কুলে কাটায়। তাই মাঝে মাঝে নানান ধরনের খেলনা দিয়ে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি।এই তো কিছুদিন আগে ছোট মেয়ের জন্মদিন ছিল তাই নানান রকমের খেলনা কিনে দিয়েছিলাম যেন এগুলো নিয়ে কিছু সময় কাটায়।ওদের সাথে সাথে আমিও কিছুক্ষন সময় কাটালাম।কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

9D1A5B35-771B-4692-994A-8B25961B0E73.jpeg

ওদের সব খেলার মধ্যে ম্যাগনেটিক বল গুলো ছিল আকর্ষণীয়। এই বলগুলো নিয়েই তারা বেশি খেলাধুলা করছে ।বাচ্চারা ব্লক, পাজেল, লেগো নিয়ে খেলতে বেশি পছন্দ করে। কারণ এগুলো দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি করতে পারে।আমারও অনেক ভালো লাগে কারন এতে করে তারা অনেকটা সময় ব্যায় করে।এবার প্রথম ম্যাগনেটিক বল কিনে দিলাম, খুবই চমৎকার ছোট ছোট মার্বেলের মতো। দূর থেকেই একটি আরেকটিকে আকর্ষণ করে টেনে নেয়, খুবই মজা পেয়েছে তারা এই খেলনা পেয়ে। আসলেই চুম্বক জাতীয় যে কোন জিনিস আমরা ছোট-বড় সকলেই অনেক পছন্দ করি, আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি কৌতূহল এতে কাজ করে।তাদের ইচ্ছেমত নানা ধরনের জিনিসপত্র বানিয়ে যাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল।তার কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

538D0658-6856-425E-8625-234755F725BC.jpeg

দেখুন ছোট ছোট কতগুলো কালারফুল ম্যাগনেটিক বল, দুজনকে দুই ভাগ করে দিয়েছি যেন কোন মারামারি না করে।

0029CE32-0BD5-454F-99A1-122970AB6E97.jpeg

C2322A99-0952-4CA3-85D9-0A9C3EF74D69.jpeg

9DA6EFD5-BC11-43ED-88CB-82990C7051AF.jpeg

A1E3C3A7-2B5B-4F80-991D-9C55C5568FB5.jpeg

02EEF305-EB7B-4A14-B0D7-AD05381E7CA4.jpeg

936184E3-6660-4131-8A1F-374C5F3B3281.jpeg

47FF0CE8-D4F5-4D2D-BC92-461CE9C9EC95.jpeg

2717D22D-BDE2-414E-BDA4-6F388F25FF46.jpeg

10E2A1F5-3CD7-49D4-A592-EE7AEF30D48E.jpeg

ম্যাগনেটিক বল দিয়ে বানানো কিছু মুহূর্ত।

86B33D5D-BCAF-4944-AAF9-A35DB9C5B641.jpeg

852E258B-8C73-41AD-B890-773449239EC1.jpeg

আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে একজন ম্যাগনেটিক বল দিয়ে পুতুলের গায়ে চাদর বানিয়েছে, আরেকজন বল দিয়ে পুতুলের চুরি, গলার মালা বানিয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছিলো।

তারা নিজেরা নিজেরা খেলে আনন্দ পায়, কিন্তু আজকে আমি তাদের সাথে যোগ হওয়ার কারনে আনন্দটা দ্বিগুণ পেয়েছে। আসলে অনেক ব্যস্ততার মাঝে তাদের সময় দেওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে আমাদের সকলেরই উচিত তাদের সাথে কিছুটা সময় ব্যয় করা। বাচ্চারা কিন্তু তাদের বাবা-মায়ের সাথে খেলা ধুলা করতে খুবই পছন্দ করে। আমার এই পোস্টটি করার উদ্দেশ্য ছিল ছোট্ট একটি মেসেজ দেওয়া, তা হচ্ছে বাচ্চাদের সাথে কিছু সময় কাটানো।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

এই ম্যাগনেটিক বলের একটি এনিমেশন মুভি দেখেছিলাম খুব ভালো লেগেছিল মুভিটি। আজকে আপনার বাচ্চাদের এই বলগুলো দিয়ে খেলতে দেখে খুবই ভালো লাগলো। বল গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ।অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় দেখছি এই ম্যাগনেটিক বল দিয়ে। আসলে আমাদের সকলের উচিত দিনের একটা সময় হলেও বাচ্চাদের সঙ্গে কাটানো। কিন্তু সেই সময় টি বের করা খুবই কষ্টকর হয়ে যায়। যাই হোক ভালো সময় কাটিয়েছেন আপু আপনি আপনার বাচ্চাদের সঙ্গে।

 2 years ago 

আসলেই বলগুলো অনেক চমৎকার, বল দিয়ে খেলতে ওরা অনেক মজা পেয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

বাচ্চাদের সাথে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলেই এইটা লাইফের সেরা মুহূর্ত যেটা আপনি কাটিয়েছেন আপু। আমাদের সাথে আপনার সেরা মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু স্কুল খোলা থাকলে বাচ্চাদের অর্ধেকটা দিন স্কুলেই কেটে যায়।এবং তারা যতটুকু সময় পায় মোবাইল ট্যাব এবং টিভি নিয়েই পড়ে থাকতো।কিন্তু মোবাইল থেকে তাদের দৃষ্টি এড়ানোর জন্য আপু খুবই চমৎকার ভাবে নানা ধরনের খেলার সাথে ম্যাগনেটিক বল কিনে দিয়েছেন।এবং তাদের সাথে সময় দিয়ে ম্যাগনেটিক বল দিয়ে পুতুলের চাদর হাতের চুড়ি ইত্যাদি সব তৈরিকৃত জিনিসপত্র দেখে বেশ ভালো লাগলো।আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।♥♥

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে মাতা পিতার সাথে বাচ্চাদের বন্ডিং টা খুবই প্রয়োজনীয়।যা অনেকে না বুঝলেও আপনি বেশ ভালোভাবেই বুঝেন।

 2 years ago 

ঠিক বলেছো আপু বন্ডিংটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ।অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আমার কাছে ম্যাগনেটিক যেকোনো জিনিস খুবই ভালো লাগে। ছোট বেলায় আমি বিভিন্ন খেলনা ভেঙে ফেলতাম শুধুমাত্র ম্যাগনেট গুলো বের করার জন্য।
যাইহোক, আপনি ম্যাগনেটিক বলগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ম্যাগনেটিক জাতীয় যে কোনো জিনিস ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আর এই জিনিসগুলো আমি বানাইনি আমার মেয়েরাই বানিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68745.77
ETH 3744.06
USDT 1.00
SBD 3.76