বউ মাছের রেসিপি(10 beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট একটি মাছের রেসিপি নিয়ে? মাছটির নাম হচ্ছে বউ মাছ , কেউ কেউ আবার রানী মাছ বলে। এই মাছটির আকার পুটি মাছের সমান হবে ।মাছটি অনেক মজার, আজকে আমি এই মাছটি ভুনা করে দেখাবো, পুরোপুরি ভুনা না একটু ঝোলও থাকবে ।মাছটি আবার বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করলেও অনেক মজা লাগে, যার যেটি ভালো লাগে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে।

99D93D41-7C5C-4307-88B6-7FFA66A6D24F.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
রানী মাছএক প্যাকেট
পেঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ২/৩টি লম্বা করে কাটা
টমেটো কুচিহাফ কাপ
হলুদ গুড়া১ চাঃচাঃ
ধনিয়া গুড়া১ চাঃচাঃ
জিরা গুড়া১ চাঃচাঃ
মরিচ গুড়া১ চাঃচাঃ
কারিপাউডার২ চাঃচাঃ
লবণস্বাদমতো
তেল২ টেবিল চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ

প্রথমেই প্রয়োজনীয় উপকরণ গুলো দেখে নেয়া যাক:

7EE40F9C-1369-4C7F-A2B1-A6294B2D3BE6.jpeg

কার্যপ্রণালী : ধাপ ১

প্রথমেই পেঁয়াজ ,টমেটো ,কাঁচা মরিচ এবং ধনেপাতা কেটে নিয়েছি ।এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে হলুদ গুঁড়া এবং লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য।

2D4FDDFC-A07D-4508-BA0D-A2146E32FD28.jpeg

B96ACF3C-8755-4EB7-ACAF-B38706F7F234.jpeg

ECCD064B-780E-44F0-8926-AA25082DAAAE.jpeg

43D638F1-2FEC-405C-9F84-40DD3FFF3F3C.jpeg

কার্যপ্রণালী : ধাপ ২

প্রথমেই একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লবণ দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এই ফাঁকে মাছগুলো ভেজে নিয়েছি।

8DCF1597-C052-4F23-B625-B8FFE6F8CB6B.jpeg

C3D7FB5C-3262-4D77-8C26-0E9580C54E5D.jpeg

54C511B6-9F64-4976-9AD3-31BA612D40E6.jpeg

কার্যপ্রণালী : শেষ ধাপ :

এরপর পেঁয়াজ গলে গেলে সব মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ২/৩ মিনিট অল্প আঁচে কষিয়ে নিয়েছি। এরপর ভাজা মাছ গুলো দিয়ে ১ কাপ পানি যোগ করে ভালোভাবে নেড়ে ঢেকে রেখেছি ৪/৫ মিনিটের জন্য। এরপর চুলার আঁচ কমিয়ে আরো দুই-তিন মিনিট রেখে দিয়েছি, পরে ধনে পাতা যোগ করে আমার রান্না শেষ করেছি।

F8B60E2D-665D-4712-97ED-EA16B9D96A32.jpeg

E0B0DA78-D898-4893-A356-B78D4DF2D8FA.jpeg

11F73BA1-26CB-49B7-88D8-382F3A31DF28.jpeg

AA1E562F-252F-4A2E-9A02-D2FD7B5FB27B.jpeg

0B89E6FD-A104-4506-B751-FB049BC64375.jpeg

8D3277F1-8C05-4A43-BE8B-2C4F048BB44B.jpeg

AE703559-419F-4176-AAEB-CC8014F7A220.jpeg

D3668369-B9B4-4953-B168-D91182B413B7.jpeg

9C77EFFF-70C3-4660-94E7-ABCA7CEC8D45.jpeg

29DCAF8E-0B7C-46F3-98AE-E2471872AC44.jpeg

E88C82C2-02A0-4FC4-8011-0EC5B2A80863.jpeg

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে, আর এই মাছটির স্বাদ কে কে গ্রহণ করেছেন জানাতে ভুলবেন না।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

মাছগুলো তো দারুণ দেখতে আপু,মনে হচ্ছে একেবারেই একরিয়ামের মাছের মতো।খেতে মনে হয় অনেক স্বাদই হবে।খুব সুন্দর একটি ভিন্নধর্মী রেসিপি দেখলাম।ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমাকে, এই মাছ খেতে আসলেই অনেক স্বাদ।

 3 years ago 

আপনার রেসিপিটা ভালো হয়েছে। তবে সত্যি কথা বলতে এই মাছ আমি আগে কখনো খাইনি, তাছাড়া রানী বা বৌ মাছের নাম আমি প্রথম শুনলাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, এই মাছটি অতটা কমন নয়, কিন্তু অনেক স্বাদ, ক্ষেতে দারুন মজা।

 3 years ago 

এগুলোকে বউ কিংবা রাণী মাছ বলে এটা আমি প্রথম জানলাম, যাক নতুন একটা মাছ চিনলাম, হি হি হি।

রান্না নিয়ে কোন কথা হবে না, কারন দেখেই লোভ লেগেছে, আহা কি স্বাদের রান্না। ধন্যবাদ আপু

 3 years ago 

শুনে খুব ভালো লাগছে আমার মাধ্যমে নতুন একটি মাছের নাম জানতে পেরেছেন। এই মাছ নদীতে ঝাঁক বেঁধে বেঁধে চলে এবং সিলেটে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ধন্যবাদ আপনার মন্তাব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62984.33
ETH 2453.70
USDT 1.00
SBD 2.67