টার্গেট ডিসেম্বর সিজন ২ এ আমার অংশগ্রহণ
আসসালামু আলাইকুম
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ আয়োজিত তৃতীয় টার্গেট ডিসেম্বর সিজন ২ এ অংশগ্রহনের ৪৩ সপ্তাহ পূর্ণ হলো আজ। তৃতীয় টার্গেট পূরণ করে এখন নতুন টার্গেটের দিকে অগ্রসর হচ্ছি। নতুন টার্গেট ডিসেম্বরের মধ্যেই স্টিম পাওয়ারকে ১০,০০০ এ পরিনত করা। ৯৪১৩ স্টিম পূর্ণ হলো আজ, টার্গেট পূরণ হতে ছয়শত স্টিমেরও কম লাগবে। খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে।
source: pixabay [copyright free image ]
আজ ৫০স্টিম পাওয়ার আপ করেছি, এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৯,৩৬৩।পাওয়ার আপ এর পরে হয়েছে ৯,৪১৩স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপ করার পূর্বে :
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপ করার পরে :
এছাড়া নিয়মিত হিরোইজমকেও ডেলিগেশন করে যাচ্ছি।আজকে হিরোইজমকে ৫০ স্টিম ডেলিগেশন করেছি, ডেলিগেশন এর পূর্বে ছিল ৩,৪০৩স্টিম, এখন হয়েছে ৩,৪৫৩।এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের সকলেরই উচিত পাওয়ার আপের সাথে সাথে হিরোইজমকেও কিছু ডেলিগেশন করা, এতে করে আমরা সকলেই উপকৃত হব।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আপু আপনি তৃতীয় টার্গেট শেষ করে এখন নতুন টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন। শুনে বেশ খুশি লাগলো। আর প্রায় ৬৪ মিনিটের মতো আছে আপনার ১০০০০স্টিম টার্গেট সম্পূর্ণ করার। আপনার টার্গেট গুলোর জন্য অনেক অনেক শুভকামনা অভিনন্দন।
আপু আপনি টার্গেট ডিসেম্বর সিজন ২ কে সামনে রেখে প্রতিনিয়ত পাওয়ার আপ করছেন দেখে অনেক ভালো লাগে। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
আশা করি আপু, ভালো আছেন? আপনি তৃতীয় টার্গেট শেষ করে এখন নতুন টার্গেটের লক্ষে এগিয়ে যাচ্ছেন শুনে খুব ভালো লাগলো। আসলে আমাদের সকলের পাওয়ার আপ করা উচিত। যার যতো বেশি পাওয়ার তার ততো বেশি সক্ষমতা। আপনাদের পাওয়ার আপ এর পোস্ট দেখলে খুব ভালো লাগে। পাওয়ার আপ করতে খুবই উৎসাহ এবং উদ্দীপনা জাগে। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।
প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে আপনি আপনার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৫০ স্টিম পাওয়ার আপ করলেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগলো। দোয়া রইল খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।
একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.534017%