আমার বাগানের যত্ন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।একটানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকের আবহাওয়া খুবই ভাল ছিল।আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার একটি বাগান রয়েছে আর আমি বাগান করতে খুব ভালবাসি, আর সেই বাগান যদি অবহেলায় পড়ে থাকে তাহলে কোন ফল পাওয়া যাবেনা। সে জন্য চাই তার সঠিক যত্ন, একটানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এবং সময়ের ওভাবে বাগানের কোন যত্ন নিতে পারেনি। পানি দেওয়ার কাজটি বৃষ্টিই করে দিয়েছে, তা নাহলে প্রতিদিনই গাছে পানি দিতে হয়।তাছাড় নিয়মিত আগাছা পরিষ্কার করা, গাছে সার দেওয়া, বাগানের ঘাস কাটা ইত্যাদি কাজ মাঝেমাঝে করতে হয়, বৃষ্টির কারণে এগুলো অনেক দিন বন্ধ ছিল। আজকে সারাদিন আমার হাজবেন্ডের সাথে বাগানে সময় দিয়েছি বাগান পরিচর্যার কাজে।

07A39F9D-7A79-41A1-A9A1-C0CB8BE8BD7B.jpeg

3B2DB8EB-0D84-4441-BB45-CB5A79ECDABA.jpeg

B8EA76CC-D396-4369-939D-485CFBF0D2D6.jpeg

প্রথমেই শুরু করেছিলাম ফুলের বাগানের আগাছা নিধন দিয়ে, চারিপাশ ঘাসে ভরে গিয়েছিল।

77FECFB0-EE6D-4A86-901A-98D114AFD23A.jpeg

0ACA5BF1-B4A3-439F-9DA6-793958963864.jpeg

F8909ED1-E6AD-4506-B86D-ECC92ECB93BF.jpeg

1A9B5E95-7871-48E8-8865-4D515B6A5595.jpeg

এরপর সবজি বাগানে আগাছা নিধন এবং কিছু ষাড়ও দেওয়া হয়েছে মাটিতে, গতকাল একটি পোষ্ট করেছিলাম ওই পোস্টে দেখতে পারবেন গাছগুলো আগাছায় ভরা ছিল আজকে একেবারে পরিষ্কার।

এরপর শুরু হয় বাগানের আসল পরিচর্যা, মানে ঘাস কাটা। সাধারণত এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর বাগানের ঘাস কাটতে হয় তা না হলে ঘাস অনেক লম্বা হয়ে যায় এতে বাগানের সৌন্দর্য নষ্ট হয়। সাধারণত ঘাস কাটার কাজে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অংশগ্রহণ করে থাকি কারন আমাদের বাগান টা অনেক বড়, একা করতে গেলে অনেক সময় লাগে।

6EBFF97D-D140-4556-8AD2-FA53F3C00619.jpeg

DA7B58B4-8CC7-444C-A051-8E131EECE18D.jpeg

26945616-320C-427B-9CCD-40E449D8CAE0.jpeg

55AF4359-4528-4ED5-AF43-475B38CAEC09.jpeg

4FB3F3C8-AAED-432F-A487-DBB0BD531CF5.jpeg

AB499AB5-DB44-4277-B369-5F3006DCCA58.jpeg

আমার মেয়েও এসেছে সাহায্য করতে।

3A7670A6-8F4D-414D-8B18-06664366515B.jpeg

2A8364F3-3555-4615-8DDA-C57288BBD75F.jpeg

এদেশের সকলেই তাদের বাগানের ঘাস কেটে সুন্দর করে রাখে, এ কারণেই এ দেশের বাগানগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়াও আরো দেখবেন এদেশের রাস্তার পাশে যে ঘাসগুলো থাকে সেগুলোও সরকারি উদ্যোগে প্রতি দুই সপ্তাহ পরপর কাটা হয় একারনে এদেশের রাস্তাঘাটগুলো দেখতে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন লাগে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশেও যদি এই উদ্যোগ নেয়া হতো এবং সকলেই যদি তার বাড়ির সামনে ঘাসগুলো কেটে রাখতো তাহলে বাংলাদেশও দেখতে অনেক সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যেত।

এটিই ছিল আমার এই আজকের আয়োজন, আশা করি আপনাদের ভাল লেগেছে।

সবগুলা ফটোগ্রাফির what3words address:
https://w3w.co/grades.units.ending

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

অনেক গোছানো চারপাশটা। অনেক ভালো লাগলো,,, আর সব চেয়ে বড় কথা, নিজের বাগান নিজের হাতে পরিষ্কার করে মনের মত সাজাতে আনন্দই আলাদা।

 3 years ago 

ঠিকই বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাগানটি দেখতে খুবই সুন্দর এবং গোছানো আর বাগানের মধ্যে বেগুন গাছ গুলো খুবই সতেজ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে সময় দেওয়ার জন্য।

 3 years ago 

ছবিগুলো খুব সুন্দর হয়েছে। একেবারে পরিস্কার পরিচ্ছন্ন লাগছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু মনে হচ্ছে আপনাদের বাড়িটি অনেকটা জায়গা ঘিরে।আপনার সবজি বাগান দেখলে বোঝা যায় বিদেশেতেও প্রকৃত বাঙালির পরিচয় সব কিছুই পরিপাটি।আপনার বাড়ির চারপাশ দেখে মন ভরে গেল।
অশেষ ধন্যবাদ আপনাকে।শুভকামনা আপু।

 3 years ago 

ঠিকই বলেছো আপু আমার বাড়ীর সামনে ফুলের বাগান , আর পিছনে অনেক বড় শাকসবজি ও ফলমূল এর বাগান কিন্তু সামনের বাগানটি অনেক ছোট।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69135.35
ETH 3742.65
USDT 1.00
SBD 3.67