ফটোগ্রাফির সাথে কুইজ এবং সাথে থাকছে ৬ স্টিম প্রাইজ, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একেবারেই ব্যতিক্রমী একটি আয়োজন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটি কুইজ এর আয়োজন করতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি আমি কুইজে অংশগ্রহণ করতে খুবই পছন্দ করি, মাঝে মাঝে আমাদের হ্যাংআউটে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে , সত্যিই দারুনভাবে উপভোগ করছি, যদিও আমার টাইপ করতে অনেক সময় লেগে যায়। কষ্ট লাগে যখন অনেক জানা প্রশ্নের উত্তর টাইপ করতে করতে অন্য কেউ আনসার করে ফেলে। তখন কি আর করা? বসে বসে দেখি, কিন্তু ওই প্রতিযোগিতার সময় অনেক এক্সাইটমেন্ট কাজ করে।

আজকে আমি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ফেললাম। আমার কুইজের বিষয়বস্তু হচ্ছে আমার বাগানের ফুল নিয়ে। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি বাগান করতে ভালোবাসি এবং আমার বাগানের অনেক ফলমূল, শাকসবজি ও ফলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কতগুলো ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও এর মধ্যে অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি । আজকে আমার টার্গেট ফটোগ্রাফি নয়, টার্গেট কুইজ ,তাই ফটোগ্রাফিগুলো শেয়ার করেছি।

প্রতিযোগিতার কুইজ হচ্ছে:

আমার বাগানের ১০ টি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি, এর মধ্যে কত নাম্বার ফুলটি জেরানিয়াম , আর আমার বাগানে এ ফুলের কয়টি কালার আছে?

ফটোগ্রাফি : ১

2D20C5A7-A1B6-44B3-97B9-479331275AEC.jpeg

ফটোগ্রাফি : ২

CD0ED2A2-D97B-4A74-81D2-39A83A62340F.jpeg

ফটোগ্রাফি : ৩

FB53D69E-400E-48F9-A9FD-DEB411479BAE.jpeg

ফটোগ্রাফি : ৪

A1E516E9-17DE-4B10-9663-0AEA39DA343F.jpeg

ফটোগ্রাফি : ৫

657B3BE5-5AC1-4596-9A75-B60575C1072B.jpeg

ফটোগ্রাফি : ৬

58A09C04-93A8-4588-8A9B-BFC0D8D76760.jpeg

ফটোগ্রাফি : ৭

FA80128D-B2DD-4615-A75D-5C9857248E64.jpeg

ফটোগ্রাফি : ৮

CE76887B-BF2C-49FD-B4B6-183FBC61177B.jpeg

ফটোগ্রাফি : ৯

AACD8890-4401-4596-8697-88D0B6B0A809.jpeg

ফটোগ্রাফি : ১০

588A7F81-DF9F-4C0C-8FD7-7FED4660664E.jpeg

প্রতিযোগিতার নিয়মাবলী:

  • ১- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগের সদস্য হতে হবে।
  • ২ কমেন্টস এডিট করা যাবে না।
  • ৩ কারো কমেন্টস এ আপভোট করা যাবে না।
  • ৪ আপনাকে অবশ্যই আমার পোস্টটি রি- স্টিম করতে হবে যেন অন্য সদস্যরা দেখতে পারেন।

পুরস্কার :

  • ১ম = ৩ স্টিম
  • ২য় = ২ স্টিম
  • ৩য় = ১ স্টিম

প্রথম তিনজন সঠিক উত্তরদাতা কে আগামীকাল বিজয়ী ঘোষনা করা হবে।

বন্ধুরা আমার এই পোষ্টটি করেছি শুধুমাত্র একটু বিনোদনের জন্য, অন্য কোন কারণে নয়, প্লিজ আপনারা একে অন্যভাবে নিবেন না।

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 10 X max

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

ধন্যবাদ ম্যাডাম এরকম চমৎকার একটি কনটেস্ট পোস্ট করার জন্য । ফুল আমি ভালোবাসি খুব এটা যেমন সত্যি, ঠিক তেমনই ফুল সম্পর্কে আমার নলেজ প্রায় শূন্য এটাও শতভাগ সত্যি ।

যাই হোক আমি চেষ্টা করলাম কুইজ এর উত্তর দেয়ার । নিশ্চিত ভুল হবে । বাট, কি আর করা ?

১. Petunia
২.
৩. Pansy
৪. Violet Pansy
৫.
৬.
৭. Petunia
৮. Geranium
৯. hydrangea
১০. coccinea

জেরানিয়াম , এ ফুলের দুইটি কালার রয়েছে আপনার বাগানে , লাল, গোলাপি

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। আর আপনি খুবই চমৎকার ভাবে ফুলগুলোর ক্রম অনুসারে নাম গুলো দিয়ে গিয়েছেন।

আপনার পূর্বে কেউ সঠিকভাবে এই কুইজ এর আন্সার করতে পারেনি সুতরাং আপনিই হচ্ছেন বিজয়ী।

 3 years ago 

এই মনে হয় স্টিমিটে প্রথম কোনো কুইজে জিতলাম । কি যে আনন্দ হচ্ছে । হিপ হিপ হুররে। ....

 3 years ago 

আমারও খুব আনন্দ হচ্ছে আপনাকে বিজয়ী ঘোষণা করে।

আপনার ফুলগুলো দেখতে খুবই সুন্দর আপু প্রত্যেকটা ফুলি দেখতে খুবই অসাধারণ আমাদের মাজে শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

যাইহোক আপু ফুলগুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। সবগুলো ফুলই খুব সুন্দর। এবং এর আগে আমি কখনো জেরোনিয়াম ফুল আমি দেখি নাই তাই চিনিও না। সেজন্য আমি উওর দিলাম না। খুবই ভালো উদ‍্যোগ ছিল। এমন কনটেস্ট আরও দেখতে চাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এবার কিভাবে কি হবে আপু। উওর তো ২ জন দিয়েই দিলো। এখন যদি আমি সেম উওর দেই এটা কপি হয়ে যাবে। তাই আমি আর উওর দিলাম না এটাই বলবো আমার দিক থেকে উওর অনাদের টা ঠিক। এটা খুব ভালো লেগেছে এই ভাবে প্রতিযোগিতা এর আয়োজন করেছেন।

 3 years ago (edited)

এখনো আশা আছে ভাইয়া, হাল কেন ছেড়ে দিলেন? কপি করা যাবে।

 3 years ago 

শিক্ষক আমাকে শূন্য রেখেছেন। কারণ আমি আসলে ফুল সম্পর্কে কিছুই জানি না।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

৮ ও ৫ ফুলগুলো জেরানিয়াম। আপনার বাগানের এই ফুলের দুইটি রং রয়েছে লাল এবং বেগুনি।

 3 years ago 

ভাইয়া আপনার আনসারটা সঠিক হয়নি।

 3 years ago 

আপনার বাগানের ৮নং ফুলটি জেরানিয়াম। এই ফুলের দুটি কালার আছে। জেরানিয়াম জাতের বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এই রং এর ফুলটি দেখতে বেশি চমৎকার।

 3 years ago (edited)

ভাইয়া আপনার আনসার সঠিক হয়েছে কিন্তু আপনি আমার রুলস ফলো করেন নি, আপনি এই পোস্ট টি রিস্টিম করেননি, সুতরাং আপনাকে বিজয়ী ঘোষণা করতে পারলাম না। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

সর্বপ্রথম আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি একজন প্রার্থী হিসাবে সঠিক উত্তর দেয়ার চেষ্টা করছি।

উত্তর-

ফটোগ্রাফি-৯ নম্বারটি হচ্ছে জেরানিয়াম ফুল।
আর এটি সাধারনত ৪ রঙের বা কালারের হয়ে থাকে।
ধন্যবাদ। আপু।

 3 years ago 

ভাইয়া আপনার আন্সার সঠিক হয়নি, আট নাম্বার ফুলটি জেরানিয়াম এবং এর দুটি কালার রয়েছে, ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 3 years ago 

খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন আপু কুইজের। যেহেতু অনেকেই উত্তর দিয়েছেন তাই এখনো আমার উত্তর দিয়ে কোন লাভ নেই ।যাইহোক আপনার ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য এবং যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ সব ফুলের ছবি তুলেছেন। আপনার পোস্ট থেকে নতুন কিছু ফুলের ছবি দেখতে পেলাম। অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ফুলের ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ68Yxbz9h9VLR1RMoQyYK6oB3NHf131xn6fa6jSfoHUS9GP2TrU9AY4JDih8Fa5Nb6KSqHPTjToZS93EsgUiUssH93QZhKiSKqTnjto8D2j5xYnQPagGva.jpeg
এই ফুলটি হচ্ছে জেরানিয়াম ফুল এবং বাগানে এই ফুলের ২ টি রঙ আছে।

 3 years ago (edited)

ভাইয়া তুমি ফুলের ছবি দিয়েছো, কিন্তু ফুলটির নাম্বার দাও নি, আমি শুধু নাম্বার চেয়েছিলাম তারপরও তুমি বিবেচনায় আছো।তুমি হচ্ছ দ্বিতীয় বিজয়ী।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97859.91
ETH 3296.28
USDT 1.00
SBD 3.01