রুটিন চেকের জন্য দাঁতের ডাক্তারের কাছে যাওয়া, আর সাথে রয়েছে কিছু কেনাকাটা

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_2822.jpeg

দেশের অবস্থা ভালো নয়, তাই মনটাও ভালো নেই। সরকার গঠন না হওয়া পর্যন্ত বিশৃঙ্খলা চলতেই থাকবে। শুনেছি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে।আশা করছি এরপর থেকে সবকিছু আবার আগের মত হয়ে যাবে।যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে।যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে তাই এই ফাঁকে দাঁতের ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। হোল ফ্যামিলি মেম্বারের অ্যাপয়েন্টমেন্ট ছিল।নরমালি ছয় মাস পর পর এপয়েন্টমেন্ট করতে হয় রুটিন চেকের জন্য। প্রায় এক বছর আমরা কেউ যাইনি ডক্টরের কাছে, তাই বারবার মোবাইলে মেসেজ আসতে থাকে এপয়েন্টমেন্ট করার জন্য।তাই দ্রুত এপয়েন্টমেন্ট টি করে ফেললাম।

IMG_2757.jpeg

কিন্তু ওখানে গিয়ে দেখি আমি ও আমার হাজবেন্ডের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে, কারণ ইমারজেন্সি কোন পেশেন্ট ছিল। শুধু আমার দুই মেয়ের অ্যাপয়েন্টমেন্টটা রেখেছিল।যাইহোক বড় মেয়ের দাঁতের কোন প্রবলেম ছিল না, কিন্তু ছোট মেয়ের দাঁতে একটু প্রবলেম হয়েছে তাই আবার নতুন করে ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে। সাথে আমাদের দুজনের অ্যাপয়েন্টমেন্ট ও করে ফেললাম।এ দেশে বাচ্চাদের দাঁতের ট্রিটমেন্ট ১৮ বছর পর্যন্ত ফ্রি থাকে, কোন ফি নেওয়া হয় না।যাই হোক ডাক্তার দেখানোর কাজ শেষ হলো।ক্লিনিকের কাছেই ছিল বড় একটি শপিংমল।অনেকদিন কেনাকাটা করা হয় না, কিন্তু সময় ছিল না তাই শুধু বাচ্চাদের কিছু টয়েস সেখান থেকে কিনে নিলাম। শপিংমলে গিয়েছিলাম শুধু তাদের টয়েস কেনার জন্য।অনেক কেনাকাটা বাকি রয়েছে। পরবর্তীতে কোন একদিন গিয়ে কেনাকাটা সেরে নিতে হবে।

IMG_2762.jpeg

বাচ্চাদের খেলনা কেনাকাটার পর চলে গেলাম তাজ গ্রোসারি শপে।আগে থেকেই প্ল্যান ছিল গ্রোসারি শপে যাব কারণ ঘরের অনেক টুকিটাকি কেনাকাটার দরকার ছিল সেখান থেকে।সেখানে শাক-সবজি, ফলমূল সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে। প্রথমে আমার কিছু মসলা কিনে নিলাম। তেজপাতা, হলুদ গুঁড়া, জিরা গুড়া, এরপর আদা রসুন পেস্ট।এরপর সমুচা ও পরোটা, কাচা মরিচ কিনে নিলাম।এরপর যেটা বেশি দরকারি ছিল সেটি হচ্ছে চিকেন। কারণ ঘরে একটিও চিকেন ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। শুধু ঘরে পড়েছিল শিপের মাংস।আর বাচ্চারা শিপের মাংস থেকে চিকেন বেশি পছন্দ করে।সেখানে দেখলাম চিকেনের বিশেষ একটি ছাড় রয়েছে তাই মোট নয়টি চিকেন কিনে নিলাম।

IMG_2749.jpeg

IMG_2747.jpeg

IMG_2748.jpeg

এরপর সেখানে দেখলাম বেশ কিছু মাছও রয়েছে।তবে মাছ তেমন কেনা হয়নি শুধুমাত্র একটি মাছ কিনেছিলাম।একটি পাঙ্গাস মাছের প্যাকেট দেখলাম।প্যাকেটটি দেখে বেশ ভালো লেগেছিল তাই কিনে ফেললাম।সেভেন পাউন্ড নিয়েছিল মাছের প্যাকেটের মূল্য। অনলি তিন পিস মাছ ছিল।তবে মাছের পিস গুলো অনেক বড় ছিল।যদিও পাঙ্গাস মাছ খেতে তেমন মজা লাগেনা তারপরও কিনে ফেললাম।

IMG_2750.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাদের নাম ক্যান্সেল হয়ে গেছে এটা বেশ দুর্ভাগ্যজনক ছিল। তবে ছোট মেয়ের দেখানো হয়েছে এটা একটা আনন্দের কথা। আর সেখান থেকে সবাই মিলে শপিংমলে গিয়ে যে সুন্দর সময় কাটালেন, তা আজকের ব্যস্ত জীবনে সত্যিই বড় আনন্দের। ভালো থাকুন। সৃজনে থাকুন।

 last month (edited)

বিদেশে চিকিৎসা ব্যবস্থা এত বেশি ভালো হয় এবং ওদের এই বাচ্চাদের ফ্রি চিকিৎসার বিষয়টা খুবই অভিনব। আমাদের মানুষজন তো রুটিন চেকআপের কথা ভাবতেই পারেনা। আপনাদের এপয়েন্টমেন্ট গুলো ক্যান্সেল হয়েছে জেনে খারাপ লাগলো। আসলে ব্যস্তজীবনে সবকিছু নির্ধারিত সময়ে হয়ে গেলেই ভালো হয়। বাজার হাটে সেকশনটা বেশ গোছানো। সেদিন পাঙ্গাস মাছ কিনলেন আর বাড়িতে রান্না করলেন দুটোই ব্লগের মধ্যে দেখলাম ও জানলানা। আমি অবশ্য এই ব্লগটা আগে দেখিনি তাই পাঙ্গাস মাছটা আগে দেখে ফেলেছি। ভালোলাগা জানালাম।

 last month 

বিদেশে আসলে মেডিকেল ব্যবস্থা অনেক বেশি ভালো হয়। তাছাড়া ১৮ বছর পর্যন্ত ওখানে দাঁতের ডাক্তার দেখানো ফ্রি, এটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক, দাঁতের ডাক্তার দেখাতে গিয়ে এতকিছু কেনাকাটা করেছেন জেনে খুব ভালো লাগছে। তবে আপনাদের ওখানে দেখছি পাঙ্গাস মাছের অনেক দাম। আমাদের এখানে তো খুবই কম দামে পাঙ্গাস মাছ পাওয়া যায়। খুব ভালো লাগলো আপু, আপনার এই পোস্ট টি পড়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60025.27
ETH 2417.33
USDT 1.00
SBD 2.42