সিলেটের মেঘালয় ও সাদা পাথর অঞ্চলের ভ্রমণ সাথে রয়েছে চমৎকার কিছু ফটোগ্রাফি পর্ব : ১ , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল একটি পোষ্ট করেছিলাম আমাদের আজকের এই ভ্রমণ সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা আজকে সারাদিন পরিবারের সদস্য নিয়ে আমরা খুব উপভোগ করেছি, ছোটখাটো একটি পিকনিক এর মতো হয়েছিল। পরিবারের ২৫ জন সদস্য ছিল আমাদের আজকের এই ভ্রমণটিতে। বাবুর্চি দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। এর জন্য ছোট একটি মিনি বাস ভাড়া করেছিলাম, সাথে ছিল আমার দুই বোন ও তাদের পরিবার। আজকে আমরা সারাদিন সিলেটের বিখ্যাত সাদা পাথর এলাকা ভ্রমন করেছি, মূলত পাথরের কারনেই এ এলাকাটি বিখ্যাত।এই এলাকাটিকে মেঘালয় বলা হয়। অনেক সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দিয়ে ঘেরা এই এলাকাটি, যা ভারতের মেঘালয় পাহাড় নামে পরিচিত। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করতে যাচ্ছি, যেহেতু অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি তাই এই ভ্রমণটিকে দুটি ভাগে বিভক্ত করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

56807CBC-CED7-467D-BB1E-621F74697FC9.jpeg

BF1869A7-DAA1-4741-A7EE-8381DA17FBF2.jpeg

DEAE285C-BBF3-46B3-A178-C1D33FCEFDB0.jpeg

0A395C6F-7B40-421B-A529-1ACB39E687B0.jpeg

3259D2C5-43FA-4E02-99E2-C14F4FD78D34.jpeg

AB74A29B-D603-43EC-8318-D36F9A23B096.jpeg

74FE0FC3-318B-4A16-9BCD-9FED80DD8F40.jpeg

30476E02-D268-4E52-8955-CFBD22B4E1A9.jpeg

2B02CE00-5A35-4E18-9954-8FD3381D6470.jpeg

A0DD1518-DD19-461C-8D10-B6972EDCD049.jpeg

B473C35E-5AC5-4B94-ACBD-6E0145F62B38.jpeg

6C9C96F9-1649-4BDF-8562-D5DA543D0BF9.jpeg

B177FE09-61E9-4C96-A67C-027AFF92D00F.jpeg

5D763C30-B3E6-4F57-A82A-42EEA3C3AD4F.jpeg

FDBDA285-9ED0-49C2-9D28-9A150A0AC04F.jpeg

85609755-64D7-4DDD-9189-9C71751327CE.jpeg

7EB630BC-B2CB-44D0-87D7-D55CCB3E4108.jpeg

2775D726-510F-43DC-8B81-FB460A192386.jpeg

F41D0E3D-12A7-4DF4-96A7-268E8DB5FF14.jpeg

8D41DD97-440D-4F5C-B998-7E4935A6C24C.jpeg

B0501127-B7F2-41BA-8788-910EE7925DE0.jpeg

B92C42EE-D38A-4652-BA32-9148F0373A57.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। কালকে আবার আপনাদের মাঝে হাজির হব আরও চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে ॥আশাকরি আমার এই আয়োজন আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপু। মন জুড়িয়ে গেল একদম। আপনি দেশে এসে ঘুরাঘুরি করতে পারতেছেন শুনে ভালোই লেগেছে। সবসময় নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। সবগুলো ফটোগ্রাফি সত্যিই অনেক ভালো হয়েছে,জায়গাটি ঘুরে দেখার ইচ্ছা জাগল। অনেক ধন্যবাদ আপু, এই সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি ছিল আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি মনে হচ্ছে জীবন্ত। এবং দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন দেখছি। সাদা পাথর ও সিলেটের মেঘালয় সৌন্দর্যতা খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন ।আমার কাছে স্বচ্ছ পানিতে সাদা পাথরের দৃশ্য খুবই ভালো লেগেছে। পরিবারের সদস্যদের সাথে খুব ভালো মুহূর্ত কাটিয়েছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনাদের ভ্রমণ শুভ হোক সেটাই কামনা করি।😍😍

 2 years ago 

আসলেই ভাইয়া জায়গাটি খুবই অসাধারণ ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আমিও এই জায়গায় গিয়েছিলাম।
যা সুন্দর ছিলো,এখনো ঠিক আগের মতোই আছে।
বিশেষ করে পানিগুলো এতোটা স্বচ্ছ কি আর বলবো!!

 2 years ago 

একদম ঠিক বলেছো আপু স্বচ্ছ পানির মধ্যে পাথর গুলো দেখতে আসলে খুবই চমৎকার, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

এই জায়গাটি সত্যি অসাধারণ লাগে আমার কাছে দেখতে। তবে এখনো পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হলো না ।আশা করছি ভবিষ্যতে কোন এক সময় সিলেটে গেলে এই জায়গাটা ঘুরে আসব। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য, নিমন্ত্রণ রইলো সিলেট ঘুরে দেখার জন্য।

 2 years ago 

মেঘালয় ও সাদা পাথর অঞ্চলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ফটো গুলো দেখে অনেক ভালো লাগল। মনপর মধ্যে অনেক জলপনা কল্পনা হচ্ছে কোনদিন যে লং ছুটি যাব।
যা হক আপনাদের ভ্রমন অনেক আনন্দ হয়েছে বোঝাই যাচ্ছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। কমেন্টস করে আর একবার চেক করে দেখবেন প্লিজ কোন ভুল হয়েছে কিনা, কারণ অনেক ভুল হয়েছে আপনার কমেন্টসটিতে।

 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবেই ফটোগ্রাফি গুলো করেছেন। পাথরের উপরে ফটোগ্রাফি গুলো আমার আরো বেশি ভাল লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমত ছবি দেখে ভাবলাম কি ফোন দিয়ে তোলা, শেষে এসে মাথা নষ্ট। খুবই দারুন ফটোগ্রাফি করছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা হল সিলেট। অনেকে আবার সিলেটকে দ্বিতীয় লন্ডন বলে। সিলেটের বিভিন্ন জায়গার ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

স্বপ্নীল পরিবেশ সিলেটের এই অঞ্চলটি। আকাশের নীল এর সাথে মিলিয়ে তোলা ছবিগুলো সত্যিই অসাধারণ ল্যান্ডস্কেপ। খুব শীঘ্রই আমি সিলেট যাওয়ার পরিকল্পনা করছে কারণ এখনও সিলেট শহর টা এবং জাফলং ঘুরে দেখা হয়নি। আপনার ভ্রমণ ও ফটোগ্রাফি দেখে আগ্রহটা আরো বেড়ে গেল। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.030
BTC 67918.33
ETH 3740.37
USDT 1.00
SBD 3.69