৫০ স্টিম পাওয়ার আপ
আসসালামুআলাইকুম
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন।গত সপ্তাহে “আমার বাংলা ব্লগ’’ এ আয়োজিত ডিসেম্বর সিজন ২ এর প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে।আমি ইতিমধ্যেই আমার শেষ টার্গেটটিও পূর্ণ করে ফেলেছি।আশা করছি খুব শীঘ্রই ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্রতিযোগিতা শুরু হলে নতুন করে আবার একটি টার্গেট করে নিব, তার আগে এভাবেই পাওয়ার আপ করে যাব। পাওয়ার আপ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।মঙ্গলবার আসলে পাওয়ার আপ না করে থাকতে পারিনা।নিয়মিত সবসময়ই এভাবে পাওয়ার আপ করে যেতে চাই।
আজ ৫০স্টিম পাওয়ার আপ করেছি, এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১০,৬৯১।পাওয়ার আপ এর পরে হয়েছে ১০,৭৪১ স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপ করার পূর্বে :
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপ করার পরে :
এছাড়া নিয়মিত হিরোইজমকেও ডেলিগেশন করে যাচ্ছি।আজকে হিরোইজমকে ৫০ স্টিম ডেলিগেশন করেছি, ডেলিগেশন এর পূর্বে ছিল ৩,৭১৫স্টিম, এখন হয়েছে ৩,৭৬৫।এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের সকলেরই উচিত পাওয়ার আপের সাথে সাথে হিরোইজমকেও কিছু ডেলিগেশন করা, এতে করে আমরা সকলেই উপকৃত হব।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
টার্গেটে ডিসেম্বর সিজন ২ শেষ হলে আমাদের সৃজন ৩ পাওয়ার আপ প্রতিযোগিতা শুরু হবে। আপনার নতুন টার্গেট দেখার অপেক্ষায় রইলাম। 😊
যাই হোক প্রতিনিয়ত আমাদের মাঝে পাওয়ার আপ পোস্ট শেয়ার করেন আপনি। এবং কি বেশ ভালো এমাউন্টের পাওয়ার আপ করেন। শুভেচ্ছা ও অভিনন্দন আপু।
হ্যাঁ পাওয়ার বৃদ্ধির সিজন টু শেষ হয়ে গিয়েছে তার পরেও আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত পাওয়ার বৃদ্ধি করার যে একটা ধারাবাহিকতা সেটা অব্যাহত রেখেছেন। অন্য সপ্তাহের মত এই সপ্তাহেও আপনি পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
জি আপু, আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি। সবারি উচিত প্রতি সপ্তাহে কিছু না কিছু স্টিম পাওয়ার আপ করা। খুব শীঘ্রই সিজন-৩ চালু হয়ে যাবে। আশা করি সামনের টার্গেটও ফিল আপ করতে পারবেন 🌼
টার্গেট ডিসেম্বর কে কেন্দ্র করে আসলে অনেকে অনেক পাওয়ার অর্জন করেছে। যেমনটি আপনি টু এক্স ডলফিন ক্রস করেছেন,এই ডিসেম্বর কে কেন্দ্র করে। আমি ও টু এক্স ডলফিন ক্রস করে এখন ১০,৭০০+ পাওয়ার অর্জন করেছি। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনার পাওয়ার আপ দেখে খুব ভালো লাগছে। আপনি একজন ডলফিন ক্যাটাগরির ব্লগার হয়ে গিয়েছেন এবং এই সামনের লক্ষ্যের জন্য অপেক্ষা করছেন এটা খুবই আনন্দের বিষয়। আমাদের মাঝে আপনাদের পাওয়ার আপ শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল।
আপনি টার্গেট ডিসেম্বর সিজন টুকে সামনে রেখে অনেক পাওয়ার বৃদ্ধি করেছেন এবং তৃতীয় পর্বের অপেক্ষায় আছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আসলে যারা পাওয়ার বৃদ্ধি করে তাদের মধ্যে এক অন্যরকম লালসা কাজ করে পাওয়ার বৃদ্ধি না করতে পারলে নিজের কাছে ভালো লাগে না ,আপনিও তাদের মধ্যে একজন দেখছি। আপনার এই ধারাবাহিকত অব্যাহত রেখে আপনি আপনার অবস্থান আরো বেশি শক্ত করবেন বলে আশা রাখি।
আপু পাওয়ার আপ পোস্টটি দেখে অনেক ভাল লাগলো। আমাদের সকলের আসলে পাওয়ার আপ করা জরুরি। এতে করে আমাদের একাউন্টের শক্তি বৃদ্ধি পাবে।অনেক ধন্যবাদ আপু আপনি আপনার টার্গেট সামনের দিনগুলোতেও পূর্ন করুন এমনটাই আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে পাওয়ার আপ পোস্ট করে যাচ্ছেন । যা দেখে খুবই ভালো লাগে। আসলে পাওয়ার আপ আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত পাওয়ার আপ নিয়ে এগিয়ে যাওয়া।