একটি ফুলের চিত্র অংকন (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে। হ্যা, বন্ধুরা একটি ফুলের চিত্র অঙ্কন। এই প্রথম স্টিমিটে আমার একটি চিত্রাংকন শেয়ার করতে যাচ্ছি, আসলে আমি চিত্র অঙ্কনের মোটেও পারদর্শী নই তারপরও একটু চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব না হলেও একটু ভালো লাগবে।

BE648ACD-FD81-43DA-9351-CFDDA2901273.jpeg

চলুন দেখে নেওয়া যাক ফুলটি অংকন করতে আমার কি কি জিনিসপত্র লাগবে।

  • একটি সাদা পেপার
  • দুটি পেন্সিল
  • একটি রাবার
  • একটি কম্পাস

0BF7D86B-C75B-4A6C-924C-B3DA3EDCAE30.jpeg

নিম্নে অংকন করার পদ্ধতি গুলো আপনাদের ধাপে ধাপে দেখানো হলো:

9249BC23-6CE1-46A0-A064-784F079A8575.jpeg

প্রথমেই একটি পেপারে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

77DFEE64-589E-4CF8-A863-37F514A56DF2.jpeg

এবার বৃত্তটির নিচের দিকে একপাশে গাঢ় করে আরও একটি ছোট্ট বৃত্ত এঁকে নিয়েছি।

E3843798-D9E2-4A1A-AC10-44991B3E8BD6.jpeg

এবার ছোট্ট বৃত্তটির একটি বর্ডার দিয়েছি।

56ABD6CB-48BB-46BB-A75A-B13C4258430B.jpeg

বর্ডারের চারিপাশে ডিজাইন করে নিয়েছি ।

38E5AB63-B13A-462A-BB20-41C3E58473B3.jpeg

ডিজাইনের চারিপাশে ৬টি পাপড়ি এঁকে একটি ছোট ফুলের আকৃতি করছি ।

7F29ED1B-C800-49D8-9ADF-29989A28B87E.jpeg

ফুলটির পাপড়িগুলোর ভিতরের সাইডের দিকে পেন্সিল দিয়ে গাঢ় করে দিয়েছি।

3C9F54F2-8464-45AF-8482-7002619B9390.jpeg

এবার উপরের দিকে একটি পাপড়ির উপরে আরো দুটি পাপড়ি একে নিয়েছি।

18B91975-C3E9-4FEE-B8FB-C1E521691B28.jpeg

এবার একটি পাপড়ির উপরে একটু ডিজাইন করে নিয়েছি।

D6972E76-ED80-47DE-9020-CB930998B509.jpeg

ছোট ফুলটির বিপরীত দিকে ঐ একই ডিজাইন আবার করে নিয়েছি।

45C22F42-8C54-43AB-BE85-384C9B32C10A.jpeg

ডিজাইনের দুই সাইডে দুটি মঞ্জুরী দন্ডের মত এঁকে দিয়েছি।

2CCE1D47-122B-4201-8B07-1A678132080E.jpeg

এবার ছোট ফুলটির বিপরীত দিকে ছোট্ট করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।

FBAD7FBA-11D5-49D1-A1E5-4ADB52CF93BC.jpeg

বৃত্তটির চারপাশে পাঁচটি পাপড়ি একে নিয়েছি।

C5089108-347E-4AD6-AD81-A73BD59B6B39.jpeg

পাপড়িগুলোর ভিতরের দিকে একটু ডীপ করে এঁকে নিয়েছি।

7EC62A20-82BD-45B6-8BDF-0F8130A93838.jpeg

এবার পাপড়ির উভয়দিকে মঞ্জুরী পত্রের মত একটু ডিজাইন করে নিয়েছি।

9B2206D3-CBE6-498D-89FF-6A7A3FD0950E.jpeg

এবার ডানদিকে নিচের ফুল থেকে ছোট ছোট অনেকগুলো পাপড়ি উপরের ফুল পর্যন্ত এঁকে নিয়েছি।

81DDD1DC-F187-4025-8EE2-2409EA165E71.jpeg

পাপড়ি গুলোর ভিতরের দিকে ডিজাইন করে নিয়েছি।

F9891EC2-801B-46BD-B288-02B28786577B.jpeg

এবার বাম সাইডে ডান সাইডের মত একটু ভিন্ন রকমের কতগুলো পাপড়ি এঁকে মাঝখানটা পূর্ণ করে নিয়েছি।

93E6A987-E504-4860-A973-7C6CC14AEF66.jpeg

পাপড়িগুলোর মাঝখানের ডিজাইন করে আমার অংকন শেষ করেছি। হয়ে গেল আমার একটি সুন্দর ফুলের চিত্র অংকন।

আশা করি আমার এই ফুলের অঙ্কন এবং পদ্ধতি টি আপনাদের ভাল লেগেছে।

5F219970-3F87-42C3-9E08-30DB8763BE9B.png

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হবে একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন ধাপ গুলো সহজ ভাবে উপস্থাপনা করেছেন সবার বুঝতে সহজ হয়েছে ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হৃদয়ের সবটুকু ক্রিয়েটিভ দিয়ে ফুল তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর এবং অসাধারণ চিত্র অঙ্কনের দৃশ্যপট। সাথে উপস্থাপনাটি ছিল অতি চমৎকার

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের ছবিটি খুবই সুন্দর একেছেন আপু। খুবই দক্ষতার সাথে ছবিটি একেছেন আপু। এবং উপস্থাপনা টা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল।

আপনার ফুলের চিত্রটি অসাধারণ হয়েছে আপু।
চিত্রের ফুলটি অনেকটা মাথার মুকুটের মতো হয়েছে যেটা পহেলা ফাগুনের দিন বেশিরভাগ মেয়েদের মাথায় দেখতে পাওয়া যায়।
শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

বাহ খুব সুন্দর বলেছেন তো, আমি তো কখনো এটি ভেবে দেখিনি,ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, শুভকামনা রইলো আপনার জন্যও।

 3 years ago 

আপনার অঙ্কনকৃত ফুলের দৃশ্যটি দেখতে অসাধারণ লাগছে

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু অনেক সুন্দর ভাবে এঁকেছেন আর কাজ দেখে মনে হচ্ছে দক্ষ হাতের।আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাশআল্লাহ, খুব সুন্দর ড্রয়িং করেছেন আপু, আপনার তো প্রতিভার শেষ নেই, এতো সুন্দর ড্রয়িং করতে পারেন সেটা জানা ছিলো না। ভালো লেগেছে আমার কাছে ড্রয়িংটি। ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।ঠিকই বলেছেন আমার প্রতিভার শেষ নেই আপনার মত যেমনটি আপনি আজকে করে দেখিয়েছেন।

 3 years ago 

বাহ!! খুব সুন্দর করে একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু। আপনার প্রতিটি কাজ আমার ভালো লাগে। আমি নিয়মিত আপনার সব কাজ দেখি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি ফুলের চিত্র এঁকেছেন। খুবই সুন্দর হয়েছে ফুলের চিত্র টি। আকার ধাপ গুলোও সুন্দর ও সহজ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51