সেমাই এর রসমালাই, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার সেমাই এর একটি রেসিপি নিয়ে। ঈদের দিন এই রান্নাটি করেছিলাম, খুবই মজা হয়েছিল। ঈদের দিন সেমাই না হলে কি চলে? তাই ভিন্ন একটু আয়োজন করলাম, আমার রেসিপিটি হচ্ছে সেমাইয়ের রসমালাই। আমি এখানে লাচ্ছা সেমাই দিয়ে রেসিপিটি তৈরি করেছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, ভাল লাগলে অবশ্যই ট্রাই করবেন।

85113A3A-DCE7-4217-92C0-68D8283A8EE9.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবে।

উপকরণপরিমাণ
সেমাই১ প্যাকেট
ডিম২ টি
গুঁড়ো দুধচার টেবিল চামচ
চিনিচার টেবিল চামচ
নারিকেল কোরাএক কাপ
সয়াবিন তেলভাজার জন্য
গরুর দুধহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

প্রথম ধাপ :

8359CD2F-6DFF-4C35-942C-5A82D6742083.jpeg

প্রথমেই সেমাইগুলো হাত দিয়ে ভেঙ্গে ঝুরি ঝুরি করে নিয়েছি।

A4A91990-4E29-4FC1-9D11-0BE877940D93.jpeg

B33A8AD3-8D34-42F8-9EED-32C9E25BA841.jpeg

এরপর চিনি ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নারিকেল কুচি দিয়ে দিয়েছি।

30CC488C-0B21-442E-B66D-7978C8E4F114.jpeg

এরপর নারিকেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

F20C72D2-1943-476D-8414-434799B36E6F.jpeg

C17975E4-9DFE-489F-BDD3-46F3CBFADFC3.jpeg

এরপর দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

C2C480B1-8487-48B7-8969-4C9D7B9C18F9.jpeg

এরপর হাতের সাহায্যে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি।

979C6AC5-FD72-46EB-96A5-B1EEA3F30C12.jpeg

DF2B123C-E048-463F-8C51-46F14D11F0AF.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে ডুবো তেলে সবগুলো বাদামি করে ভেজে নিয়েছি।

শেষ ধাপ:

4524E3A0-103B-40AD-994C-F11792907140.jpeg

এরপর একটি হাড়িতে দুই কাপ পানি নিয়ে চার কাপ গুঁড়ো দুধ যোগ করেছি।

C25CA250-D3E9-4393-B894-59F02B9059B6.jpeg

33255D40-9E7B-4DE1-9DEB-6AFE36E48194.jpeg

এরপর দুধ বলোক আসলে ভেজে রাখা সেমাইগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর ৫/৭ মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়েছি।

৫/৭ মিনিট পরে আরও সামান্য কিছু নারিকেল কুচি উপরে ছিটিয়ে দিয়েছি।

A6B1A2BC-EB46-4E22-BB0C-E4401FDF7B5F.jpeg

হয়ে গেল আমার মজাদার সেমাই এর রসমালাই।

34B73B6E-BA7C-4938-9A06-81969F05C5EA.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল
Sort:  
 2 years ago 

আপু আপনার সেমাইয়ের রসমালাই রেসিপি টি দেখে জিভে জল চলে আসলো মনে করছে এখনি খেয়ে ফেলি, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছে রেসিপিটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মজাদার লোভনীয় রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

জি আপু রেসিপিটি আসলেই অনেক মজার ছিল, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রসমালাই এমনিতে আমার বেশ প্রিয় আইটেম, পছন্দের খাবারগুলোর মাঝে অন্যতম। তবে সেমাই দিয়ে রসমালাই ব্যতিক্রম কিছু হলেও আপনি দারুণভাবে তৈরী করেছেন। সত্যি দেখেই বুঝা যাচ্ছে স্বাদে পরিপূর্ণ। দেখতে হবে চেক করে, পরিকল্পনায় রেখে দিলাম আপাদত, হি হি হি।

 2 years ago 

ভাইয়া স্বাদে আসলেই পরিপূর্ণ ছিল। সত্যি চেক করতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার সেমাইয়ের রসমালাই দেখে জিভে জল চলে আসল। এভাবে কখনো রসমালাই তৈরি করে খাওয়া হয়নি। আপনার সুস্বাদু রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। আমি একদিন এই রেসিপি বাসায় তৈরি করে দেখবো। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু বাসায় একদিন তৈরি করে দেখবেন, আসলেই অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সেমাইয়ের রসমালাই নাম শুনেই জিবে জল এসে গেল।
দেখতে খুবই সুন্দর হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু রসমালাই এমনিতেই আমার খুব পছন্দ আর আপনার সেমাইয়ের রসমালাইটা এতটাই লোভনীয় হয়েছে যে দেখে ইচ্ছে করছে এখান থেকে এক প্লেট নিয়ে খেয়ে ফেলে। সত্যি আপু খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছে। আমি এর আগে কখনো এরকম সেমাই দিয়ে রসমালাই তৈরি করে খাইনি। তবে আপনার রেসিপি দেখে শিখে নিয়েছে অবশ্যই একদিন ট্রাই করে দেখব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই ট্রাই করে দেখবেন আপু, আর শেয়ার করতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সেমাইয়ের রসমালাই রেসিপিটি দেখতে খুবই মুখোরোচক লাগছে আপু। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আমি এর আগে কখনো সেমাইয়ের রসমালাই খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া একবার ট্রাই করে দেখবেন, আসলেই অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু সেমাইয়ের রসগোল্লা বিষয়টা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। খেতে মনে হচ্ছে অসম্ভব সুস্বাদু হবে। এত চমৎকার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে এইমাত্র শেয়ার করলেন আপু। যা দেখে চোখ জুড়িয়ে গেল। ইচ্ছে হচ্ছে জেনো, যদি পাশে থাকতাম তাহলে আর কিছু না বলেই শুরু করে দিতাম। তবে বানানোর প্রতিটি ধাপ সুন্দর প্রসেসে মাধ্যমে সম্পন্ন করেছে। আসলেই শিক্ষনীয় একটি রেসিপি পোস্ট।

 2 years ago 

সত্যিই খুবই ভালো লাগলো আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি সবসময় মজার মজার রেসিপি শেয়ার করে। কিন্তু আজকের এই মজার রেসিপি আমার কাছে খুব ইউনিক লেগেছে। সেমাইয়ের রসমালাই হতে পারে তা আমার কখনো জানা ছিল না। অনেক সুন্দর ভাবে আপনি এই রেসিপি তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন। খুবই মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74