অবশেষে পেয়ে গেলাম আমার পার্সেল

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1609.jpeg

ঈদ প্রায় চলে এসেছে । সকলের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। আশা করি অনেকেই হয়তো কেনাকাটা শেষ করে ফেলেছেন। আর এই কেনাকাটা গুলো আমরা কেউ কেউ করছি অনলাইনে, কেউ কেউ আবার শপে গিয়ে। বাংলাদেশে থাকতে রোজার শেষের দিকে কতবার যে শপিং এ গিয়েছি তার কোন হিসাব নেই। কিন্তু এই দেশে তো সবাই ব্যস্ত, সময় খুবই কম পাওয়া যায়। তো এ কারণেই দুই একবারের বেশি শপে যাওয়া হয় না। তাই বাচ্চাদের ড্রেসগুলো অনলাইনে অর্ডার দিয়ে কাজ একটু এগিয়ে নিলাম। প্রায় ৮-৯ দিন আগে eBay থেকে বাচ্চাদের জন্য দুটি ড্রেস অর্ডার করেছিলাম।৫/৬ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল। অনলাইনে কেনাকাটা করলে কিন্তু প্রবলেম রয়েছে। কারণ বাচ্চাদের ড্রেসগুলো যদি গায়ে ফিট না হয় তাহলে পড়ে যেতে হয় বিপদে। আর শপে গিয়ে তো সরাসরি পড়িয়ে, দেখে শুনে কেনা যায়। এ কারণেই অনেক টেনশনে ছিলাম ড্রেসগুলো যদি ফিট না হয়? নেক্সট মঙ্গলবারে আমরা যাব শপিংয়ে।তাই অপেক্ষায় ছিলাম মঙ্গলবারের আগে যদি ড্রেসগুলো চলে আসে আর যদি ফিট না হয় তাহলে টেইলার এর কাছে গিয়ে সেটা ফিট করিয়ে আনব। এ কারণেই শুধু দিন গুনছিলাম কবে ড্রেসগুলো আসবে।কারণ আমরা যাবো লন্ডন গ্রীন স্ট্রিটে শপিংয়ে। সেটা আমাদের এখান থেকে অনেক দূরে।দুইবার আর যাওয়া হবেনা। সেখানে অনেক বাঙালি,ইন্ডিয়ান ও পাকিস্তানী টেইলার রয়েছে।

অর্ডার দেয়ার পরের দিনে মেসেজ আসে আমার পার্সেল dispatch করা হয়েছে।তখন মনে অনেক শান্তি পাই। এরপর ৩ দিন যায়, ৪ দিন যায় কিন্তু আমার ড্রেস আর আসে না। সাধারণত ডিস্পাস করার ৩-৪ দিনের মধ্যেই পার্সেল চলে আসে।তখন একটু টেনশনে পরে যাই। এরপর আমার মোবাইলে একটি মেসেজ আসে যা আমাকে আরো বেশি ভাবিয়ে তোলে।

IMG_1610.jpeg

চিন্তা করুন প্যাকেজের এড্রেস নাকি নষ্ট হয়ে গিয়েছে তাই আমার এড্রেস আপডেট করতে হবে। এই মেসেজ পেয়েই আমি বুঝে গিয়েছি এটি স্ক্যাম হবে। কারণ কোন কিছু অর্ডার না করলেও এ ধরনের মেসেজ মোবাইলে প্রায় আসে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি অপেক্ষায় রয়েছি আমার পার্সেল এর জন্য। ঠিক সেই মুহূর্তে যদি এ ধরনের মেসেজ আসে তাহলে তো এটা সত্যিই মনে হবে। টেনশনে পড়ে গেলাম এটা কি সত্য হবে,না scammer? আর সত্য হলে যদি রেসপন্স না করি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। এরপর সেইলার এর কাছে আমি মেসেজ করলাম। “এখনও আমার পার্সেল পাইনি প্লিজ একটু চেক করে দেখুন।”তখন সে আমাকে জানালো ওকে আমি ব্যাপারটি দেখছি।মেসেজ করার পরের দিনই আমার পার্সেল এসে হাজির। তখন মনে অনেক শান্তি পেলাম। আর ঐ মেসেজটি সত্যি ছিল এক scammer এর। কারণ দরকার হলে তারা সেইলারের সাথে যোগাযোগ করবে। আমার সাথে কেন যোগাযোগ করতে যাবে?

এরপর ড্রেসগুলো বের করে দেখলাম একেবারেই পারফেক্ট। তাদের অনেক সুন্দর ভাবে ফিট হয়ে গিয়েছে। ভালো কথা, আর এই ড্রেসগুলো কিন্তু এসেছে কলকাতা থেকে। আমি জানতাম না এগুলো কলকাতা থেকে আসবে। প্যাকেটের address দেখে বুঝতে পারলাম। ড্রেসগুলো আর দেখালাম না, কারণ আগে থেকে দেখালে পুরানো হয়ে যাবে।🤩একটু মজা করলাম। ছোটবেলায় আগে আমরা এমনই করতাম।ঈদের আগে কাওকে জুতো ও ড্রেস দেখাতাম না।।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

যাগ ভালো লাগলো ঈদের হালকা কেনাকাটা মেয়েদের জন্য করেছেন ৷ আপু আমি আবার এই অনলাইনে বিস্বাস করি না ৷ কারন একবার নিয়ে বুঝেছি ৷ যা হোক ব্যস্ততার জন্য মেয়েদের দুটি ড্রেস কিনেছেন ৷ আশা করি আপনার কাঙ্খিত কাপড় টি পেয়েছেন ৷ ভালো লাগলো ঈদ ভালো কাটুক এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 5 months ago 

আপু ঈদের কেনাকাটার কোনো শেষ নেয় ‌ । তাই আপনি অনলাইনে বাচ্চাদের জন্য ড্রেস অর্ডার দিয়েছে। তাতে আপনার ডেলিভারি দেওয়ার কথা ছিল ৪/৫ দিনের মধ্যে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা আপনি পান নাই। এটা খুবই টেনশন এর একটা ব্যাপার। আর হ্যা আপু আপনি ঠিকই বলেছেন যে অনলাইনে কেনাকাটা করার অনেক সমস্যা আছে। তার পরে ও আপনি অনলাইনে কেনাকাটা করেছেন কারন এতে আপনার একটি কাজ এগিয়ে গেছে‌। তবে যাইহোক শেষমেষ পার্সেলটি পেয়েছেন জানতে পেরে খুবই খুশি হলাম। তবে ড্রেসটা কিন্তু দেখতে পেলাম না। অবশ্যই ড্রেসটি আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বর্তমান অনলাইনে শপিং করাটাও মোটামুটি রিস্ক হয়ে গেছে। বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয়ে যায়। যেমন আপনার ক্ষেত্রে স্ক্যামারার রা একটি মেসেজ দিয়ে একদম আপনাকে চিন্তায় ফেলে দিয়েছিল। তারপর আপনার অর্ডারটি নির্দিষ্ট সময়ের মধ্যে আসছিল না এটা আসলেই একটি টেনশনের বিষয় ছিল। তাছাড়া আমাদের দেশে বর্তমান অনলাইনে অর্ডার করবেন একটা এসে যায় আরেকটা তার চেয়ে বরং শপিংয়ে গিয়ে নিজেই কিনে নিয়ে আসা বেটার। যাইহোক আপু আপনার অর্ডার করা বাচ্চাদের পোশাকগুলি পারফেক্ট হয়েছে শুনে খুশি হলাম। যেহেতু লন্ডন একটি কর্মব্যস্ত শহর তাই আপনি অনলাইনে শপিং করার সিদ্ধান্তটি ঠিক হয়ে নিয়েছিলেন। অনলাইন শপিং করার বিষয়ে সুন্দর একটি অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

টুকিটাকি জিনিস অনলাইনে কেনাকাটা করতে আমারও ভালো লাগে আপু। তবে এদিকে নজর রাখতে হবে যে সবকিছু জিনিস অনলাইনে কেনা ঠিক নয়। এ যেমন পোশাক এর কথাটাই বলি। মাপ সঠিক না হলে গায়ে ফিটফাট না হলে পরে দেখা যাচ্ছে ঝামেলায় পড়তে হয়। এছাড়াও অন্যান্য বিষয়ে রয়েছে। তাই আমাদের অনলাইন থেকে কেনাকাটার মুহূর্তে অবশ্যই সজাগ থাকতে হবে। যাহোক পার্সেল হাতে পেয়েছেন, আর সে বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 5 months ago 

বুদ্ধি করে ধরতে পেরেছিলেন যে মেসেজটি scammer. তা না হলে ঠিকানা দিয়ে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। তাছাড়া অনলাইনে কোন কিছু অর্ডার করলে হাতে না পাওয়া পর্যন্ত শান্তি লাগে না। বাচ্চাদের ড্রেস পরা ছবি দেখার অপেক্ষায় রইলাম। আশা করি খুব ভালো লাগবে ওদের দেখতে।

 5 months ago 

আমার কাছে কিন্তু মার্কেট দেখে শুনে করতেই সব থেকে বেশি ভালো লাগে। তাহলে ভালোভাবে দেখে শুনেই কেনা যায়। অনলাইন থেকে জামা কাপড় অর্ডার করা হয় না আমার খুব একটা। যদিও হয় তবে খুব কম। কিন্তু অনলাইন থেকে অর্ডার করলে একটাই সমস্যা ড্রেসগুলো সুন্দরভাবে ফিট হবে নাকি হবে না। যাইহোক পার্সেল নিয়ে দেখছি আপনি অনেক টেনশনে ছিলেন। তবে শেষ পর্যন্ত পার্সেলটা এসেছে এটা শুনেই ভালো লেগেছে। ভাগ্যিস বুদ্ধি করে লোকটাকে মেসেজ দিয়েছিলেন। আসলে অনেক সময় এরকম অনেক কিছুই হয়, যার কারণে আমরা প্রতারণার শিকার হই। ঈদের পরে কিন্তু আমরা জামাগুলো দেখতে চাই আপু। বিশেষ করে মেয়েদেরকে কেমন লাগে এটা দেখতে চাই।

 5 months ago 

যাক এবারে স্ক‍্যামার এর খপ্পরে পড়েন নাই। ওখানে এভাবেও স্ক‍্যাম করা হয়। জেনে একটু অবাক হলাম। অনলাইনে মাঝে মাঝে আমি নিজের জিনিস অর্ডার করতে গিয়েই দ্বিধাবোধ করি এই যদি গায়ে না হয় হা হা। যাইহোক আপনার মেয়েদের ড্রেস যে খুবই সুন্দরভাবে ফিট হয়েছে দেখে ভালো লাগল। ধন্যবাদ আপু আমাদের সাথে বিষয়টি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভাগ্যিস স্ক্যামারের ম্যাসেজ দেখে এড্রেস আপডেট করেননি। নয়তো ঝামেলায় পরতে হতো। কিন্তু এমন একটা সময়ে আপনার কাছে ম্যাসেজটি গিয়েছিল যে,তখন কিন্তু ফাঁদে পরার সম্ভাবনা ছিলো। তবে বুদ্ধি করে সেলারকে ম্যাসেজ দিয়েছেন, আর সেজন্যই শেষ পর্যন্ত কোনো ঝামেলা পোহাতে হয়নি। বর্তমানে আমরা যদি একটু অসচেতন হই,তাহলেই ফাঁদে পড়ে যাবো। যাইহোক ইবে থেকে বাচ্চাদের জন্য অর্ডার করা ড্রেস দুটি ফিট হয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো আপু। আমিও সাউথ কোরিয়াতে থাকা অবস্থায়, ইবে এর মাধ্যমে রাজস্থান থেকে একটি ড্রেস এনেছিলাম। তাছাড়া ইবে এর মাধ্যমে প্রায়ই অনেক কিছু অর্ডার করতাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

scammer এর কথা অনুযায়ী যদি আপনি এড্রেস দিয়ে দিতেন তাহলে তো সমস্যা হতো। এসব মানুষদের উদ্দেশ্য থাকে খুবই খারাপ। আপনি তাদের ফাঁদে পা দেন নি এটাতেই অনেক। আর আপনার পার্সেল ঠিকভাবেই আপনার কাছে এসেছিল শুনে ভালো লেগেছে। দুই মেয়ের জন্য অনলাইন থেকে জামা অর্ডার করেছিলেন শুনে ভালো লেগেছে। নিশ্চয়ই মেয়েদের খুব পছন্দ হয়েছিল জামাগুলো। তবে আমি শুধু ভাবতেছি জামাগুলো কি রকম, আর তাদেরকে পড়লেই বা কিরকম লাগবে।

 5 months ago 

আমিও সেটাই চিন্তা করছি আপু, পার্সেলটা তো ইন্ডিয়া থেকে গেছে। আর ওখানে ইন্ডিয়ান কন্টাক্ট নাম্বার দেওয়া। তবে এটা ঠিক যে ডিস্পাস করার ৩-৪ দিনের মধ্যেই পার্সেল চলে আসে সাধারণত । তবে আপনি scammer এর মেসেজের ভরসায় না থেকে সেলার এর কাছে মেসেজ করে ভালোই করেছিলেন আপু। যাইহোক, সব পোশাকগুলো যেহেতু পারফেক্ট হয়েছে তাহলে তো আর কোন চিন্তার বিষয় নেই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58969.80
ETH 2512.94
USDT 1.00
SBD 2.48