আলু দিয়ে কোয়েল পাখির মাংসের রেসিপি (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আলু দিয়ে কোয়েল পাখির মাংসের মজাদার রেসিপি নিয়ে। এই পাখির মাংস প্রায়ই আমাদের বাসায় রান্না করা হয়, কারণ পরিবারের সকলেই পছন্দ করে, আর আমার কাছে এই মাংশ আলু দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাই তাহলে মূল পর্বে।

88B39145-4B81-436F-8706-837558AD4E2C.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ ও কতটুকু লাগবে?

উপকরণপরিমাণ
কোয়েল পাখি৪টি (০.৩৫০ কি: গ্রাম)
পেঁয়াজ কুচিহাফ কাপ
আলু ছোট ছোট করে কাটাবড় সাইজের ১ টি
আদা বাটাহাফ টেঃচাঃ
রসুন বাটাহাফ টেঃচাঃ
হলুদ গুড়াহাফ চাঃচাঃ
ধনিয়া গুড়াহাফ চাঃচাঃ
মরিচ গুঁড়াহাফ চাঃচাঃ
জিরা গুঁড়াহাফ চাঃচাঃ
গরম মসলাহাফ চাঃচাঃ
লবণস্বাদমতো
এলাচ৩টি
লবঙ্গ৩টি
দারচিনি১ পিস
কাঁচা মরিচ২টি
টমেটো কুচিচা কাপের এক-চতুর্থাংশ

কার্যপ্রণালী :

ধাপ: ১

প্রথমেই মাংসগুলোর বরফ ছাড়িয়ে নিয়েছি।এরপর পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ এবং আলু ছুলে কেটে নিয়েছি। এরপর পাখির মাংসগুলো কেটে নিয়েছি, একেকটি পাখিকে চারভাগে কেটে নিয়েছি। এরপর আলুগুলো ভেজে নিয়েছি।

নিম্নে পদ্ধতি গুলো দেখানো হলো:

EC086194-5853-4953-B997-D6B1D164AAB2.jpeg

996E560D-5E4A-423B-8811-7D56BFC6EDAC.jpeg

B2ABC895-188E-43BD-935A-34B699653BAC.jpeg

56E26421-9593-4243-9161-D4A8F9BF0CD3.jpeg

7A0B0B03-49A3-49D5-A73B-A9A0DA396725.jpeg

8A80FBD8-DA26-4FB0-98FF-557551F0E85A.jpeg

শেষ ধাপ:

একটি হাঁড়িতে তেল গরম করে আদা- রসুন পেস্ট নিয়েছি।এরপর পিঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।এরপর সিদ্ধ হওয়ার পর তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর বাকি মসলাগুলো দিয়ে আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর ২/৩ মিনিট কষিয়ে নিয়েছি।২/৩ মিনিট পরে দেড় কাপ পানি যোগ করে আরো ৪/৫ মিনিট রেখে দিয়েছি।৪/৫ মিনিট পর আরো দুই-তিন মিনিট হালকা আঁচে রেখে দিয়েছি। হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে কোয়েল পাখির মাংসের রেসিপি।

নিম্নে পদ্ধতি গুলো দেখানো হলো:

F40FA34E-FC6C-4507-B07B-846DDE7712E6.jpeg

F6864538-F222-428E-A522-09FB3E5CB8E6.jpeg

A2FE8C2C-6F9C-4F21-B38B-FA8CFA8A7ECB.jpeg

456B69CD-06E8-47FA-8960-FDCD89F286A5.jpeg

B56F793B-2F89-44B6-980A-011EA52F4E27.jpeg

347B57B2-C40E-463C-B3C0-33E0417C2061.jpeg

3EEC2EF2-9736-44DF-BA80-15154022BD9F.jpeg

24D2D425-CF77-42E6-A8D0-E2C5D2B9A6E8.jpeg

9B8E0493-F088-435E-B52A-6E5DFFBB4B71.jpeg

73BAC32B-02BF-46BD-A9FD-1ABC13339DDD.jpeg

6551E4E0-7BA6-40C2-9359-F8F329A76FB3.jpeg

CBF8DE81-A2B7-4F61-9C68-8587D16FF247.jpeg

217FED06-E3E9-4D7A-A07D-0DB6C03168B0.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

দারুন প্রিয় একটা রেসিপি । কোয়েল পাখির মাংস আমার ফেভারিট ।

 3 years ago 

কোয়েল পাখির মাংস অনেক বছর আগে একবার খেয়েছিলাম। রেসিপিটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং খাবারটি দেখতে খুব লোভনীয় লাগছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি বানিয়েছেন। রেসিপি তে ব্যবহৃত ছবিগুলো অনেক সুন্দর হয়েছে এবং সেইসঙ্গে উপস্থাপনা ও ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি হয়েছে।কোয়েন খেতে মচমচে লাগে আমি বেশ অনেকদিন আগে খেয়েছিলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কোয়েল পাখি গুলো ফ্রিজ থেকে বের করেছেন দেখে বোঝা যাচ্ছে। তবে আপনার রাঁধুনির স্টাইল গুলো এবং ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে পুরো পরবর্তী আপনি এমনভাবে উপস্থাপন করেছেন যেটি খুবই চমৎকার লেগেছে

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কয়েল পাখির ডিম অনেক খেয়েছি। খুবই পুষ্টিকর জিনিস। কিন্তু কোয়েল পাখির মাংস কখনো খাওয়া হয়নি। রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, কোয়েল পাখি আমার খুব মজা লাগে, খেয়ে দেখবেন আপনারও ভালো লাগবে।

 3 years ago 

আচ্ছা আপু।

 3 years ago 

কোয়েল পাখির মাংস আমার খেতে খুব ভালো লাগে। আর দেখেই মুখে পানি চলে আসলো। যাইহোক আপনার রেসিপিটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক বছর হচ্ছে আমি কোয়েল পাখির মাংস খাইনা।
আজকে হঠাৎ সবার পোস্ট পড়তে পড়তে আপনার পোস্টটা চোখে পড়ে গেল। কোয়েল পাখির মাংস দেখেই তাড়াতাড়ি পোস্টে ঢুকে পড়লাম ।
আপনার রান্নাটি অনেক বেশি সুন্দর হয়েছে এবং আকর্ষণীয়।

 3 years ago 

দেখে মনে হচ্ছে আপনি কোয়েল পাখির মাংস খুব পছন্দ করেন।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কোয়েল পাখির মাংস কার না পছন্দ! অনেক সুন্দর এবং লোভনীয় রেসিপি শেয়ার করেছেন আপু । অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

 3 years ago 

কোয়েল পাখির মাংস অনেক সুস্বাদু। আপনার রান্নার প্রসেস অনেক সুন্দর হয়েছে। রান্নার কালার টা অনেক ভালো লাগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41